শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বইমেলা | হাতে রইল দুই, বইমেলার শেষ শুক্রবার, অফিস ফেরত ভিড়ে করুণাময়ী সরগরম

Riya Patra | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৩Riya Patra


রিয়া পাত্র 

হাতে রইল দুই। এতদিন, অতদিন, ততদিন দেখতে দেখতে পার। হাতে আর মাত্র দু'দিন। এদিকে বই কেন বাকি বিস্তর। শেষ শুক্রবারে সন্ধে যত এগোল রাতের দিকে, তত ভিড় বাড়ল যেন মেলা প্রাঙ্গণে। সাড়ে আটটাতেও বেশকিছু স্টলের বাইরে লাইন লম্বা। দিনেরবেলাও জমজমাট ছিল বইমেলা। চলছে লিটারেচার ফেস্টিভ্যাল। 


লিটারেচার ফেস্টিভ্যাল

এক একদিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা, অনুষ্ঠান চলে লিটারেচার ফেস্টিভ্যালে। 'বাণিজ্যে বসতি বাঙালি'তে যেমন চার বিশিষ্ট সফল উদ্যোগপতি, শিল্পপতি নিজেদের দীর্ঘ পথের কাহিনী শোনালেন, তেমনই আলোচনা হল 'তন্ত্রর বাণিজ্যকরণ/ সিনেমায় ও সাহিত্যে' বিষয়ে। আলোচনায় উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অভীক সরকার, তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়, রণদীপ নন্দি, আরজে অয়ন্তিকা, কথপকথনে ছিলেন অগ্নিজিৎ সেন।


কল্লোল-৫০

কল্লোল, নয়া জার্সিতে অবস্থিত প্রবাসী বাঙালিদের ক্লাব। এক দুই করে দেখতে দেখতে কল্লোল ৫০ বছরে। শুক্রবার বইমেলায় প্রকাশিত হল তাদের বিশেষ সংখ্যা। বই উদ্বোধন করেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পিনাকী দত্ত, অদিতি বসু রায়-সহ বিশিষ্টজনেরা।  এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস দ্য সিলভা। কলকাতার তিন প্রধানে খেলেছেন তিনি।


bookfair2025boimela

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া