মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: RB | লেখক: RB ০৩ অক্টোবর ২০২৩ ১৮ : ২৮Rishi Sahu
আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় যুগ্মভাবে নোবেল পদক পেলেন দুই গবেষক।
তাঁরা হলেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান। সোমবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে এই নোবেল বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করে। করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয় আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তাঁরা। করোনা অতিমারি শুরুর আগে এই প্রযুক্তি ছিল পরীক্ষামূলক। তবে এখন এই প্রযুক্তিতে তৈরি টিকা বিশ্বের কোটি কোটি মানুষকে দেওয়া হয়েছে। ক্যানসার সহ অন্যান্য রোগের ক্ষেত্রে একই ধরনের এমআরএনএ প্রযুক্তি নিয়ে এখন গবেষণা চলছে। নোবেল কমিটি বলছে, আধুনিক যুগে এই দুই বিজ্ঞানী নজিরবিহীন একটি আবিষ্কার করেছেন।
টিকা মানবদেহের ইমিউন সিস্টেমকে বাড়ায়।