বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ নভেম্বর ২০২৪ ১৬ : ১৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে গত ১৮ তারিখ থেকে মুর্শিদাবাদ জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গত তিনদিন ধরে প্রায় একটানা ইন্টারনেট পরিষেবা না পেয়ে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। ইন্টারনেট সংযোগ না থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর সহ বহু হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদের ফোনেও ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁরাও হোয়াটসঅ্যাপ মেসেজের পরিবর্তে টেক্সট মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশ আদান–প্রদান করছেন বলে জানা গিয়েছে।
বাড়িতে বা অফিসে বসে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হলেও জেলার কিছু অংশে পার্শ্ববর্তী জেলা বা রাজ্যের মোবাইল ফোনের টাওয়ার থেকে ইন্টারনেট সংযোগ খুব সহজেই মিলছে। আর সেই সংযোগ পেতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নদীর ধারে, মাঠে বা রাস্তার উপর গত কয়েকদিন ধরে প্রচুর যুবক–যুবতীদের জটলা বেড়েছে।
মূলত অনলাইনে বিভিন্ন গেম খেলা, পড়াশোনা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা জরুরি দরকারে সাধারণ মানুষ ওই এলাকাতে সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিড় জমাচ্ছেন।
মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নোটিশ জারি হলেও সুতি থানার অন্তর্গত হারুয়া, বহুতালী এবং আহিরণের বেশ কিছু এলাকায় বাড়িতে বসে ইন্টারনেট পাচ্ছেন সাধারণ মানুষ।
বিমল কর নামে সুতির এক বাসিন্দা বলেন, ‘আমরা শুনেছি হারুয়া এবং বহুতালী গ্রাম পঞ্চায়েতের পিন কোড বীরভূমের সঙ্গে সংযুক্ত হওয়ায় সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়নি। অন্যদিকে আহিরণ গ্রাম পঞ্চায়েতের পাদুয়াপাড়া এলাকায় ঝাড়খন্ডের টাওয়ার থেকে নেট পাচ্ছেন সাধারণ বাসিন্দারা। তার ফলে পাদুয়াপাড়ার মাঠে সকাল থেকে সন্ধে পর্যন্ত গত কয়েকদিন ধরে প্রচুর মানুষের ভিড় লেগেই রয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ না থাকায় পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরণ ক্যাম্পাসের প্রচুর ছাত্র–ছাত্রী এখন আহিরণ ব্রিজের কাছে বা পাদুয়াপাড়ার মাঠে ল্যাপটপ নিয়ে এসে পড়াশোনা করছেন। এর পাশাপাশি বিভিন্ন অনলাইন গেম খেলাতে আসক্ত ছেলেমেয়েরা সেখানে বসেই দিব্যি অনলাইন গেম খেলে চলেছেন।
সামশেরগঞ্জ থানার ধুলিয়ানে এবং ফারাক্কা থানার গঙ্গার ধার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মালদা জেলার টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। বাড়িতে বসে অনলাইনে কাজ না করতে পারলেও গঙ্গার ধারে বসে কাজ করা যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে সন্ধে পর্যন্ত দুই এলাকায় গঙ্গার ধারে অসংখ্য যুবক যুবতীকে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যাচ্ছে। সাগরদিঘির অনেক বাসিন্দা মোড়গ্রামের কাছে গিয়ে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন এবং সেখানেই রাস্তার ধারে বসে জরুরি অনলাইন কাজ সারছেন।
জয় প্রামাণিক নামে ফারাক্কার আকুড়া এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়াতে এডিটিং–এর কাজ করি। কিন্তু বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকায় খুব অসুবিধায় পড়েছি। ফারাক্কাতে গঙ্গার ধারে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে এই খবর পেয়ে আমি দু’দিন ধরে এখানে বসেই নিজের কাজ করছি।’
অন্যদিকে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সমস্যা না হলে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ জেলাতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে।
#Aajkaalonline#murshidabad#internetissue
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দুপাশে খাড়া পাহাড়, মাঝখানে গা ছমছমে সরু পথ, উত্তরবঙ্গের এই গিরিখাত নিয়ে আগ্রহ বাড়ছে পর্যটকদের ...
খেলতে খেলতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত শিশু...
স্ত্রীকে খুশি করতে ‘ভালবাসা’ চুরি, মাঝরাস্তায় ভেঙে গেল প্লাস্টিকের ‘লাভ’, তারপর? ...
তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, তীব্র চাঞ্চল্য নন্দীগ্রামে ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...
রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা? ...
দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে ...
পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...
কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...