শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ROAD AGGI: রাস্তা করতে দিচ্ছেন না পূর্ত কর্মাধ্যক্ষ, অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের

Sumit | ২২ আগস্ট ২০২৪ ১৮ : ২২Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : উন্নয়ন করবেন বলে সাধারণ মানুষ পঞ্চায়েত নির্বাচনে যাকে ভোট দিয়েছিলেন তিনিই নাকি উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন ! এই অভিযোগ তুলে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি গ্রামে বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী।

 

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ওই এলাকায় সরকারি প্রকল্পে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ রাস্তা নির্মাণের কাজ করার জন্য বিভিন্ন সামগ্রী পড়তেই তৃণমূল পরিচালিত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কেতাবউদ্দিন সেই রাস্তা তৈরিতে বাধা দিচ্ছেন। ফলে সাধারণ মানুষ প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাঁরা জানেন না কবে গ্রামে পাকা রাস্তা তৈরি হবে।

 

আঙ্গুরা বিবি নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন," আমি যবে থেকে এই গ্রামে বসবাসের জন্য এসেছি তখন থেকেই এই গ্রামে কোনও পাকা রাস্তা নেই। সম্প্রতি গ্রামে একটি পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু তারপর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সেই কাজে বাধা দিচ্ছেন। গ্রামের মানুষ প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়েছেন।"

 

আয়েশা বিবি নামে ওই গ্রামের আরেক বাসিন্দা বলেন," গ্রামের মধ্যে দিয়ে কোনও পাকা রাস্তা না থাকায় গর্ভবতী মহিলারা হাসপাতালে যাওয়া এবং ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েন। বর্ষাকালে রাস্তাতে এক হাঁটু কাদা থাকে। জল কাদা ডিঙিয়ে রোজ গ্রামের বাসিন্দাদের বিভিন্ন কাজে যেতে হয়। পাকা রাস্তা হলে সকলের অসুবিধা দূর হত।"

 

রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার পরেই তা থমকে যাওয়াতে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের বাসিন্দারা। গ্রামের পুরুষ মহিলা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পোস্টার -প্ল্যাকার্ড হাতে রাস্তা তৈরীর দাবি জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখান।

 

যদিও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন," সরকারি আমিন জমি মেপে দেওয়ার পর রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাস্তার ঠিক পাশে যাদের জমি এবং বাড়ি রয়েছে তাঁদের কয়েকজনের অভিযোগ রাস্তা তৈরীর মাপ ঠিকমতো না হওয়ায় তাদের কয়েকজনের জমির মধ্যে দিয়ে প্রস্তাবিত নতুন রাস্তাটি চলে যাচ্ছে। সকলের দাবি নতুন করে আর একবার সরকারি আধিকারিকরা মাপ নিয়ে রাস্তা তৈরীর কাজ শুরু করুক।"

 

সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান বলেন," আমরা গ্রামবাসীদের সুবিধার্থে রাস্তা তৈরির পক্ষে। ওই গ্রামে কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি।"


#murshidabad#road aggi



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



08 24