রবিবার ১৩ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

gold rate

বাণিজ্য | আর দেরি নয়, এখনই কিনে ফেলুন সোনা, পুজোর মরশুম আসতেই বাড়তে শুরু করেছে সোনালি ধাতুর দাম 

Rajat Bose | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১ : ৩৬Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ গত সপ্তাহে বেশ খানিকটা কমেছিল সোনার দাম। কিন্তু সপ্তাহের শুরু থেকেই ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম। গণেশ চতুর্থী থেকে দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। যার ফলে সোনালি ধাতুর চাহিদা একধাক্কায় অনেকটাই বেড়েছে। 


সোমবার থেকেই ঊর্ধ্বমুখী ছিল দাম। মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম হয়েছে ৭,০৫০ টাকা। আট গ্রামের দাম হয়েছে ৫৬,৪০০ টাকা। আর ১০ গ্রামের দাম গিয়ে দাঁড়িয়েছে ৭০,৫০০ টাকা। ১০ গ্রামে সোমবারের থেকে এদিন দাম বেড়েছে ১৫০ টাকা। আবার ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম মঙ্গলবার ৭,৪০৩ টাকা। ৮ গ্রামের দাম হয়েছে ৫৯,২২৪ টাকা। ১০ গ্রামের দাম এদিন ৭৪,০৩০ টাকা। সোমবারের চেয়ে মঙ্গলবার ১০ গ্রামে দাম বেড়েছে ১৬০ টাকা।


এছাড়া দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো মেট্রো সিটিতেও দাম ঊর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। এটা ঘটনা, এবার পুজোর মরশুম শুরু হতে চলেছে। এদিন রয়েছে বিশ্বকর্মা পুজো। কিছুদিন পরেই মহালয়া। তারপর একে একে দুগাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো আসবে। আসবে ধনতেরাস। তখন হয়ত দাম একটু কমতে পারে। যা পরিস্থিতি এখন আর সোনালি ধাতুর দাম কমার সম্ভাবনা নেই। 


##Aajkaalonline##Goldrate##Kolkata



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24