সোমবার ১৪ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫ : ৫৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মিউচুয়াল ফান্ড এমন একটি বিনিয়োগ যেখান থেকে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। ধৈর্য্য ধরে যদি টানা বিনিয়োগ করা যায় তাহলে সঠিক সময়ে মিলতে পারে সঠিক রিটার্ন। এখানে সাতটি মিউচুয়াল ফান্ডের হদিশ দেওয়া হল যেখান থেকে ১ বছরে পেতে পারেন ৮৪ শতাংশ হারে রিটার্ন। শুধু মাসে বিনিয়োগ করে যেতে হবে। তাহলেই ভবিষ্যত হবে নিশ্চিত।
মোতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড
এই এসআইপিতে বছরে রিটার্ন আসবে ৮১.৯৮ শতাংশ। যদি মাসে ২১ হাজার টাকা করে বিনিয়োগ করা যায় তাহলে মোট বিনিয়োগের অর্থ হবে ২ লক্ষ ৫২ হাজার টাকা। এটার বদলে আপনার হাতে আসবে ৩ লক্ষ ৫৩ হাজার ৬২০ টাকা।
এলআইসি এমএফ ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান
এই এসআইপিতে বছরে রিটার্ন আসবে ৮০.৯৬ শতাংশ। এখানে মাসে ২১ হাজার টারা করে বিনিয়োগ করলেই বছর শেষে আসবে ৩ লক্ষ ৫২ হাজার ৪৪৮ টাকা।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল ফার্মা হেল্থকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক
এই এসআইপিতে বছরে রিটার্ন আসবে ৭৫.১৮ শতাংশ। মাসে ২১ হাজার টাকা করে যদি জমিয়ে রাখতে পারেন সেখানে বছর শেষে আপনার ঘরে আসবে ৩ লক্ষ ৪৫ হাজার ৭৮২ টাকা।
টাটা ইন্ডিয়া ফার্মা অ্যান্ড হেলথকেয়ার ফান্ড
এখানে বছরে ৬৭.৭ শতাংশ হারে আসবে রিটার্ন। মাসে এখানে ২১ হাজার টাকা করে বিনিয়োগ করলেই হাতে আসবে ৩ লক্ষ ৩৭ হাজার ৫৭ টাকা।
নিপন ইন্ডিয়া নিফটি
এখানে বছরে ৬৪.৮৩ শতাংশ হারে আসবে রিটার্ন। মাসে এখানে ২১ হাজার টাকা করে বিনিয়োগ করলেই হাতে আসবে ৩ লক্ষ ৩৩ হাজার ৬৮৯ টাকা।