সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sourav Goswami | ০৫ এপ্রিল ২০২৫ ১৬ : ৫২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: গ্রিসের তৃতীয় বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেসালি বিশ্ববিদ্যালয় (UTH) এবং ভারতের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় (SNU) যৌথভাবে এক যুগান্তকারী আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার ঘোষণা করেছে। এই অংশীদারিত্ব শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে গঠিত হয়েছে, যা উভয় দেশের শিক্ষার্থী ও অ্যাকাডেমিকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে।
UTH-এর মেডিক্যাল স্কুল ইতিমধ্যেই থেসালি অঞ্চলের ১২ লক্ষ মানুষের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করে থাকে, এবং SNU, যা উদ্ভাবনী ও সমন্বয়কারী শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত—এবার একসঙ্গে গবেষণা ও শিক্ষাপদ্ধতির অনুশীলন আদানপ্রদানের উদ্যোগ নিচ্ছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক একে অপরের ক্যাম্পাসে যাওয়া, যৌথ গবেষণায় অংশগ্রহণ, ওয়ার্কশপে অংশগ্রহণ এবং নতুন শিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। উভয় বিশ্ববিদ্যালয়ই একটি মৌ স্বাক্ষরের পথে, যার মাধ্যমে এই উদ্যোগকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত করা হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো UTH-এর ইংরেজি ভাষায় পরিচালিত মেডিক্যাল ডিগ্রি প্রোগ্রামটি SNU-র পাঠ্যক্রমের সঙ্গে একত্রিত করার পরিকল্পনা। এই উদ্যোগের ফলে ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীরা গ্রিসের লারিসা শহরে গিয়ে বিশ্বমানের মেডিক্যাল শিক্ষার সরাসরি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে।
UTH-এর ইংরেজি মেডিক্যাল প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক দিমিত্রিওস বগদানোস বলেন, “এই সহযোগিতা আমাদের ছাত্র-শিক্ষকদের জন্য অসাধারণ সুযোগ এনে দেবে এবং একটি আন্তর্জাতিক মানের মেডিক্যাল শিক্ষা গড়ে তুলবে।” মেডিসিন বিভাগের ভাইস চেয়ারম্যান অধ্যাপক অ্যারিস্টিডিস জিমপিস বলেন, “এই উদ্যোগ দুই দেশের স্বাস্থ্যসেবায় দক্ষ পেশাজীবীদের তৈরিতে সহায়ক হবে।”
UTH-এর রেক্টর অধ্যাপক চারালাম্বোস বিলিনিস এবং মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক থিওফিলোস করাখালিওস উভয়েই জানান, “এই উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষা, বায়োমেডিক্যাল বিজ্ঞান এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারব।” SNU-র গ্রুপ সিইও অধ্যাপক শঙ্কু বসু বলেন, “আমরা গর্বিত যে আমাদের বিশ্ববিদ্যালয় এমন একটি আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিতে পারছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।”
UTH-এর ভাইস-রেক্টর অধ্যাপক ক্রিসি লাসপিদু বলেন, “আমাদের প্রোগ্রাম দক্ষিণ এশিয়া পর্যন্ত পৌঁছেছে, এটি আমাদের আন্তর্জাতিকীকরণের যে প্রতিশ্রুতি, তার প্রমাণ।”
২০২৫ সালের সেপ্টেম্বরে প্রথম শিক্ষার্থী ও অ্যাকাডেমিক প্রতিনিধিদের সফরের মাধ্যমে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হবে। এ সময় তাঁরা যৌথ প্রোগ্রামে অংশগ্রহণ, গবেষণা, ওয়ার্কশপ ও মতবিনিময়ে অংশ নেবেন, যা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ সম্পর্কের ভিত্তি গড়ে তুলবে।
নানান খবর

নানান খবর

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়

পহেলগাঁওয়ে নিহত কলকাতার পর্যটক,পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, আশ্বস্ত করে বললেন ব্রাত্য

মুখে সেলোটেপ, খাস কলকাতার রাস্তায় ট্রলির ভিতর মহিলার দেহ