মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ০৩ এপ্রিল ২০২৫ ১৯ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বেহাল অবস্থার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তারাপুরে বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য নির্মিত রাজ্যের একমাত্র হাসপাতালটি । এই হাসপাতালটির বর্তমান অবস্থা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্ন এবং সংসদের লেবার স্ট্যান্ডিং কমিটিতে পেশ করা লিখিত রিপোর্টে ভিন্ন তথ্য দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার প্রধান শিল্প বিড়ি তৈরির সঙ্গে কেবলমাত্র জঙ্গিপুর মহকুমায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ১০ লক্ষ মানুষ জড়িত রয়েছেন। বিড়ি শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লে অনেকেই তারাপুরে অবস্থিত কেন্দ্র সরকারের এই হাসপাতালে চিকিৎসা করান।
কিন্তু অভিযোগ উঠেছে কেন্দ্র সরকার ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করায় এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বিড়ি শ্রমিকেরা ওই হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও বিশেষজ্ঞ চিকিৎসক এবং ওষুধপত্রের অভাবে তাদের ঠিকমতো চিকিৎসা জোটে না।
এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় লিখিতভাবে হাসপাতালটির বর্তমান অবস্থা জানার জন্য একটি 'আন স্টারড' প্রশ্ন করেছিলেন। বৃহস্পতিবার ঋতব্রত বলেন, 'গোটা দেশে যত বিড়ি শ্রমিক রয়েছেন তার অর্ধেকের বেশি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মোট বিড়ি শ্রমিকের এক চতুর্থাংশ মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার তারাপুরে কেন্দ্র সরকারের একটি ৬৫ শয্যার হাসপাতাল রয়েছে। বর্তমানে হাসপাতালটি অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে। '
তিনি বলেন, 'সম্প্রতি গোটা বিষয়টি সংসদের লেবার স্ট্যান্ডিং কমিটির সামনে উত্থাপিত হয়েছিল এবং স্ট্যান্ডিং কমিটি হাসপাতালে দুরবস্থার কথা এক প্রকার স্বীকার করে নিয়েছে। এরপরই আমি সংসদে একটি লিখিত প্রশ্ন করে হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম।'
তৃনমূল সাংসদ জানান, 'আমরা সকলে অবাক হয়ে দেখলাম স্ট্যান্ডিং কমিটিতে যে রিপোর্ট পেশ করা হয়েছে এবং কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দপ্তর আমার লিখিত প্রশ্নের জবাবে যে উত্তর দিয়েছে তার কোনটিই মিলছে না। রিপোর্টে বলা হয়েছে ওই হাসপাতালে মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট মিলিয়ে মোট ১২ টি পদ রয়েছে। বর্তমানে যেখানে তিনজন রয়েছেন ন'টি আসন খালি রয়েছে। অথচ আমার প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকার জানিয়েছে বর্তমানে সেখানে পাঁচজন চিকিৎসক রয়েছেন। লেবার স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে ল্যাব টেকনিশিয়ানের পদ ফাঁকা রয়েছে। অথচ আমার করা প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানানো হয়েছে সেখানে একজন ল্যাব টেকনিশিয়ান রয়েছেন। আমরা বুঝে উঠতে পারছি না কোনটি সঠিক তথ্য আর কোনটি বেঠিক। '
নানান খবর

নানান খবর

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়