বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

T20 World Cup Final: বিরাট-অক্ষরের যুগলবন্দিতে ম্যাচে ফিরল ভারত, চ্যালেঞ্জের মুখে প্রোটিয়ারা

Sampurna Chakraborty | ২৯ জুন ২০২৪ ২১ : ৫৩


আজকাল ওয়েবডেস্ক: ওস্তাদের মার শেষ রাতে। বিরাট কোহলির ক্ষেত্রে বাংলা প্রবাদটি দারুণভাবে কার্যকরী। গোটা বিশ্বকাপে ব্যর্থ। আসল সময় জ্বলে উঠলেন। তাঁর অর্ধশতরানে ভর করে দক্ষিণ আফ্রিকাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। ৫৯ বলে ৭৬ করে আউট হন কোহলি। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি-অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে দুর্দান্ত কামব্যাক। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের রান ১৭৬। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৭৭ রান। কোহলিকে ওপেন করানো নিয়ে বিতর্কের ঝড় বইছিল। সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। সত্যিই, ফাইনালের জন্য সেরাটা তুলে রেখেছিলেন বিরাট। চলতি বিশ্বকাপে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখাতে গিয়ে আউট হচ্ছিলেন। কিন্তু এদিন শুরুতে ৩ উইকেট হারানোর পর, পুরোনো কোহলিকে দেখা যায়। পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। চতুর্থ উইকেটে ৭২ রান যোগ করেন বিরাট এবং অক্ষর। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যা খুবই স্বাভাবিক। হাই-প্রোফাইল ফাইনালে প্রথমে ব্যাট করে বিপক্ষের ঘাড়ে রান চাপিয়ে দেওয়াই সাধারণত দলগুলোর লক্ষ্য হয়। তারওপর প্রথম ব্যাট করে বেশি সফল ভারত। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে টসে হারার পর মাত্র একবার ম্যাচ জেতার নজির রয়েছে। ২০০৯ সালে শহিদ আফ্রিদির নেতৃত্বে জেতে পাকিস্তান। বাকি সংস্করণে টসে জয়ী দলই চ্যাম্পিয়ন হয়। এদিন শুরুটা ভাল করে ভারত। বিশেষ করে বিরাট কোহলি। প্রথম ওভারেই তিনটে কপিবুক চার। নিজের ইনিংসের প্রথম দুটো বলে চার। দেখে মনেই হয়েছিল, রান পাবেন। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর রোহিত জানিয়েছিলেন, ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছেন বিরাট। হলও তাই। শুরুতে তিন উইকেট হারানোর পর দলকে একাই এগিয়ে নিয়ে গেলেন 'ভিন্টেজ' কোহলি। দ্বিতীয় ওভারে হোঁচট খায় ভারত। কেশব মহারাজের ওভারে জোড়া উইকেট হারায় ভারত। মারতে গিয়ে ৯ রানে ক্লাসেনের হাতে ধরা পড়েন রোহিত। ভারতের কাছে বড় ধাক্কা। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে ছন্দে ছিলেন রোহিত। মাত্র এক বলের ব্যবধানে ফেরেন ঋষভ পন্থ। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন। দ্বিতীয় বলে সুইপ মারতে গিয়ে আউট হন। ২৩ রানে ২ উইকেট হারায় ভারত। উইকেট ছুড়ে দেন সূর্যকুমার যাদব। আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়ে প্রথম তিনটে উইকেট দক্ষিণ আফ্রিকাকে উপহার দেয় ভারত। এত তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন ছিল না। ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্লাসেনের হাতে ধরা পড়েন সূর্য (৩)। দুর্দান্ত ক্যাচ। দারুণ ফিল্ডিং করে দক্ষিণ আফ্রিকা। ৪.৩ ওভারের মধ্যে তিন উইকেট হারানোয় চাপে পড়ে যায় ভারত। 

পার্টনারশিপ গড়ে তোলার জন্য পাঠানো হয় অক্ষর প্যাটেলকে। অনবদ্য ব্যাটিং ভারতীয় অলরাউন্ডারের। উইকেটের এক প্রান্ত ধরে রাখেন বিরাট, অন্যদিকে স্কোরবোর্ড সকল রাখেন অক্ষর। চারটে ছক্কা হাঁকান। দারুণ ব্যাট করছিলেন। অর্ধশতরান পাওয়া উচিত ছিল। কিন্তু নিজের ভুলে রান আউট হন। ৩১ বলে ৪৭ রান করে ফেরেন অক্ষর। ছয় নম্বরে নেমে চটজলদি ২৭ রান করেন শিবম দুবে। বরাবরই বড় মঞ্চে জাত চেনায় সেরা ক্রিকেটাররা। এদিন আরও একবার সেটা করে দেখালেন বিরাট কোহলি। তিনটে চার মেরে শুরু করেছিলেন। রোহিত আউট হওয়ার পর খোলসের মধ্যে ঢুকে পড়েন। লক্ষ্য ছিল শেষপর্যন্ত টিকে থাকা। তাই কোনও অহেতুক ঝুঁকি নেননি। ইনিংস অ্যাঙ্কর করেন। ৪৮ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। ইনিংসে ছিল চারটি চার। ৫০ এর গণ্ডি পেরোনোর পর হাত খোলেন। তখনও বাকি ৩ ওভার। শেষপর্যন্ত ৫৯ বলে ৭৬ রান করে আউট হন কোহলি। ইনিংসে ছিল ২টি ছয়, ৬টি চার। তাঁর ব্যাটে ভর করে বিশ্বজয়ের দিকে এক পা বাড়িয়ে দিল টিম ইন্ডিয়া। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

India-Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান, ভারত সরকারের গ্রিন সিগন্যাল ছাড়াই তৈরি সূচি...

Team India: বিমানবন্দর থেকে হোটেল, রোহিতদের জন্য দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা...

India-Zimbabwe: ভারতীয় দলে সুযোগ পেয়ে উত্তেজিত, পাসপোর্ট, মোবাইল হারালেন রিয়ান পরাগ...

East Bengal: লাল হলুদে তৃতীয় ইনিংস, দু'বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে দেবজিৎ ...

Team India: দিল্লিতে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, মুম্বইয়ে হুডখোলা বাসে রোড শো! রোহিতরা দেশে ফেরার পর ঠাসা কর্মসূচি...

Netherlands-Romania: জোড়া গোল সুপারসাব মালেনের, ১৬ বছর পর ইউরোর শেষ আটে ডাচরা...

India-Zimbabwe: অধিনায়ক শুভমন গিলকে ছাড়াই হারারেতে পাড়ি দিল ভারতীয় দল...

Mohun Bagan: ভবানীপুরের সঙ্গে ড্র, কলকাতা লিগের শুরুতেই আটকে গেল মোহনবাগান...

India-Zimbabwe: জিম্বাবোয়ে সিরিজে কেকেআরের বোলার হরষিত, সুযোগ পেলেন সাই-জিতেশও ...

Mohun Bagan: ইংলিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডকে সই করাল মোহনবাগান...

France-Belgium: সুযোগ নষ্টের বন্যা, কষ্টার্জিত জয়ে শেষ আটে ফ্রান্স...

Team India: ঘূর্ণিঝড়ের জেরে বার্বাডোজেই আটকে ভারতীয় দল, কবে ফিরবেন রোহিতরা?...

Rohit Sharma: রত্নগর্ভা পূর্ণিমা শর্মার ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল, কী লিখলেন রোহিতের মা? ...

Mohammedan: খিদিরপুরের সঙ্গে ড্র, হাফ ডজন গোলের পরের ম্যাচই আটকে গেল মহমেডান ...

Head Coach: ‌ভারতের পরবর্তী কোচ কে?‌ ইঙ্গিত দিলেন জয় শাহ ...

সোশ্যাল মিডিয়া