
শুক্রবার ২৩ মে ২০২৫
বাজারে শার্লক হোমসের বঙ্গীয় সংস্করণ। কতটা মাতাল ‘শেখর হোম’? লিখছেন পরমা দাশগুপ্ত।
বঙ্গজীবনে এসে পড়লেন আরও এক গোয়েন্দা। এবং রীতিমতো সাড়া ফেলে!
ব্যোমকেশ নন। কিরীটি নন। ফেলুদা নন। বরং একেবারে তাঁর গুরু শার্লক হোমসের বঙ্গীয় সংস্করণ। শেখর হোম। রহস্যের ‘গন্ধ বিচার’ করে অপরাধীকে ধরে ফেলা যাঁর বাঁয় হাত কা খেল! আপাদমস্তক বাঙালি গোয়েন্দা অবশ্য হাজির হয়েছেন হিন্দি কাহিনিতে। জিও সিনেমার নতুন সিরিজ ‘শেখর হোম’ তাঁর কেস ডায়েরিই বলা চলে প্রায়।
শার্লক হোমসের এমন দুরন্ত বঙ্গীয়করণের সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায় এবং রোহন সিপ্পি। সেই সঙ্গে অবশ্যই এক অনসম্বল কাস্ট। বঙ্গ-শার্লক শেখর হোম কে কে মেনন। গল্পে তিনি ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, পলক ফেলতে না ফেলতেই সূত্র মিলিয়ে অপরাধের পর্দাফাঁস যাঁর প্রতিদিনের অভ্যাস। ডক্টর ওয়াটসনের অনুকরণে প্রাক্তন সেনা চিকিৎসক জয়ব্রত সাইনির ভূমিকায় রণবীর শোরে। এ কাহিনির ‘মাইক্রফট হোমস’, শেখরের দাদা ইন্টেলিজেন্স-এর পদস্থ কর্তা মৃণ্ময় কৌশিক সেন। রহস্যময়ী মুমতাজের চরিত্রে কীর্তি কুলহারি মনে করিয়ে দেন মরিয়ার্টির কথা। আইরিন অ্যাডলারের ধাঁচে প্রথম দেখাতেই শেখরের মন কেড়ে নেওয়া ইরাবতীর ভূমিকায় রসিকা দুগ্গল। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রুদ্রনীল ঘোষ, শেরনাজ প্যাটেল, মীর আফসার আলি, দিব্যেন্দু ভট্টাচার্যের মতো হেভিওয়েট অভিনেতারা। এ সিরিজ যে নজরকাড়া হবেই, তা কি আর আলাদা করে বলে দিতে হয়!
গল্পের শুরু নব্বই দশকের বাংলায়, লোনপুর নামে এক কাল্পনিক আধা-শহরে। সেখানেই ক্যাফে ‘খাসা ব্ল্যাঙ্কা’ চালান মিসেস এইচ (শেরনাজ)। তাঁরই বাড়ির দোতলার বাসিন্দা শেখর। যতটা খ্যাপাটে, ততটাই ক্ষুরধার বুদ্ধির অধিকারী। স্থানীয় থানার বোকাসোকা ইনস্পেক্টর লাহা (রুদ্রনীল) তাই অপরাধ দমনে অনেকটাই ভরসা রাখেন তাঁর উপর। শেখর বাড়ি ভাড়া দেন না মোটে। অগত্যা মিসেস এইচ নিয়ে আসেন আরও এক পেয়িং গেস্ট জয়ব্রতকে। প্রথমে না বনলেও ক্রমে গাঢ় হয় দুই ভাড়াটের বন্ধুত্ব। রহস্যভেদী শেখর এবং নিজের ডাক্তারি বিদ্যের যুগলবন্দিতে ভর করে জয়ব্রত খুলে ফেলে ডিটেকটিভ এজেন্সি। আসতে থাকে একের পর এক কেস। যার সূত্রে একে একে দর্শকের সঙ্গে পরিচয় দাসবাবু (মীর), অপরাধপ্রবণ অ্যাম্বুল্যান্স চালক (দিব্যেন্দু), মৃণ্ময়, ইরাবতী কিংবা মুমতাজ ওরফে শান্তা-সহ একগুচ্ছ চরিত্রের সঙ্গে। পরপর রহস্যভেদের মধ্যেই আঁচ মিলতে থাকে আরও এক বড়সড় রহস্যের। যার উত্তর লুকিয়ে সিরিজেই।
উনিশ শতকের লন্ডন থেকে একটানে নব্বই দশকের কলকাতা এবং লোনপুর-সহ বাংলা আর বিহারের একাংশ। শার্লক তাই নিখাদ বাঙালি সত্যসন্ধানী। ফলে পাইপ, হ্যাট, স্যুটের বদলে শেখর ধরা দেন বাটিকের পাঞ্জাবির বাঙালিয়ানা, হিন্দি সংলাপের ভরপুর বাংলা টানে। প্রায় মিনিট পঁয়তাল্লিশের ছয় পর্বের সিরিজে ধরা থাকে ভারতীয় তথা বাঙালির চেনা অনুষঙ্গ। আসেন রবীন্দ্রনাথও। শার্লক-প্রিয় বাঙালির মূল গল্পের আদল চিনতেও অসুবিধে হয় না মোটেই।
সিরিজের শুরু থেকে শেষ তুখোড় অভিনয়ে একে অন্যকে টেক্কা দিয়ে গিয়েছেন কে কে মেনন এবং রণবীর। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায়! রুদ্রনীলের মজাদার চরিত্রটা ভাল লাগে। নিজেদের দিকে যথারীতি নজর টেনে ছেড়েছেন রসিকা, কৌশিক, মীর, কীর্তিরা। মিসেস এইচকে ভারী মিষ্টি করে গড়েছেন শেরনাজও।
শুরু থেকেই টানটান গল্প দৌড়য় জমাটি আমেজে। কিছু দৃশ্যে বড্ড দ্রুত এবং অতি সহজে রহস্য সমাধানে যদিও মন ভরেনি। আর একটু রসিয়ে রহস্যভেদ হলেও পারত! তবে সৃজিত এবার বরং পুরোপুরি গোয়েন্দা কাহিনিতেই মন দিলে পারেন। বাঙালির রহস্যের খিদে কিন্তু ওঁর ম্যাজিকেই বশ!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!