বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মায়াপুরের নতুন ইসকন মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, এবারেও নজর কাড়বে কান্দির অরবিন্দ ক্লাব

Pallabi Ghosh | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ১২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ৪৩ তম বর্ষে এবছর মুর্শিদাবাদের কান্দি অরবিন্দ স্পোটিং ক্লাবের পুজোর থিম নদিয়ার 'মায়াপুরের নতুন ইসকন মন্দির'। বছরভর বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকা এই ক্লাবের দুর্গা প্রতিমা দেখতে পুজোর দিনগুলোতে মানুষের ঢল নামে কান্দি শহরে। পুজোর উদ্যোক্তারা আশাবাদী এবছর তাঁদের পুজোর থিম-মণ্ডপ-প্রতিমা তারিফ কুড়িয়ে নেবে সাধারণ মানুষের। 

 

পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক পাত্র বলেন, 'থিমের পুজোর অনন্যতা আমাদের ক্লাবের পুজোকে জেলার অন্যতম সেরা পুজো কমিটির তকমা দিয়েছে। এর আগে কেদারনাথ, বদ্রীনাথ মন্দির, দিল্লির লালকেল্লার আদলে তৈরি মণ্ডপ দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল আমাদের পুজো প্রাঙ্গণে। এবছর সকলের আকর্ষণের কেন্দ্র হতে চলেছে কান্দির 'মায়াপুরের নতুন ইসকন মন্দির'।' 

 

পুজোর আগে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তাই বৃষ্টি মাথায় করেই কান্দি ব্লক রোডে চলছে মণ্ডপ এবং প্রতিমা নির্মাণের কাজ। অশোকবাবু বলেন, '৪৩ তম বর্ষে এবার আমাদের ক্লাবের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ দাস। উচ্চতায় প্রায় ১৬ ফুট এই প্রতিমা ইসকন মন্দিরের কৃষ্ণের আদলে তৈরি করা হচ্ছে। প্রতিমার গায়ে থাকবে মাটির সাজ। এছাড়াও মণ্ডপের মধ্যে ইসকন মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো দেখতে পাওয়া যায় যেমন -রাধাকৃষ্ণ, নিমাই, মহাপ্রভু চৈতন্যদেব, বিষ্ণুর নরসিংহ অবতার, সহ মোট ২৭ টি ছোট ছোট মূর্তি রাখা থাকবে।' প্রতিমা নির্মাণ শেষ হয়ে গেলে দূর থেকে তা মার্বেল পাথরের নির্মিত বলেই মনে হবে পুজো কমিটির কর্মকর্তাদের দাবি। 

 

থিমের সাথে সাজুজ্য রেখে তৈরি হচ্ছে ইসকনের নতুন মন্দিরের আদলে মণ্ডপ। মণ্ডপটি উচ্চতায় প্রায় ৭০ ফুট এবং ১৩০ ফুট চওড়া। কান্দির এই পুজো কমিটির এবছরের আলোকসজ্জা নজর কাড়বে সাধারণ মানুষের। মণ্ডপ সংলগ্ন পুকুরটিকে আলোর মালা, ফোয়ারা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। নজরকাড়া আলোকসজ্জা থাকবে মণ্ডপের আশেপাশে।

 

পুজোর দিনগুলোতে প্রতিমার পাশাপাশি মণ্ডপের সামনের মেলা অনেকের আকর্ষণের কেন্দ্রে থাকে। প্রচুর মানুষ মণ্ডপসজ্জা, ঠাকুরের পাশাপাশি এই মেলা দেখতেও বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন। অশোকবাবু জানান, 'কান্দির বিধায়ক অপূর্ব সরকার দীর্ঘদিন ধরে এই ক্লাবের সভাপতি। দুর্গাপুজোর তৃতীয়ার দিন তিনি এই পুজোর উদ্বোধন করবেন।' 


#Durga Puja 2024 #Murshidabad#West Bengal#Durga Puja



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



09 24