শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বইমেলা | বই কিনলেই সিগারেটের প্যাকেট ফ্রি! আকর্ষণীয় অফারে থিকথিকে ভিড় কলকাতা বইমেলার এই স্টলে

Kaushik Roy | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৩১Kaushik Roy


কৌশিক রায়

৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবং তার সঙ্গে কালী সিগারেট। এই দুইয়ের যোগসূত্র কোথায়? তা জানতে হলে ফিরে যেতে হবে ভারতের স্বাধীনতা সংগ্রাম চলাকালীন বঙ্গভঙ্গের সময়ে। জানা যায়, বঙ্গভঙ্গের সময়ে যখন বিদেশি জিনিসপত্র ত্যাগের হিড়িক ওঠে সেই সময়েই আবির্ভাব কালী সিগারেটের। কিন্তু এর সঙ্গে কলকাতা বইমেলার সম্পর্কটা কী?জানতে হলে যেতে হবে বইমেলায়। 


বইমেলার এক নম্বর গেটের কাছে ১১৬ নম্বর স্টল কলেজপাড়া প্রকাশনী। সেখানেই রয়েছে দুর্দান্ত চমক। স্টল থেকে একটি নির্দিষ্ট বই কিনলে গ্রাহকদের উপহার দেওয়া হচ্ছে কালী সিগারেটের একটি প্যাকেট। গত বছর এবং এই বছর কলেজপাড়া প্রকাশনী থেকে দুটি বই বেরিয়েছে সাহিত্যিক অভিষেক চট্টোপাধ্যায়ের। গত বছর প্রকাশিত হয়েছিল ‘বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব’। এই বছর প্রকাশ পেয়েছে তারই প্রিকুয়েল ‘কালীমায়ের বোমা’। দুটি বইই লেখা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র আন্দোলনকে কেন্দ্র করে। যার মূল ঘাঁটি ছিল তৎকালীন অবিভক্ত বাংলা।


জানা গেল, ‘বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব’ বইটি কিনলে গ্রাহকদের কালী সিগারেটের একটি প্যাকেট উপহার দিচ্ছে প্রকাশনা সংস্থা। কিন্তু সেখানেও রয়েছে চমক। প্যাকেটের ভেতর রয়েছে ছোট্ট চিরকুট। যেখানে লেখা ‘বন্দেমাতরম’। বইটির লেখক অভিষেক চট্টোপাধ্যায় আজকাল ডট ইনকে জানান, ‘তখন বঙ্গভঙ্গের সময়। বিদেশি জিনিসপত্র বর্জন করে বাজারে এসেছিল কালী সিগারেট। এর আরও একটা ভূমিকা ছিল। এই প্যাকেটের ভেতরে স্বদেশীরা অনেক সময় গোপন তথ্য আদানপ্রদান করতেন। সেই ভাবনা থেকেই আমরা এই প্যাকেটের ভেতর ছোট্ট চিরকুট রেখে দিয়েছি’।

 

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র আন্দোলন শুরু হয়েছিল অবিভক্ত বাংলা থেকেই। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে শক্তির সঙ্গে তন্ত্র, ধর্মকে জুড়ে দিয়েছিলেন তৎকালীন বিপ্লবীরা। সেই ইতিহাসকেই ‘কালী মায়ের বোমা’ এবং ‘বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব’ বই দুটিতে তুলে ধরেছেন লেখক। তিনি জানালেন, ‘একটা সময় এসেছিল যখন সশস্ত্র আন্দোলন একমাত্র বিকল্প হয়ে উঠেছিল আবেদন-নিবেদন নীতির বিপরীতে এসে। এই আন্দোলনের সময়ে সকল মানুষকে এক ছাতার তলায় আনার জন্য ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রথম এই ‘কালী মায়ের বোমা’ কথাটি চালু করেছিলেন।

 

তাঁর সঙ্গে ছিলেন অরবিন্দ ঘোষ, বারিন ঘোষরা, হেমচন্দ্র দাস, উল্লাসকর দত্তরা। বোমা যখন বঙ্গদেশে ব্যবহার করা শুরু হল তার সঙ্গে মিশিয়ে দেওয়া হল ধর্মকে। সে কারণেই এই বইয়ের নাম ‘কালীমায়ের বোমা’, সিগারেটের নাম কালী সিগারেট’। তবে শুধু কালী সিগারেট নয়, ‘কালী মায়ের বোমা’ বইটির সঙ্গেও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত বিভিন্ন ছবি, পোস্টার বইপ্রেমীদের উপহার দিচ্ছে প্রকাশনা সংস্থা। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে এই বিশেষ চমক দিয়ে সাধারণ মানুষকে স্বাধীনতা প্রাপ্তির সংগ্রামের কথা মনে করিয়ে দিচ্ছে প্রকাশনা সংস্থাটি।


#Kolkata News#Kolkata Book Fair#কলকাতা বইমেলা



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

১৯৭২-এ পরিচয়, বইমেলায় নিয়ম করে রি-ইউনিয়ন করেন দুর্গাপুর কলেজের বন্ধুরা...

হাতে রইল দুই, বইমেলার শেষ শুক্রবার, অফিস ফেরত ভিড়ে করুণাময়ী সরগরম...

না থেকেও আছে বাংলাদেশ! ধানমন্ডির ধ্বংসলীলার দিনেও হুমায়ুন, ইলিয়াসের বই টেনে নিচ্ছেন পাঠক...

বাণিজ্যে বসতি বাঙালি, উদ্যোগপতিদের সেরা হয়ে ওঠার সাক্ষী থাকল কলকাতা বইমেলা...

হ্যামলিনের বইওয়ালা! করুণাময়ীর মেলার মাঠে গান-কবিতা হাতে স্বপ্ন ফেরী ইতিহাসের শিক্ষকের...

উদ্বোধন হল লিটারেচার ফেস্টিভ্যালের, সমরেশ মজুমদার স্মৃতি সম্মান পেলেন অঞ্জন দত্ত...

‘লিটল’-বিচ্ছেদে এখনও মনখারাপ, টেবিল থেকে স্টলে গিয়েও উজ্জ্বল অতীত ...

‘‌বয়স বাড়ছে, বাড়ছে নস্টালজিয়া’‌, পুরনো স্মৃতি আঁকড়ে আজকাল–এ রঞ্জন বন্দ্যোপাধ্যায়...

‘‌করুণাময়ী এলাম অ্যাপ দেখে, মেলাও হাঁটছি অ্যাপ দেখে’‌, ম্যাপের দিন পেরিয়ে কী বলছেন বইপ্রেমীরা? ...

আঁকড়ে ধরে প্যাকেট, মেলার নিরাপত্তা সামলে ঘরে ফিরলে মেয়েকে দেবেন বই...

গান মিলেমিশে গান, আচার কিনতে আনচান আর মঙ্গলের বইমেলা...

সরস্বতী পুজোয় থিকথিকে ভিড় বইমেলায়, আজকালের স্টল ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী...

বৃহস্পতি থেকে শুরু তিনদিনের ‘কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’, ‘সমরেশ মজুমদার স্মৃতি সম্মান’ পাচ্ছেন অঞ্জন দত্ত...

পূর্ণেন্দুর জন্মদিনে উপন্যাস সমগ্র প্রকাশ করল দে'জ, প্রথম রবিবারে চার সাহিত্যিককে সম্মাননা জ্ঞাপন পত্রভারতীর...

বইমেলায় শিশু দিবস, সঙ্গে বড়দের ভিড় কয়েকগুণ, প্রথম রবিবারে জমজমাট প্রাঙ্গণ...

উদ্বোধনে হাতুড়ি পেটানো আর শেষে বাজানো ঘণ্টা! বইমেলায় কেন এই নিয়ম, আসল সত্যিটা জানুন...

দিনে দিনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে ডিজিটাল মিডিয়া, পরের প্রজন্মের জন্য বই লিখলেন মিনাল পারেখ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 25