শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ নভেম্বর ২০২৪ ১৬ : ১৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে গত ১৮ তারিখ থেকে মুর্শিদাবাদ জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গত তিনদিন ধরে প্রায় একটানা ইন্টারনেট পরিষেবা না পেয়ে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। ইন্টারনেট সংযোগ না থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর সহ বহু হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদের ফোনেও ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁরাও হোয়াটসঅ্যাপ মেসেজের পরিবর্তে টেক্সট মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশ আদান–প্রদান করছেন বলে জানা গিয়েছে।
বাড়িতে বা অফিসে বসে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হলেও জেলার কিছু অংশে পার্শ্ববর্তী জেলা বা রাজ্যের মোবাইল ফোনের টাওয়ার থেকে ইন্টারনেট সংযোগ খুব সহজেই মিলছে। আর সেই সংযোগ পেতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নদীর ধারে, মাঠে বা রাস্তার উপর গত কয়েকদিন ধরে প্রচুর যুবক–যুবতীদের জটলা বেড়েছে।
মূলত অনলাইনে বিভিন্ন গেম খেলা, পড়াশোনা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা জরুরি দরকারে সাধারণ মানুষ ওই এলাকাতে সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিড় জমাচ্ছেন।
মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নোটিশ জারি হলেও সুতি থানার অন্তর্গত হারুয়া, বহুতালী এবং আহিরণের বেশ কিছু এলাকায় বাড়িতে বসে ইন্টারনেট পাচ্ছেন সাধারণ মানুষ।
বিমল কর নামে সুতির এক বাসিন্দা বলেন, ‘আমরা শুনেছি হারুয়া এবং বহুতালী গ্রাম পঞ্চায়েতের পিন কোড বীরভূমের সঙ্গে সংযুক্ত হওয়ায় সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়নি। অন্যদিকে আহিরণ গ্রাম পঞ্চায়েতের পাদুয়াপাড়া এলাকায় ঝাড়খন্ডের টাওয়ার থেকে নেট পাচ্ছেন সাধারণ বাসিন্দারা। তার ফলে পাদুয়াপাড়ার মাঠে সকাল থেকে সন্ধে পর্যন্ত গত কয়েকদিন ধরে প্রচুর মানুষের ভিড় লেগেই রয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ না থাকায় পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরণ ক্যাম্পাসের প্রচুর ছাত্র–ছাত্রী এখন আহিরণ ব্রিজের কাছে বা পাদুয়াপাড়ার মাঠে ল্যাপটপ নিয়ে এসে পড়াশোনা করছেন। এর পাশাপাশি বিভিন্ন অনলাইন গেম খেলাতে আসক্ত ছেলেমেয়েরা সেখানে বসেই দিব্যি অনলাইন গেম খেলে চলেছেন।
সামশেরগঞ্জ থানার ধুলিয়ানে এবং ফারাক্কা থানার গঙ্গার ধার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মালদা জেলার টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। বাড়িতে বসে অনলাইনে কাজ না করতে পারলেও গঙ্গার ধারে বসে কাজ করা যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে সন্ধে পর্যন্ত দুই এলাকায় গঙ্গার ধারে অসংখ্য যুবক যুবতীকে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যাচ্ছে। সাগরদিঘির অনেক বাসিন্দা মোড়গ্রামের কাছে গিয়ে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন এবং সেখানেই রাস্তার ধারে বসে জরুরি অনলাইন কাজ সারছেন।
জয় প্রামাণিক নামে ফারাক্কার আকুড়া এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়াতে এডিটিং–এর কাজ করি। কিন্তু বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকায় খুব অসুবিধায় পড়েছি। ফারাক্কাতে গঙ্গার ধারে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে এই খবর পেয়ে আমি দু’দিন ধরে এখানে বসেই নিজের কাজ করছি।’
অন্যদিকে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সমস্যা না হলে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ জেলাতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে।
#Aajkaalonline#murshidabad#internetissue
বিশেষ খবর
নানান খবর
![](/uploads/adthumb_358.jpeg)
নানান খবর
![](/uploads/thumb_37556.jpg)
ভাতা বাড়ছে লক্ষীর ভান্ডারের, কত টাকা? জানিয়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ...
![](/uploads/thumb_37545.jpg)
মাধ্যমিক পরীক্ষা, কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ...
![](/uploads/thumb_375391739018964.jpg)
মসি ছেড়ে অসি, স্কুল পড়ুয়ারা নেড়েচেড়ে দেখল সেনার সমরাস্ত্র...
![](/uploads/thumb_37529.jpg)
রাজ্য ভাওয়াইয়া সংঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম দিনহাটার সোনালী, পরিযায়ী শ্রমিকের মেয়ের জন্য গর্বিত এলাকাবাস...
![](/uploads/thumb_37526.jpg)
স্বামীর অবৈধ সম্পর্ক জেনে ফেলেছিল স্ত্রী, রাগে স্ত্রীকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোক...
![](/uploads/thumb_37462.jpg)
ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়...
![](/uploads/thumb_37460.jpg)
শেয়ালের উৎপাতে ছাড়া পেল অপহৃত! ভেস্তে গেল মুক্তিপণ আদায়ের ছক...
![](/uploads/thumb_37455.jpg)
বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল...
![](/uploads/thumb_37450.jpg)
বাজি কারখানায় বিস্ফোরণ, গ্রেপ্তার কারখানার মালিক ...
![](/uploads/thumb_37446.jpg)
টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...
![](/uploads/thumb_37337.jpg)
সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...
![](/uploads/thumb_37336.jpeg)
ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
![](/uploads/thumb_37330.jpg)
পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...
![](/uploads/thumb_37327.jpg)
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
![](/uploads/thumb_37325.jpg)
পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...