শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | থমথমে হাড়োয়া, রাস্তার উপরে পড়ে গুলির খোল, চলছে পুলিশের টহল

Sumit | ০১ নভেম্বর ২০২৪ ১৩ : ৩৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে পর শুক্রবার সকালে থমথমে গোটা হাড়োয়া অটো স্ট্যান্ড চত্বর। রাস্তার উপরে পড়ে রয়েছে গুলির খোল। দোকান-বাজার খোলা থাকলেও লোকজন তেমন নেই। উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। বাসিন্দারা আতঙ্কে কেউ মুখ খুলছেন না। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর রাতে হাড়োয়া অটো স্ট্যান্ড চত্বরে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হয়েছেন মিনাখাঁর বিধায়ক উষারানি মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। সংঘর্ষে দু'পক্ষের আরও আটজন গুরুতর জখম হয়েছেন। উষারানি জানিয়েছেন, স্বামীর সঙ্গে দলীয় অনুগামীদের নিয়ে তিনি হাড়োয়া থানায় কালীপুজোর অনুষ্ঠান‌ সেরে বাড়ি ফিরছিলেন। পথে হাড়োয়া অটো স্ট্যান্ডের কাছে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুটতে থাকে। উষারানি ও তাঁর স্বামী গাড়ি থেকে নেমে আসেন। অভিযোগ, তখন দুষ্কৃতীরা তাঁদের ওপর চড়াও হয়। কাঠের বাটাম দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। বিধায়ককে মার খেতে দেখে অনুগামীরা এগিয়ে আসেন। তখন তাঁদেরও মারধর করা হয়। 

 

আবার তৃণমূলের যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা জানিয়েছেন, তাঁরা স্থানীয় প্রধানকে সঙ্গে নিয়ে একটি পূজোর উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছিলেন। হাড়োয়া অটো স্ট্যান্ডের কাছে পৌঁছতেই অন্য আরেক দল দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায়। প্রথমে তারা বোমাবাজি করে। পরে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চালানো হয়েছে। তাঁদের পাঁচ সহকর্মী গুরুতর জখম হয়েছেন। দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দু'জনকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। উষারানি ও আব্দুল খালেক আলাদা করে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে ঘটনাটি জানিয়েছেন। 

 

রাতে দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষের পর শুক্রবার সকালে থমথমে পরিবেশ হাড়োয়া অটো স্ট্যান্ড চত্বরে। বাজারের দোকানপাট খুললেও ক্রেতাদের তেমন ভিড় নেই। উত্তেজনা থাকায় রাস্তার দুই প্রান্তে পুলিশ পিকেট বসানো হয়েছে। রয়েছে পুলিশের টহলদারি গাড়িও। সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বাসিন্দারা সেখান থেকে সরে পড়েন। আতঙ্কে কেউ মুখ খুলছেন না।


#Tension mounted#Haroa #MLA Usharani Mondal#Usharani Mondal was attacked



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সোনারপুরের স্কুলে বোমাতঙ্ক, বম্ব স্কোয়াড শুরু করল তল্লাশি...

সকাল থেকেই শীতের শিরশিরানি, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা জানুন ক্লিক করে ...

ফুটবলারের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য, তদন্তে পুলিশ...

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



11 24