সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জুন ২০২৪ ১৮ : ৩৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যেদিন সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে সেদিনই লড়াই করে ফিরবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। কার্যত সেটাই সত্যি হল। কৃষ্ণনগর থেকে ফের জিতে সংসদে মাথা উঁচু করে ফের প্রবেশ করবেন মহুয়া মৈত্র। বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে ফের একবার সংসদে বসবেন তৃণমূলের এই সাংসদ। কঠিন সময়ে তাঁর পাশে ছিল দল। পাশে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষ্ণনগরে তাঁর হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন অভিষেক ব্যানার্জিও। ফল মিলল হাতে নাতে। মঙ্গলবার সাইকেল চড়ে বিভিন্ন গণনাকেন্দ্রে ঘুরে বেড়ান তিনি। একেবারে ফুরফুরে মেজাজেই তিনি জিতলেন। এবার সংসদে ফেরার পালা।