বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ২৫Riya Patra
রিয়া পাত্র
টেবিল থেকে স্টল। জীবনযাত্রার পরতে-পরতে যাঁদের সঙ্গে জড়িয়ে থাকে চাট্টি কথা ছাপার তাগিদ, অক্ষরে ভাবনা প্রকাশের তাগিদ, তাঁরা পত্রিকা করেন। আর লিটল ম্যাগাজিন বা ছোট পত্রিকার সম্পাদনা করতে করতে তাঁদের সোনার তরী কখন যে সোনার ধানে ভরে যায়, তা হয়ত মালুম পড়ে না তাঁদেরও। ঋতুচক্রের মতো কয়েক ফর্মার পত্রিকা পেরিয়ে ধীরে ধীরে হার্ডকভার বইয়ের দিকে যাত্রা করেন সম্পাদকরা। প্রকাশক হয়ে ওঠেন লড়তে-লড়তে। কিন্তু বইমেলায় একফালি টেবিল থেকে কয়েক বর্গমিটারের স্টল পর্যন্ত পৌঁছনো তাঁদের কাছে ইউরি গ্যাগরিনের মহাকাশ যাত্রার থেকে কম রোমাঞ্চকর নয়। সেই রোমাঞ্চের স্বাদ নিতেই এই লেখার অবতারণা। যদি সত্যিই কোথাও বিদ্যার দেবদেবী কেউ থাকেন, তাহলে তাঁর বাড়ির ৩৩ পদের ‘সাপার’-এ এঁদের আমন্ত্রণ নিশ্চিত। সেই প্রকাশকদের নাগরদোলায় কাটানো দিনের ডায়েরি অক্ষরে লিখে রাখার জরুরি দায়িত্ব পালিত হল এই প্রতিবেদনে।
কোরক সাহিত্য পত্রিকা।
সময়টা ১৯৭৭। একদল কিশোর সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অনন্ত বিকেলে গায়ে ধুলো মেখে দৌড়ে বেড়াবার মাঝে তাগিদ অনুভব করল কিছু লেখার। শুধু লেখার নয়, সেসব লেখা নিয়ে একটি দেওয়াল পত্রিকা বের করেন। নাম হয় ‘কোরক’। সেই থেকে শুরু পথচলা। একদল কিশোর, নয়া উদ্যমে যে পত্রিকা শুরু করেছিল, সাহিত্যচর্চায় দিনে দিনে তা বেড়ে উঠল বিষয়ে, বহরে। ১৯৮২ সালে রেজিস্ট্রেশন হল ‘কোরক সাহিত্য পত্রিকার’। ততদিনে কলেজের গণ্ডি পেরিয়ে গিয়েছেন ওই একদল পড়ুয়া। সেবারের ময়দান বইমেলায় বন্ধুরা হইচই করে টেবিল নিল। পত্রিকা বিক্রি হল, চিৎকার হল, গান হল। যত সময় এগোল, কোরক ততবেশি মনোনিবেশ করল পত্রিকার বিষয় বাছাইয়ে। গল্প, প্রবন্ধ, কবিতা তো রইল। একে একে অনুবাদ হতে থাকল আফ্রিকার গল্প, ইউরোপের গল্প, লাতিন আমেরিকার গল্প। ২৫ বৈশাখ তখন হইচই করে কোরক লম্বা কাগজে সাজিয়ে বের করত পরপর লেখা। সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শঙ্খ ঘোষ, সময়ের সঙ্গে সঙ্গে কোরক ছুঁয়ে এসেছে বহু বিশিষ্ট জনেদের। দিনে দিনে বেড়েছে পাঠক। কোরক এখন আর লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে বসে না। পৃথক স্টল বইমেলায়। চতুর্দিকে একের পর এক বই, সংখ্যা।
শুরুর দিন থেকে, বইমেলা ২০২৫, কোরক-কে আগলে রেখেছেন তাপস ভৌমিক। এই টেবিল থেকে স্টল, এই জার্নি কেমন? কেনই বা টেবিল থেকে স্টলে কোরক? জানাচ্ছেন, ‘আমরা বরাবর বিষয় ভেবে কাজ করি। দীর্ঘ গবেষণামূলক কাজ। একটা সময় পর বেড়ে গেল পাঠক সংখ্যা, বেড়ে গেল চাহিদা। লিটল ম্যাগের চত্বর থেকে সরে এলাম স্টলে। ‘
‘আদম’, কবিতা পত্রিকা থেকে সাহিত্যের জল-হাওয়া-বাতাস গায়ে মেখে প্রকাশনা সংস্থা হিসেবে দাঁড়িয়ে। টেবিল থেকে স্টলে তুলে আনা হয়েছে সারি সারি বইকে। কিন্তু যার পথচলা শুরু লিটল ম্যাগাজিন হিসেবে? লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকে দূরে যেতে মন চায়? অনেকের চায় হয়তো, অনেকের চায় না। যেমন আদম-এর। গৌতম মণ্ডল সাফ জানাচ্ছেন, ‘লিটল ম্যাগাজিন থেকেই পথচলা শুরু। নিজেদের শিকড় থেকে কেউ সরতে চায় না। আমিও চাই না। তাই স্টল-এ এলেও, যখন লটারি হয়, সবসময় চেষ্টা করি লিটল ম্যাগ লাগোয়া জায়গায় স্টল নিতে। এখান থেকে দূরে বসতে মন চায় না।‘
১৯৯৬ থেকে কবিতা পত্রিকা হিসেবে পথচলা শুরু আদম-এর। বরাবর নিভৃতে রয়ে গিয়েছেন যেসব কবি, নিভৃতে সাহিত্য চর্চা করে চলেছেন দীর্ঘদিন ধরে, তাঁদের লেখা সকলের সামনে তুলে এনেছে তারা। তালিকায় গৌতম বসু, দেবদাস আচার্য, আলোক সরকার। কবিতা পত্রিকা থেকে প্রকাশনা, সাহিত্য সম্মাননা জ্ঞাপন, বছরের পর বছর বাংলা সাহিত্যের আঙিনায় কাজ করে চলেছে তা
#bookfair2025#boimela
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
‘বয়স বাড়ছে, বাড়ছে নস্টালজিয়া’, পুরনো স্মৃতি আঁকড়ে আজকাল–এ রঞ্জন বন্দ্যোপাধ্যায়...
‘করুণাময়ী এলাম অ্যাপ দেখে, মেলাও হাঁটছি অ্যাপ দেখে’, ম্যাপের দিন পেরিয়ে কী বলছেন বইপ্রেমীরা? ...
আঁকড়ে ধরে প্যাকেট, মেলার নিরাপত্তা সামলে ঘরে ফিরলে মেয়েকে দেবেন বই...
গান মিলেমিশে গান, আচার কিনতে আনচান আর মঙ্গলের বইমেলা...
সরস্বতী পুজোয় থিকথিকে ভিড় বইমেলায়, আজকালের স্টল ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী...
বৃহস্পতি থেকে শুরু তিনদিনের ‘কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’, ‘সমরেশ মজুমদার স্মৃতি সম্মান’ পাচ্ছেন অঞ্জন দত্ত...
পূর্ণেন্দুর জন্মদিনে উপন্যাস সমগ্র প্রকাশ করল দে'জ, প্রথম রবিবারে চার সাহিত্যিককে সম্মাননা জ্ঞাপন পত্রভারতীর...
বইমেলায় শিশু দিবস, সঙ্গে বড়দের ভিড় কয়েকগুণ, প্রথম রবিবারে জমজমাট প্রাঙ্গণ...
উদ্বোধনে হাতুড়ি পেটানো আর শেষে বাজানো ঘণ্টা! বইমেলায় কেন এই নিয়ম, আসল সত্যিটা জানুন...
দিনে দিনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে ডিজিটাল মিডিয়া, পরের প্রজন্মের জন্য বই লিখলেন মিনাল পারেখ...
একঝাঁক বইপ্রকাশ, দেখা মিলল ফুটবলার থেকে অভিনেতাদের, জেনে নিন শনিবারের বইমেলার খুঁটিনাটি...
বইমেলার চতুর্থ দিনে উজ্জ্বল এসবিআই অডিটোরিয়াম, আজকালের ৪০টি বই প্রকাশ...
এক মিনিটের রিলে কি কদর কমে যাচ্ছে উপন্যাসের? টানটান বিতর্ক সভার সাক্ষী থাকল কলকাতা বইমেলা...
বইমেলায় ঘুরতে ঘুরতে হারিয়ে ফেলেছেন মোবাইল ফোন-টাকার ব্যাগ, ফিরে পেতে কোথায় যেতে হবে জানেন? ...
বইমেলায় বই কিনলে এক্সট্রা সুযোগ কলেজ স্ট্রিটে! তৃতীয় দিনে মেলা খুঁজে পাওয়া গেল আর কী?...
হাজারে হাজারে পুলিশ! দু'পা যেতে না যেতেই সতর্ক নজর! বইও উল্টে দেখছেন পুলিশকর্মীরা...
২৪ ঘণ্টা, ১২ দিন! ৯৭-এর স্মৃতি ঘাড়ে দমকল কর্মীরা আগলে রাখছেন কলকাতা বইমেলাকে...