আজকাল ওয়েবডেস্ক: ত্বকের যত্ন নিচ্ছেন মন দিয়ে। তাও হচ্ছে ব্রণ বা কালো দাগ, ডার্ক সার্কল? এর কারণ স্ট্রেস নয় তো? পরিবার, সম্পর্ক নিয়ে মানসিক চাপে থাকেন অনেকেই। ত্বকের সমস্যায় প্রভাব ফেলে এগুলোও। দাবি করছে নতুন গবেষণা।
১. স্ট্রেস কর্টিসেল মাত্রা বাড়িয়ে দেয় :
স্ট্রেস আমাদের শরীরের উপর প্রভাব ফেলে। একথা কারও অজানা নয়। গবেষকরা বলছেন, স্ট্রেসের খারাপ প্রভাব পরে ত্বকেও। কারণ অতিরিক্ত স্ট্রেসের জন্য কর্টিসেল হরমোন নিঃসরণ হয়। যা ত্বকের প্রদাহ বাড়িয়ে দেয়। বাড়ে ব্রণ, এগজিমা, সোরিওসিসের সমস্যা। কর্টিসেল, স্ট্রেস হরমোন নামেও পরিচিত।
২. ত্বক ও মস্তিষ্কের সম্পর্ক:
ত্বক ও মস্তিষ্কের যোগাযোগ আছে বলেই মনস্তাত্ত্বিক চাপে ত্বকে প্রভাব পরে। সেই প্রভাব ত্বকের উপরের অংশেও দেখা দিতে পারে। মস্তিষ্কে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা মানসিক চাপকে আরও জটিল করে তুলতে পারে। স্ট্রেস হাইপোথ্যালামিক-পিটুইটারি-অ্যাড্রিনাল (HPA) সক্রিয়তা সৃষ্টি করতে পারে। 
৩. ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে:
স্ট্রেস হরমোনের কারণে কোলাজেন ব্রেকডাউন হয়। ফলে বয়স বাড়তে থাকে ত্বকের।
৪. স্ট্রেসের অন্যান্য প্রভাব:
 স্ট্রেসের কারণে অনেক সময় শরীরের অন্যান্য সমস্যা সেরে উঠতে চায় না। কোনও আঘাত বা ক্ষতকে জটিল করে দেয় স্ট্রেস। রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং ত্বকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছতে পারে না তখন।