রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: বাড়ির দেওয়ালে 'জয়' লেখা সার্থক হল

Pallabi Ghosh | ২৮ নভেম্বর ২০২৩ ১৫ : ৪৪Pallabi Ghosh


বিভাস ভট্টাচার্য, পুরশুড়া: হালকা কুয়াশা কিছুটা ঢেকে রেখেছে ল্যাম্পপোস্টের আলোটাকে। কিন্তু আবছাভাবে পড়লেও প্লাস্টার চটা দেওয়ালের লেখাটা কিন্তু ঠিকই পড়া যাচ্ছে, "জয়"। দেওয়ালের ওই পারে চলছে "দেবতা"র কাছে প্রার্থনা। এই বাড়িটা জয়দেব প্রামাণিকের বাড়ি। চুন দিয়ে ঘরের বাইরের ওই দেওয়ালে নিজের নামের প্রথম দুটো শব্দও তাঁর লেখা। আগেরবার বাড়ি এসে লিখেছিলেন। জয়দেব উত্তরকাশীতে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজন। তাঁর বাড়িতে টেলিভিশন নেই। তাই মোবাইল ফোনেই টিভি চ্যানেলে এই ১৭ দিন চোখ রেখে বসে থেকেছেন তাঁর মা তপতী প্রামাণিক। ছোট্ট খুপরি ঘরে মা"র পাশে ভিড় করে আছেন আত্মীয় প্রতিবেশীরা। তবে মঙ্গলবার চিন্তাটা অনেকটাই কম। কারণ, সুড়ঙ্গের ভেতরে সকলের সুস্থ থাকার খবর তিনি জেনে গিয়েছেন। সুস্থ অবস্থায় বের করে নিয়ে আসাও হয়েছে সবাইকে। এবার শুধু প্রতীক্ষা ছেলের ঘরে ফেরার খবরের জন্য।
সকালে উত্তরকাশীতে থাকা এক আত্মীয় মারফত উদ্ধারের শেষ পর্যায়ের খবর কানে আসতেই আর দেরি করেননি। দ্রুত পুজোপাঠ সেরে বসে পড়েছেন মোবাইল ফোন হাতে নিয়ে। যেই ঘরটায় তিনি বসেছিলেন সেই ঘরটাও জয়দেবেরই ঘর। সকাল সাড়ে আটটা থেকে সেখানেই ঠায় বসে মোবাইলে চোখ পেতেছেন। জয়দেবের খুড়তুতো ভাই অভি জানিয়েছেন, কাকিমাকে জোর করে একটু ওআরএস এবং কিছুটা মুড়ি খাওয়ানো হয়েছে। তিনি উঠতেই চাইছেন না। খুব দরকার না পড়লে কথাও বলছেন না। বাবা তাপস প্রামাণিকের একটা ছোট চায়ের দোকান আছে। বাড়ির কাছে খুশিগঞ্জ রোডের ধারে। ছেলের আটকে পড়ার পর থেকেই দোকান বন্ধ রেখেছিলেন। মাঝে জোর করে তাঁকে দিয়ে দোকান খুলিয়েছিলেন তাঁর কিছু আত্মীয়, বন্ধুরা। উদ্দেশ্য অন্যমনস্ক রাখা। ছেলে উদ্ধার হতে পারে এই খবর শোনার পর মঙ্গলবার সকাল থেকেই তিনি দোকানটা নিজের উদ্যোগেই খুলেছেন। কারণ, দোকানের ওপর সংসার অনেকটাই নির্ভরশীল। তাপস জানান, "আমি আশা কখনও ছাড়িনি। কিছু না কিছু একটা হবেই ভেবে মন শক্ত করতে চেয়েছি। ওর মা"কেও সে কথা বলেছি। আজ সকাল থেকেই মনটা কিছুটা হাল্কা। কিন্তু ওই যে বলে নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস নেই।"
হুগলি পুড়শুড়ার নিমডাঙি এলাকার জয়দেব ছাড়াও উত্তরকাশীর ওই সুড়ঙ্গে আটকে পড়েছিলেন ওই এলাকার হরিণাখালি অঞ্চলের সৌভিক পাখিরা। তাঁর বাবা অসিত পাখিরা এবং মা লক্ষ্মী পাখিরার চোখও মোবাইল ফোনে আটকে আছে। কথাবার্তা কারও সঙ্গে বিশেষ বলছেন না। এদিন সকাল থেকেই তাঁরাও অনেকটাই আশ্বস্ত। সন্ধের পর এক এক করে বেরিয়ে আসছেন শ্রমিকরা। একসময় দেখা গেল জয়দেব আর সৌভিককে। দুই মা আর দুই বাবার চোখে জল খুশিতে।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

রানাঘাটে বিজেপির কর্মসূচিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, অ্যাম্বুল্যান্সে মৃত্যু গর্ভবতী তরুণীর ...

চাকরির প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের জমি হাতানো! অভিযোগ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে...

সিদ্ধিদাতা বন্দনা ও মিলনমেলা অভিনব আয়োজন বাগুইআটির নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের...

মহিলা সুরক্ষায় শুরু ' অপরাজিতা : দ্য আনডিফিটেড'...

শীঘ্রই আসছে...

তুমুল বৃষ্টিতে ছারখার হবে দক্ষিণবঙ্গ! ফের ঘনাচ্ছে দুর্যোগ, আগাম সতর্কবার্তা মৌসম ভবনের ...

RG Kar Hospital: বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়ে রইলেন যুবক, আরজি করেই মৃত্যু...

Asansol: গাড়ি দাঁড় করিয়ে ব্যবসায়ীর কোটি টাকা লুঠ, আসানসোলে গ্রেপ্তার তিন পুলিশকর্মী...

হুগলির দুই জায়গায় ইডির তল্লাশি, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে ...

বানারহাটে হাতির হানায় মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণ বনদপ্তরের...

জাতীয় স্তরে ই–গভর্নেন্সে স্বর্ণপদক চন্দননগর কমিশনারেটের ...

ঝুঁকি এড়াতে এবার গ্রামীণ হাসপাতালেও তৈরি হল পুলিশ ক্যাম্প ...

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রিভলভার ও কার্তুজ, মুম্বাইগামী বিমানে ওঠার আগে গ্রেপ্তার ২...

বাড়ি ফেরার পথে নিগৃহীতা তিন স্কুলছাত্রী, রাস্তাতেই হেনস্থা ও মারধরের অভিযোগ ...

উত্তরবঙ্গের ৩৫০জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ...

আচমকাই ছুটে এল গুলি, হতচকিত সকলেই, মৃত্যু এক নাবালিকার...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 23