মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | Idol theft : ফোনে নেই সিম কার্ড ! তাও ধরা পড়ে গেল 'অ্যান্টিক মূর্তি' চোর

Sumit | ১১ আগস্ট ২০২৪ ১২ : ৩১Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : মোবাইল ফোনের 'টাওয়ার লোকেশন' এড়ানোর জন্য ফোন থেকে সিম কার্ড খুলে রেখেও পুলিশের চোখকে ফাঁকি দিতে পারল না 'অ্যান্টিক মূর্তি' চুরি চক্রের এক পান্ডা। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার অন্তর্গত জিরিয়াবাড়ি থানা এলাকার একটি প্রাচীন মন্দির থেকে কয়েক কোটি টাকা মূল্যের একটি প্রাচীন অষ্টধাতুর হনুমান বিগ্রহ চুরি করে, শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশের হাতে ধরা পড়লেন এক যুবক।  


পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম রণবীর ঠাকুর (২৭)। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। ধৃত ওই যুবকের বাবা ঝাড়খন্ড পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। 


জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,"ধৃত ওই যুবক শনিবার রাতে আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। সেই সময় সুতি থানার পুলিশের একটি টহলদারি দল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তার সাথে থাকা দু'টি মোবাইল ফোন অন করতেই ঝাড়খণ্ডের পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং বিগ্রহ চুরির গোটা বিষয়টি আমরা জানতে পারি। ধৃত ওই যুবককে ইতিমধ্যে ঝাড়খন্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।" 


পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরিয়াবাড়ি থানা এলাকায় প্রায় ৩০০ বছরের প্রাচীন একটি হনুমান মন্দির রয়েছে। গত তিন দিন আগে ওই মন্দির থেকে চুরি যায় শতাধিক বছরের প্রাচীন অষ্টধাতুর হনুমান বিগ্রহ, যার মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা। বিগ্রহ চুরির ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সেখানে রাস্তা এবং রেল অবরোধ করেন। এমনকি থানা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়েছিল। 


পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের ওই মন্দিরটিতে রাতের বেলায় চুরি করা সম্ভব নয় বুঝতে পেরে রণবীর এবং তার দুই সাগরেদ ভোরবেলায় যখন পুরোহিত মন্দির খুলতে আসেন সেই সময় তাকে মারধর করে মন্দিরে রাখা অষ্টধাতুর বিগ্রহটি চুরি করে নিয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা দু'জনকে ধরে ফেললেও রণবীর কোনওরকমে ঝাড়খন্ড থেকে পালিয়ে মুশিদাবাদ জেলার আহিরণে চলে আসে। 

সুতি থানার এক আধিকারিক জানান-আহিরণ এলাকায় যে জঙ্গলের কাছ থেকে রণবীরকে গ্রেফতার করা হয়েছে আমাদের সন্দেহ ছিল প্রাচীন বিগ্রহটি সে সেখানেই লুকিয়ে রেখেছে। তবে রাতভর সেখানে তল্লাশি চালিয়েও বিগ্রহটি উদ্ধার হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রণবীর জানিয়েছে বিগ্রহটি চুরি করার পর জিরিয়াবাড়ির একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে। ঝাড়খন্ড পুলিশ ইতিমধ্যেই তাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে।


#Murshidabad#Idol theft



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মর্মান্তিক দুর্ঘটনা, শতাধিক গ্রামবাসীর প্রাণ বাঁচিয়ে নদীগর্ভে তলিয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার...

অক্ষত এটিএম, গায়েব ৯ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?‌

ডুবন্ত অবস্থায় শিশুকে উদ্ধার করেও তলিয়ে গেলেন যুবক, শোকের ছায়া হুগলিতে...

ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত পাঁচ...

পুজোর চারদিনে শুধু শিয়ালদা ডিভিশনে কত টিকিট বিক্রি করল পূর্ব রেল? হিসেব শুনলে চমকে উঠবেন...

দূর থেকে ছোঁড়া হল তির, বধ হল রাবণ, পুড়ল আতশবাজি...

মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে নাবালিকার বস্তা বন্দি দেহ উদ্ধার, উত্তেজনা ফারাক্কায়...

টাকা দরকার, ৮০ বছরের বাবা মাকে মেরে ঝুলিয়ে দিল ছেলে! শুনলে চমকে উঠবেন...

কার্নিভালের দিন কলকাতায় বাড়বে বৃষ্টি! শেষ ইনিংসের আগে কোন রূপ দেখবেন বর্ষার? ...

দেবী খেয়েছিলেন মেয়েকে, সকলের আগে তাঁর বিসর্জন, বিজয় দশমী পালিত শহরজুড়ে...

পঙ্গু স্ত্রীকে পিঠে করে নিয়ে ঠাকুর দেখাচ্ছেন স্বামী...

চুরি গেল দুর্গা প্রতিমার ৮০ লক্ষ টাকার সোনার গহনা, সিসিটিভি ফুটেজ দেখে স্তম্ভিত সকলে...

পুজোর অনুমতির নামে চাঁদা, চাপে পড়ে টাকা ফেরানোর সিদ্ধান্ত...

ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি একই পরিবারের তিন সদস্যের...

পুজোর শেষ দিনেও ভাসবে দক্ষিণবঙ্গ! হাওয়া অফিসের বড় আপডেট, জেনে নিন...



সোশ্যাল মিডিয়া



08 24