শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৩২Rajat Bose
মিল্টন সেন, হুগলি: সামান্য তর্ক বিতর্ক। পরিণতি হল মর্মান্তিক। শ্রমিকদের মারধরে মৃত্যু হল সুপারভাইজারের। বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন, হোটেলে মাংসের অর্ডার দিয়েছিলেন। সেই শ্রমিকদের মারেই মরতে হল সুপারভাইজারকে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেয় সাহাগঞ্জের জুপিটার কারকাখানার গেটের সামনে জিটি রোডে। মৃত সুপারভাইজার পাপ্পু দাস। তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। রেলের যন্ত্রাংশ তৈরির জুপিটার কারখানার সুপারভাইজার ছিলেন পাপ্পু। প্রতিদিনের মত এদিনও সকালে কাজে আসেন তিনি। শ্রমিকরা জানায় বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছিল কারখানার ভিতরে। বিকেল সাড়ে তিনটে নাগাদ কারখানার গেটের বাইরে কিছু লোক সুপারভাইজারকে ধরে মারধর শুরু করে। রাস্তায় ফেলে লাথি কিল ঘুষি মারা হয় সুপারভাইজারকে। কারখানার কয়েকজন শ্রমিক পাপ্পুকে ওই অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে যান। বাঁচানোর চেষ্টা করায় চন্দন দেব নামে এক শ্রমিককেও বেধড়ক মারা হয়। মারধর করে আততায়ীরা পালিয়ে যায়। শ্রমিকরাই আহত সুপারভাইজারকে তুলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা। শ্রমিকরাও জড়ো হয় কারখানায়। গেটের বিপরীত দিকে পুতুল দেবী পাশোয়ানের হোটেল। ঘটনার সময় তার বাবা নন্দলাল মাঝি ছিলেন দোকানে। এদিন ঘটনা প্রসঙ্গে পুতুল দেবী জানিয়েছেন, তিনি সে সময় দোকানে ছিলেন না। তার বাবা একাই ছিলেন। পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন সুপারভাইজার। কয়েকজন শ্রমিককে টাকা দেন। আরও টাকা দিতে হবে দাবি করে শ্রমিকরা। তা নিয়ে তর্ক শুরু হয়। দোকান থেকে বেরিয়ে পাশের একটি বিরিয়ানির দোকান ছেড়ে সেন টি স্টলের সামনে যেতেই শ্রমিকরা তাকে ঘিরে ধরে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজেও দেখা যায় কারখানা গেট থেকে উত্তেজিত কয়েকজন বেরিয়ে আসে। চড়াও হয় সুপারভাইজারের উপর। কিল চড় ঘুষি চলতে থাকে। দোকানের সামনে ফেলে মারা হয়। সিসিটিভি ফুটেজেই দেখা যায় ঘটনা দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। অনেকে দেখেও ছাড়াতে যাননি। পরে কয়েকজন শ্রমিক বেরিয়ে এসে ছাড়াতে গিয়ে আক্রান্ত হন। পুতুল দেবী জানান, বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন বলে ২০ কিলো মাংসের অর্ডার দিয়েছিলেন সুপারভাইজার।
যারা তাঁকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল সেই সব শ্রমিকরাও জানান সুপারভাইজার বাবু ভাল লোক ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
ছবি: পার্থ রাহা
##Aajkaalonline##Superviserkilled##Factoryinhooghly#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...
বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক ...
হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...
বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...
দার্জিলিংয়ে শুরু হতে চলেছে টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...
তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...
ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...
ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...
বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...
হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?
নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...