শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rajat Bose | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। তবে এ প্রেম অন্য প্রেম। দীর্ঘদিনের প্রথা মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলোর মধ্যে তত্ত্ব বিনিময়ে মেতে উঠল ছাত্রছাত্রীরা। পরস্পরের হস্টেলে যাবার লাইসেন্স তো আছেই, আছে ভাব বিনিময়ের মুহূর্ত। একে অপরকে মিষ্টি, চকোলেট উপহার দিয়ে বন্ধুত্বের বন্ধনকে আরও নিবিড় করার আহ্বান।
ভালবাসা মাখা গোলাপবাগ ক্যাম্পাসে যেন প্রেমের হৈ–হুল্লোড়। ভাল লাগা থেকে ভালবাসার জন্ম দেয় গোলাপবাগ। এই ক্যাম্পাসেই জন্ম নেয় প্রেম, জন্ম নেয় বিরহেরও।
সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে ভ্যালেন্টাইনস ডে। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিক ছাত্রছাত্রীরা এই দিনটার জন্য বছরভর অপেক্ষা করে থাকে।
ভালবাসার দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের আনাচেকানাচে আঁকা হয় ভালবাসার খণ্ডচিত্র। তৈরি হয় এক অন্য প্রেমের কাহিনি। তবে এই প্রেম চেনা ছকের চেয়ে একটু আলাদা। বিয়ের মতো তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্যে তৈরি হয় এক নতুন ভালবাসা, নতুন প্রেম।
রাজ্যের মধ্যে একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়েই সরস্বতী পুজোকে কেন্দ্র করে চলে বিয়ে বাড়ির মতো তত্ত্ব আদান প্রদান। যাতে থাকে চকোলেট, চিপস, ফুল, বিভিন্ন রকমের ফল ও ফুল। তত্ত্বের ডালি হাতে দিনভর হস্টেলের ছাত্রছাত্রীরা আনন্দে মেতে থাকে।
বর্ধমান বিশ্ববিদ্যালয় সংলগ্ন ক্যাম্পাসে রয়েছে একাধিক ছাত্র ও ছাত্রীনিবাস। এর মধ্যে তারাবাগ ক্যাম্পাসে রয়েছে ছ’টি ছাত্রীনিবাস। তবে সারা বছর ছেলেদের হস্টেলে যাতায়াত করার সুযোগ থাকলেও মেয়েদের হস্টেলে তা থাকে না। শুধুমাত্র সরস্বতী পুজোর পরের দিন মেয়েদের হস্টেলে ঠাকুর দেখা ও তত্ত্ব নিয়ে যাওয়ার অনুমতি পায় ছেলেরা। এই তত্ত্ব একদিকে যেমন মেয়েরা ছেলেদের হস্টেলে নিয়ে যায় তেমনি ছেলেরাও মেয়েদের হস্টেলে আসে ৷ রীতিমতো ঢাক বাজিয়ে ট্রে–তে তত্ত্ব যায় একের পর এক হস্টেলে। এরপর সেখানে খাওয়া দাওয়া সেরে আবার অন্য হস্টেলে যাওয়া। এভাবেই সরস্বতী পুজোর দ্বিতীয় দিন কাটে আবাসিক ছাত্র ও ছাত্রীদের।
গোলাপবাগ ক্যাম্পাসে সাতের দশক থেকে চলে আসছে সরস্বতী পুজোর পরদিন তত্ত্ব আদান–প্রদানের রীতি। মঙ্গলবারও বেলা গড়াতেই বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে দেখা গেল হাতে ফুল ও মিষ্টি দিয়ে সাজানো তত্ত্ব আদানপ্রদান। ঢাক, কাঁসর ঘণ্টা বাজিয়ে পড়ুয়ারা নাচতে নাচতে হাজির হয় ছাত্রী ও ছাত্রাবাসে। রঙবেরঙের শাড়ি ও পাঞ্জাবি পরনে পড়ুয়ারা যেন বসন্তেরই দূত।
এই প্রথা কবে, কেন চালু হয়েছিল তা স্পষ্ট করে কেউ বলতে পারেন না। তবে সকলেই এটা বলেন, পুজোর পরের দিন এই তত্ত্ব আদান প্রদানের মাধ্যমে মনের মানুষের একটু কাছাকাছি আসার সুযোগ হয়। সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই।
তত্ত্বের হাত ধরে মন দেওয়া নেওয়ার পালাও চলে। চকোলেট, মিষ্টি, ফুল ইত্যাদি উপহার দেওয়ার মোড়কে আসলে মনের মানুষকে মনের কথা জানানো। এভাবেই গার্গী, নিবেদিতা, সরোজিনী এবং মীরাবাঈ হস্টেলের কোনও ছাত্রীর সঙ্গে প্রতিবার মিলে যায় চিত্তরঞ্জন, অরবিন্দ, নেতাজি, বিবেকানন্দ এবং রবীন্দ্র ছাত্রাবাসের কোনও পড়ুয়ার মন। তাই আজ বসন্তের পদধ্বনি গোলাপবাগ জুড়ে। এ আর এক বসন্তের বজ্রনির্ঘোষ।
নানান খবর
নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?