বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক, তদন্তের জাল গোটাচ্ছে সিট

Kaushik Roy | ১৬ নভেম্বর ২০২৪ ১১ : ৩৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করল। ধৃতের নাম সুজন পাসওয়ান। শনিবার ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল নেতা খুনে গত বৃহস্পতিবার কাওসার আলি নামে এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাকে জেরা করে ওই খুন সুজনের জড়িত থাকার কথা পুলিশ জানতে পারে। গত বুধবার সকালে ভাটপাড়ার ৪ নম্বর বাসস্ট্যান্ড চত্বরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। তিনি ১২ নম্বর ওয়ার্ডের দলের প্রাক্তন সভাপতি। অশোকবাবু দোকানে তখন চা খাচ্ছিলেন। 

 

 

দুষ্কৃতীরা অতর্কিত সেখানে হামলা চালায়। অশোকবাবুকে লক্ষ্য করে তারা পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীদের গুলি তাঁর পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি দোকানের মধ্যে লুটিয়ে পড়েন। তারপর দুষ্কৃতীরা বাসস্ট্যান্ড চত্বরে এলোপাথাড়ি বোমাবাজি করতে করতে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি অশোক বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে। সিটের দায়িত্বে রয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস।

 

 

 

সিটের আধিকারিকরা ঘটনার তদন্ত নেমে জানতে পারে, ২০২০ সালে ভাটপাড়ার পালঘাট রোডে আকাশ সাউ নামে এক সমাজবিরোধীকে পিটিয়ে মারা হয়। সে ছিল মাদক পাচারের চাঁই। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও রাহাজানি-সহ আরও বেশ কিছু অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। ‌ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা অশোক। অভিযোগ, দাদার খুনের বদলা নিতে নিহত আকাশের দাদা সুজল সাউ ২০২৩ সালে অশোককে একবার খুনের চেষ্টা করে। যদিও বরাত জোরে সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু সুজল অশোকের কিছু ছাড়েনি। বুধবার অশোক চায়ের দোকানে বসেছিলেন।

 

 

 

দুষ্কৃতীরা সেখানে গিয়ে তাঁকে গুলি করে খুন করে। নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ তিন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত নেমে গত বৃহস্পতিবার পুলিশ কাউসার আলিকে গ্রেপ্তার করে। ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালত দশ দিন পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। কাউসারকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের ঘটনায় সুজন পাশোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে। শনিবার ভোররাতে টিটাগড়ের একটি গোপন ডেরা থেকে পুলিশ সুজনকে গ্রেফতার করেছে।


#Local news#West Bengal News#TMC



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক  ...

হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...

বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...

দার্জিলিংয়ে শুরু মেলো টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...

তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...

ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...

ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...

বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...

হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?

নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...

সচেতনতার বার্তা নিয়ে জলপথে হুগলিতে বিএসএফের মহিলা র‌্যাফটিং টিম...

খুন–ধর্ষণের মামলায় রেকর্ড সময়ে ন্যায়বিচার, ফারাক্কাবাসী দিল পুলিশ সুপারকে সংবর্ধনা ...

বাস্তবের ‘‌পুষ্পা’‌, দুই লাল চন্দন কাঠ পাচারকারীকে কঠোর শাস্তি আদালতের...

৯ মাস বয়সে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি, অধ্যাপক হওয়ার লক্ষ্যে কঠিন পথে লড়াই অনুপের ...

গলায় জ্বলজ্বলে বেল্টই 'রক্ষাকবচ', পথ কুকুরদের বাঁচাতে বড় উদ্যোগ যুবকের...



সোশ্যাল মিডিয়া



11 24