রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বইমেলা | ১৯৭২-এ পরিচয়, বইমেলায় নিয়ম করে রি-ইউনিয়ন করেন দুর্গাপুর কলেজের বন্ধুরা

Riya Patra | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৭Riya Patra


রিয়া পাত্র 

আজকাল-এর স্টলে বই দেখছেন তিনজন। আর মাঝে মাঝে তাকাচ্ছেন বাইরের দিকে। ঠিক দরজার মুখে ক্র্যাচ দাঁড়িয়ে একজন ঘড়ি দেখছেন আর ভিড়ের মাঝে চেনা মুখ খুজছেন। ফোনও করলেন বোধহয় একবার। পেলেন না। কিন্তু এই অপেক্ষায় চারজনের কারও মুখে কোনও বিরক্তি নেই। উল্টে কেমন এক চাপা উত্তেজনা। অপেক্ষা করছেন আরও এক বন্ধুর জন্য। 

ওই চারজন তাপস গুহ, ভানু বন্দ্যোপাধ্যায়, মৃগাঙ্ক গুহ এবং তুষারকান্তি। এখন কারও ঠিকানা সল্টলেক, লেকটাউন, টালিগঞ্জ। কিন্তু এমনিতে এক একজন রাজ্যের এক একটি জেলার মানুষ। ১৯৭২-এর আগে কেউ কাউকে চিনতেনও  না। কিন্তু সেই যে ১৯৭৩ সালে দেখা হল...


এই চারজনেই ভিন্ন ভিন্ন জেলা থেকে ১৯৭২ সালে পড়তে গিয়েছিলেন দুর্গাপুরের এক কলেজে। এখন যে কলেজ দুর্গাপুর এনআইটি বলে পরিচিত, তখন নাম ছিল আরই কলেজ। ১৯৭২ থেকে ৭৭, একসঙ্গে পড়ছেন দুর্গাপুরের ওই কলেজে।

 সিভিল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। পৃথক বিভাগ, পৃথক জেলা। মিলিয়ে দিল কলেজ, হোস্টেল। হোস্টেলের লনে হুল্লোড়, পাশের জেলায় সিনেমা দেখতে যাওয়া, কলেজ ট্যুর,  শক্তি-সুনীল পড়া, পত্রিকা বের করা, সব করলেন। একসঙ্গে। 

পড়া শেষ হল। আবার আগের মতোই ছড়িয়ে ছিটিয়ে গেলেন। ভিন্ন জায়গায় চাকরি, সংসার, ভিন্ন কাজ, ভিন্ন জীবন। কিন্তু ওই মফস্বলের কলেজ যে যোগসূত্র তৈরি করেছিল তাঁদের ভিতর, তা রয়ে গেল। এখনও মাঝে মাঝে কলকাতার নানা ক্লাবে দেখা তো হয়ই, নিয়ম করে তাঁরা একদিন আসেন বইমেলায়।

 যাঁরা এক সঙ্গে শক্তি-সুনীল পড়তেন, তাঁরা এখনও হামলে পড়েন বইয়ের দোকানে। শক্তি, সুনীল, গৌরকিশোর ঘোষের বই খোঁজেন, দিন দুনিয়া নিয়ে তর্ক বিতর্ক করেন। ময়দানের বইমেলার সঙ্গে সল্টলেকের বইমেলার তুলনা করেন। একজন অন্যজনের মজার কথা স্মৃতির ঝাঁপি থেকে তুলে আনেন। হাসেন খুব করে। হাসতে হাসতে চোখে জল আসে। পা টলে যায় সামান্য। একজন ভরসা হন আর একজনের। হাত ধরেন, সেই কলেজ বেলার মতো। তারপর ভিড়ে হারিয়ে যান।


bookfairboimela

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া