শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১১ আগস্ট ২০২৪ ১২ : ৩১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মোবাইল ফোনের 'টাওয়ার লোকেশন' এড়ানোর জন্য ফোন থেকে সিম কার্ড খুলে রেখেও পুলিশের চোখকে ফাঁকি দিতে পারল না 'অ্যান্টিক মূর্তি' চুরি চক্রের এক পান্ডা। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার অন্তর্গত জিরিয়াবাড়ি থানা এলাকার একটি প্রাচীন মন্দির থেকে কয়েক কোটি টাকা মূল্যের একটি প্রাচীন অষ্টধাতুর হনুমান বিগ্রহ চুরি করে, শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশের হাতে ধরা পড়লেন এক যুবক।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম রণবীর ঠাকুর (২৭)। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। ধৃত ওই যুবকের বাবা ঝাড়খন্ড পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,"ধৃত ওই যুবক শনিবার রাতে আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। সেই সময় সুতি থানার পুলিশের একটি টহলদারি দল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তার সাথে থাকা দু'টি মোবাইল ফোন অন করতেই ঝাড়খণ্ডের পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং বিগ্রহ চুরির গোটা বিষয়টি আমরা জানতে পারি। ধৃত ওই যুবককে ইতিমধ্যে ঝাড়খন্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।"
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরিয়াবাড়ি থানা এলাকায় প্রায় ৩০০ বছরের প্রাচীন একটি হনুমান মন্দির রয়েছে। গত তিন দিন আগে ওই মন্দির থেকে চুরি যায় শতাধিক বছরের প্রাচীন অষ্টধাতুর হনুমান বিগ্রহ, যার মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা। বিগ্রহ চুরির ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সেখানে রাস্তা এবং রেল অবরোধ করেন। এমনকি থানা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের ওই মন্দিরটিতে রাতের বেলায় চুরি করা সম্ভব নয় বুঝতে পেরে রণবীর এবং তার দুই সাগরেদ ভোরবেলায় যখন পুরোহিত মন্দির খুলতে আসেন সেই সময় তাকে মারধর করে মন্দিরে রাখা অষ্টধাতুর বিগ্রহটি চুরি করে নিয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা দু'জনকে ধরে ফেললেও রণবীর কোনওরকমে ঝাড়খন্ড থেকে পালিয়ে মুশিদাবাদ জেলার আহিরণে চলে আসে।
সুতি থানার এক আধিকারিক জানান-আহিরণ এলাকায় যে জঙ্গলের কাছ থেকে রণবীরকে গ্রেফতার করা হয়েছে আমাদের সন্দেহ ছিল প্রাচীন বিগ্রহটি সে সেখানেই লুকিয়ে রেখেছে। তবে রাতভর সেখানে তল্লাশি চালিয়েও বিগ্রহটি উদ্ধার হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রণবীর জানিয়েছে বিগ্রহটি চুরি করার পর জিরিয়াবাড়ির একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে। ঝাড়খন্ড পুলিশ ইতিমধ্যেই তাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে।
#Murshidabad#Idol theft
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
'কাকা'র বাড়ি গেলেন 'ভাইপো', কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ...
'জেতা আসনেই হারতে হয়েছে লকেটকে', দলের কোন্দলকে নিশানা 'ক্ষুব্ধ' মিঠুনের...
পোর্টাল খুলে নৈহাটির বড়মা'র নামে তোলাবাজি, কাণ্ড দেখে অবাক পুলিশ...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...
মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...