বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন, সাহিত্যে 'নোবেল' পুরস্কার না পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন প্রধান শিক্ষিকা

Riya Patra | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৪৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনিই সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন। এমন 'ধারনা' য় মুর্শিদাবাদের এক প্রাথমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর এক প্রাথমিক স্কুলের শিক্ষিককে ধাপে ধাপে কয়েক  লক্ষ টাকা দিয়েছিলেন। 

তারপর যখন বুঝলেন নোবেল পুরস্কার দেওয়ার নাম করে তাঁকে আর্থিকভাবে প্রতারণা করা হয়েছে, তখনই ছুটলেন পুলিশের কাছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানা এলাকায়। প্রতারণার দায়ে বুধবার রাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক। আজ তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।   

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।' 

জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, জাইনুর বিবি নামে সুতি থানা এলাকার এক বাসিন্দা  নিচুতলা প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা ছিলেন। প্রায় ১২ বছর আগে অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকার লেখিকা হিসেবে নিজের এলাকায় যথেষ্ট 'খ্যাতি' তৈরি হয়। 

পুলিশ সূত্রের খবর, বছর সাতেক আগে জাইনুর বিবির সঙ্গে জঙ্গিপুরের একটি বইমেলায় মহম্মদ হাসানুজ্জামান নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের পরিচয় হয়। হাসানুজ্জামান  বর্তমানে সুতির শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। হাসানুজ্জামান নিজেকে কলকাতার অনেক 'বিশিষ্ট ব্যক্তির' ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে ধীরে ধীরে জাইনুর বিবির আস্থা অর্জন করে নেন। 

ওই পুলিশ আধিকারিক জানান, প্রাক্তন প্রধান শিক্ষিকার সঙ্গে হাসানুজ্জামানের যখনই দেখা হতো তিনি জাইনুরের বিভিন্ন লেখার ভূয়সী প্রশংসা করতেন। এরপর তাঁকে  আশ্বস্ত করতে থাকেন সুইডিশ অ্যাকাডেমির সঙ্গে কথা বলে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবেন। তবে বিশ্বের শ্রেষ্ঠ এই পুরস্কার পেতে  তাঁকে কিছু 'খরচ' করতে হবে। 

প্রসঙ্গত, ১৯১৩ সালে 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঘটনার ১০০ বছরেরও বেশি পার হয়ে গেলেও ১৪০ কোটির এই দেশে দ্বিতীয় কোনও সাহিত্যিক আজ পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার পাননি।

 রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই 'কৃতিত্ব' অর্জন করবেন এই আশায় হাসানুজ্জামানের কথা মতো প্রয়োজনীয় 'খরচ' করার জন্য রাজি হয়ে যান জাইনুর ।  এরপর হাসানুজ্জামান , জাইনুর বিবির এক ছেলেকে মুর্শিদাবাদ জেলা পরিষদে চাকরি এবং রেশন ডিলারশিপ করে দেওয়ার নাম করে কয়েক ধাপে আরও ১৫ লক্ষ টাকা নেন। 

কিন্তু সেই চাকরি করে দিতে না পেরে হাসানুজ্জামান, জাইনুরকে -নোবেল পুরস্কারের সঙ্গে 'ভারতরত্ন', 'বঙ্গভূষণ' এবং 'বঙ্গবিভূষণ' পুরস্কারের ব্যবস্থা করে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে আরও ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।  সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে তিনি দেশ জোড়া সম্মান পাবেন এই আশায় জাইনুর সম্প্রতি নিজের বেশ কিছু সোনার গয়না বিক্রি করে প্রাপ্ত অর্থ হাসানুজ্জামানকে  দেন বলেও পুলিশ জানতে পেরেছে। 

তবে বিপুল অর্থ দেওয়ার পরও কোনও আন্তর্জাতিক সম্মান না মেলায় বুধবার সন্ধে নাগাদ জাইনুর বিবি সটান হাজির হয়ে যান সুতি থানায়। প্রাক্তন প্রধান শিক্ষিকার লিখিত অভিযোগ পাওয়ার পর সুতি থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হাসানুজ্জামানকে গ্রেপ্তার করে। আজ তাকে পুলিশি হেফাজতের আবেদন করে আদালতে পেশ করা হবে।


#Nobel Prize#murshidabad



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...

ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...

পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...

বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...

পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...

দত্তপুকুরের কাটা মুন্ডুর রহস্যভেদ, খুনের কারণ জানলে চমকে উঠবেন...

ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...

সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...

শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...

বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?‌...

বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...



সোশ্যাল মিডিয়া



02 25