রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | 21 July TMC Meeting Abhishek Banerjee: 'আগামী লড়াই আরও কঠিন', তৃণমূল স্তরের নেতাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন অভিষেক

Kaushik Roy | ২১ জুলাই ২০২৪ ১৪ : ২২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছিল ৪ জুন। তারপর থেকে রাজনৈতিক সভা, কোনো বৈঠকেই দেখা যায়নি অভিষেক ব্যানার্জিকে। এই কয়েকটা দিন কোথায় ছিলেন অভিষেক? ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ থেকে নিজেই সেই প্রশ্নের জবাব দিলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, 'আগামীদিনের লড়াই আরও বড়, আরও কঠিন। লোকসভা নির্বাচনের পর আমি পর্যালোচনা করেছি। তিন মাসের মধ্যে আপনারা তার ফল দেখতে পাবেন। যাঁরা পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন, পুরসভায় নির্বাচিত হয়েছেন তাঁরা যদি ভেবে থাকেন যে কাজ মিটে গেছে তাহলে তাঁরা ভুল ভাবছেন। লোকসভা বা বিধানসভায় যদি দল ভাল ফল না করে তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। যদি ভেবে থাকেন ভোটের আগে অভিষেক আসবে, মমতা আসবেন, দলকে জিতিয়ে দেবেন আপনারা কিছুই করবেন না সেটা যেন একেবারেই না হয়।'










২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। লোকসভা এবং উপনির্বাচনে বিরোধীদের কার্যত হোয়াইটওয়াশ করার পরেও ইতিমধ্যেই যে বিধানসভার প্রস্তুতিতে অভিষেক নেমে পড়েছেন এদিন তারই ইঙ্গিত দিয়ে রাখলেন। তাঁর কথায়, 'আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আগামী দিনের জয় যেন ২০১৬ সালের জয়, ২০২১ সালের জয়কে ছাপিয়ে সবথেকে বড় জয় হিসেবে বিবেচিত হয়। আমাদের আরও শৃঙ্খলাপরায়ণ হতে হবে। দলে যাঁরা নতুন এসেছেন তাঁদের তৃণমূলের লড়াই সম্পর্কে জানতে হবে। যাঁরা পুরনো নেতা নেত্রী তাঁদের নতুনদের পথ দেখাতে হবে। সামঞ্জস্য রেখে চলতে হবে।' নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে বিজেপির প্রচার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে এদিন ফের সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, 'বাংলায় প্রচারে এসে বিজেপি বলেছিল ইস বার চারশো পার। ২৪০ আসনে আটকে গেছে। একা সরকার গড়তে পারেনি। আমাদের লোকসভায় ২৯ জন সাংসদ। রাজ্যসভায় ১৩ জন সাংসদ। ৪২ জন সাংসদ নিয়ে গোটা দেশে তৃণমূল বর্তমানে তৃতীয় বৃহত্তম দল। ইডি, সিবিআইয়ের গর্জনের থেকে মানুষের গর্জন অনেক বেশি। যে সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বিজেপি সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেখান থেকে তৃণমূল তিন লক্ষের বেশি ভোটে জিতেছে। প্রচারে এসে বিজেপি বলেছিল, তৃণমূলকে টাইট দেব। কী করে টাইট দিতে হয় সেটা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে।'












সদ্য নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লি থেকে বাংলা প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আঁচ। সেই প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। জানান, '২০২২ সালের ২১ জুলাইয়ের সভার পরের দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল। তৃণমূল কখনও কোনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি। নিট পরীক্ষায় যে এত বড় দুর্নীতি হল একবারও কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা হল না? এই বৈষম্য কেন?' অভিষেকের বক্তব্যে এদিন আরও একবার উঠে এল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। তাঁর কথায়, 'বিজেপির নেতারা মানুষকে শোষণ করেছে, অত্যাচার করেছে। গরীবদের ১০০ দিনের টাকা দেয়নি। মিড ডে মিলের টাকা দেয়নি। আবাস যোজনার টাকা দেয়নি। আমি বলে যাচ্ছি, যাঁদের নাম আবাসের তালিকায় আছে ৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে টাকা দেবে তৃণমূল কংগ্রেস।' নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক দল। লোকসভায় জিতলেও পরিসংখ্যানে দেখা গিয়েছে পুর এলাকাগুলিতে ভোটের নিরিখে পিছিয়ে পড়েছে তৃণমূল। সেখানে ভোট ফেরাতে জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপশি অভিষেককেও যে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে তারও ইঙ্গিত মিলল রবিবার।


#Tmc#Mamata Banerjee#Abhishek Banerjee#Trinamool Congress



বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

রানাঘাটে বিজেপির কর্মসূচিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, অ্যাম্বুল্যান্সে মৃত্যু গর্ভবতী তরুণীর ...

চাকরির প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের জমি হাতানো! অভিযোগ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে...

সিদ্ধিদাতা বন্দনা ও মিলনমেলা অভিনব আয়োজন বাগুইআটির নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের...

মহিলা সুরক্ষায় শুরু ' অপরাজিতা : দ্য আনডিফিটেড'...

শীঘ্রই আসছে...

তুমুল বৃষ্টিতে ছারখার হবে দক্ষিণবঙ্গ! ফের ঘনাচ্ছে দুর্যোগ, আগাম সতর্কবার্তা মৌসম ভবনের ...

RG Kar Hospital: বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়ে রইলেন যুবক, আরজি করেই মৃত্যু...

Asansol: গাড়ি দাঁড় করিয়ে ব্যবসায়ীর কোটি টাকা লুঠ, আসানসোলে গ্রেপ্তার তিন পুলিশকর্মী...

হুগলির দুই জায়গায় ইডির তল্লাশি, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে ...

বানারহাটে হাতির হানায় মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণ বনদপ্তরের...

জাতীয় স্তরে ই–গভর্নেন্সে স্বর্ণপদক চন্দননগর কমিশনারেটের ...

ঝুঁকি এড়াতে এবার গ্রামীণ হাসপাতালেও তৈরি হল পুলিশ ক্যাম্প ...

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রিভলভার ও কার্তুজ, মুম্বাইগামী বিমানে ওঠার আগে গ্রেপ্তার ২...

বাড়ি ফেরার পথে নিগৃহীতা তিন স্কুলছাত্রী, রাস্তাতেই হেনস্থা ও মারধরের অভিযোগ ...

উত্তরবঙ্গের ৩৫০জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ...

আচমকাই ছুটে এল গুলি, হতচকিত সকলেই, মৃত্যু এক নাবালিকার...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24