বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

Exclusive: ভারতবর্ষকে 'বিরাট' এবং 'হার্দিক' শুভেচ্ছা: সৃজিত মুখোপাধ্যায়

রাহুল মজুমদার | ৩০ জুন ২০২৪ ০২ : ১৩


নিজস্ব সংবাদদাতা: বার বার ব্যর্থতা দেখেছেন তাঁরা। গত বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের ক্রিকেটের ফাইনালে হেরেছেন। এরপর শনিবার রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তখন কাঁদছে গোটা ভারতীয় দল। জেতার আনন্দে উদ্বেল হয়ে মাঠে ঢুকে পড়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। আবেগে ভাসছে গোটা ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের মাঠ থেকে কয়েক হাজার মাইল দূরে ভারতের আর পাঁচটা শহরের মতো রাতের কলকাতার ছবিটাও এক। ১৩ বছর পর ভারতের বিশ্বজয়ী হওয়ার আনন্দে শহরের রাস্তায় নেমেছে মানুষের ঢল। পরস্পরকে আনন্দে জড়িয়ে ধরছেন অচেনা মুখেরা। কেউ কাউকে সামলাতে পারছেন না। আর এসবের মাঝেই অবাক হওয়া বহু চোখের সামনে এই হুল্লোড়ে যোগ দিলেন জনপ্রিয় ছবি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের ক্রিকেট প্রেমের কথা সর্বজনবিদিত। ছবি পরিচালনা, চিত্রনাট্য কাটাছেঁড়া করার মাঝে সময় সুযোগ পেলেই ক্রিকেট ম্যাচের ধারভাষ্যকারের আসনে জমিয়ে বসে পড়েন তিনি। তাই এরকম দিনে 'পদাতিক'-এর নির্দেশক যে স্রেফ শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে দেশের জয় উপভোগ করবেন না তা বলাই বাহুল্য।

জাতীয় পতাকা হাতে উড়িয়ে, লর্ডসের মোড় ও রানীকুঠির অচেনা ক্রিকেটপ্রেমীদের সঙ্গে হুল্লোড়ে মেতে ততক্ষণে পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাঁর গাড়ি। এরই মাঝে একমাত্র আজকাল ডট ইন-এর সঙ্গে তাঁর মনের কথা ভাগ করে নিলেন এই জাতীয় পুরস্কারজয়ী পরিচালক।

সৃজিতের‌ কথায়, "২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পরেও রাস্তায় নেমেছিলাম। পরিচিত, অপরিচিত বহু ক্রিকেট ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলাম। গত বছর ভারতের বিশ্বকাপের ফাইনালে ওঠার পরেও তোড়জোড় করছিলাম। তবে শেষমেশ মনখারাপ নিয়েই ঘুমোতে গিয়েছিলাম।"
সামান্য থেমে চওড়া হাসি হেসে সৃজিত আরও বললেন, "দক্ষিণ আফ্রিকার ক্লাসেন যেভাবে ব্যাট চালাচ্ছিলেন, দেখে মনটা কু ডাকছিল। তবে আমাদের ভারতীয় দলের একজন ক্ষণজন্মা বোলার আছেন যাঁর‌‌ নাম যশপ্রীত বুমরা। মাঝে মাঝে ওঁর খেলা দেখে মনে হয়, ও‌ কি আদতে সত্যিই মানুষ?

বলব হার্দিক পাণ্ডিয়ার কথা। বিশ্বকাপের গোটা টুর্নামেন্ট ধরে কত কথাই না শুনতে হয়েছে ওঁকে। আজ তাঁর জবাব দিলেন ভারতের সফলতম বোলার। এককথায় অসাধারণ! রূপকথার গল্পের শেষের মতোই মন ভালো করা মুহূর্ত গোটা দেশবাসীকে উপহার দিল ভারতীয় ক্রিকেট দল!" 

আর বিরাট কোহলি? টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন সৃজিতের অন্যতম এই প্রিয় ব্যাটার।‌

সে প্রসঙ্গ উঠতেই খানিক আবেগপ্রবণ 'জাতিস্মর'-এর পরিচালক-" রাজাদের প্রস্থান এরকমই হয়! বিরাট সর্বকালের সেরা ক্রিকেটারদের‌ মধ্যে একজন। তাঁকেও কি না ট্রোলড হতে হয়েছে! ওঁকে নিয়ে যখন নানা বাঁকা কথা বলা হতো, সে সব‌ শুনতাম আর হাসতাম। আসলে, ট্রোলারদের শিক্ষা হয় না। বিশ্বকাপের ফাইনালের মঞ্চে রোহিত, পন্থের ফিরে যাওয়ার পর কে ধরলেন এই ম্যচ? সেই বিরাট!  আর যেভাবে জ্বলে উঠলেন তা অবিশ্বাস্য। এখন সেই ট্রোলারদের নখ বের করা হাত পরিণত হয়েছে নমস্কারে! আমিও ঠিক এটাই বিশ্বাস করি। নিজের কাজ দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে"।

ভারতের কোচ রাহুল দ্রাবিড় বিশ্বসেরা হয়ে কোচিং কেরিয়ার শেষ করলেন। তাঁর ব্যাপারেও খানিক আবেগতাড়িত গলায় সৃজিত জানান, ২০০৭ সালে ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন থাকাকালীন এই ওয়েস্ট ইন্ডিজ থেকেই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারত। বহু গঞ্জনা সহ্য করতে হয়েছিল দ্রাবিড়কে। আজ সেই শাপমোচন হল! তাঁর মতে, ভারতের এই বিশ্বকাপ জয়ের অন্যতম স্তম্ভের নাম রাহুল দ্রাবিড়।
তা কতক্ষণ পর্যন্ত রাস্তায় দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে? পরিচালকের জবাব, "১৩ বছর পর বিশ্বজয় করেছি আমরা! সারা রাত থাকব। ২০১১ সালেও ভারতের বিশ্বকাপ জয়ের পর পার্ক স্ট্রিটে গিয়ে এই জয়ের আনন্দ বহু মানুষের সঙ্গে ভাগ করেছিলাম, তাই এবারও পার্ক স্ট্রিট। তারপর দেখা যাক্!"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

Bodhua: জীবিত অবস্থায় কবরে চাপা দেওয়া হল পেখমকে! পাশে নেই আবির, কী হবে শেষপর্যন্ত?...

Tiger Shroff: দেউলিয়া 'হিরোপন্তি'র আলোকচিত্রী, খবর পেয়েই কী করলেন টাইগার?...

Nana Patekar: মেরে কাঁদিয়ে ছেড়েছিলেন নানা পটেকরকে, ছিঁড়ে দিয়েছিলেন কুর্তা! বিস্ফোরক বিধু বিনোদ চোপড়া...

Sonali Chowdhury: বহু বছর পর বড়পর্দায় ফিরছেন সোনালি চৌধুরী, সাক্ষী থাকলেন সোহম-ইধিকা ...

Kalki 2898 AD: স্রেফ মোটা টাকা পারিশ্রমিকের জন্যই 'কল্কি'তে অতিথি শিল্পী? মুখ খুললেন বিজয় দেবারাকোণ্ডা...

Hina –Samantha: প্রথম কেমো নিয়ে কেমন আছেন হিনা? পাশে দাঁড়ালেন সামান্থা! ...

Padatik: অপেক্ষার অবসান, স্বাধীনতা দিবসেই আসছে 'পদাতিক'? ...

Zaheer-Sonakshi: পানীয় হাতে, পুল সাইডে জাহিরের কাঁধে মাথা সোনাক্ষীর! দম্পতির মধুচন্দ্রিমার ছবি ভাইরাল!...

Rhea Chakraborty: সুস্মিতার থেকেও বড় 'গোল্ড ডিগার' প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিতর্কিত প্রেমিকা রিয়া?...

Tollywood: বড়পর্দায় ফিরলেন রিমঝিম গুপ্ত, 'বহুরূপী'-তে নন্দিতা-শিবপ্রসাদ জুটির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? জান...

Tollywood: 'পুবের ময়না' শুরু হতেই দূর্ঘটনার কবলে গৌরব রায়চৌধুরী, ঠিক কী হয়েছে অভিনেতা?...

Sushmita Sen: জীবনের সবথেকে কঠিন ৪৫ মিনিট কীভাবে কাটিয়েছিলেন সুস্মিতা?...

Big Boss OTT 3: 'ওঁর কিছু যায় আসে না...', কী ব্যাপারে অনিল কাপুরের উপর চড়াও হলেন 'বিগ বস'-এর প্রতি...

Salman-Kamal Haasan: অ্যাটলির ছবিতে সলমনের সঙ্গে থাকছেন না রজনীকান্ত, অ্যাকশন অবতারে দেখা যাবে কোন অভিনেতাকে? ...

Exclusive: ডাবিং শুরু 'বহুরূপী'র, জোরকদমে চলছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-এর পুজোর ছবির প্রস্তুতি...

সোশ্যাল মিডিয়া