শনিবার ০২ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Adhir Ranjan Chowdhury: বহরমপুরে ইন্দ্রপতন, ইউসুফের কাছে পরাজয় অধীরের

Riya Patra | ০৪ জুন ২০২৪ ২৩ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৯ ঘন্টা ধরে চলছে লোকসভা ভোটের গণনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গিয়েছে, সমস্ত এক্সিট পোলের হিসেব নিকেশ একেবারে উলটে গিয়েছে বাংলায়। তবে সেসবের বাইরে এ রাজ্যের রাজনীতিতে যে ঘটনাকে একেবারে 'ইন্দ্রপতন' বলে অ্যাখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা তা হল, ৫ বারের সাংসদ অধীর চৌধুরীর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে যাওয়া। ১৯৯৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত পরপর পাঁচবার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর অবশেষে অধীর চৌধুরীর জয়ের অশ্বমেধের ঘোড়াকে থামালেনইউসুফ পাঠান। জয়ের ডবল হ্যাটট্রিক করা হল না প্রদেশ কংগ্রেস সভাপতির। ১৯৯৯ সালে আরএসপি প্রার্থী প্রমথেশ মুখার্জিকে পরাজিত করে অধীর চৌধুরী জয়ী হওয়ার পর আর তাঁকে এই কেন্দ্রে থামানো যায়নি। 
রাজ্যের শাসক দল তৃণমূল তাঁর বিরুদ্ধে গায়ক ইন্দ্রনীল সেন, বিধায়ক অপূর্ব সরকারের মত দুঁদে প্রার্থীকে দাঁড় করিয়েও পরাজিত হয়েছে।  তবে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত বহরমপুর লোকসভা কেন্দ্রে গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস।  ২০১৯ এর লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী ৫ লক্ষ ৯১ হাজার ১৪৭ ভোট পেয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপূর্ব সরকারকে ৮০,৭৩৭ ভোটে পরাজিত করেছিলেন। সেবার শতাংশের নিরিখে অধীর চৌধুরী ৪৫.৪৭ শতাংশ ভোট পেয়েছিলেন। বহরমপুর লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ফলাফল ঘোষণা না হলেও নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত ইউসুফ পাঠান, অধীর চৌধুরীর থেকে প্রায় ৬৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন । আর তাই নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত ইউসুফ ।  মঙ্গল বিকেলেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ বলেন, 'আমার এই জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানাই। এই জয় কেবল আমার নয়, সমস্ত কর্মীদের জয়।' বহরমপুরের পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে ইউসুফ বলেন, 'ইতিহাস তৈরি হয়, রেকর্ড তৈরি হয় তা নতুন করে ভাঙার জন্য। আমি এখনও অধীর চৌধুরীকে সম্মান করি। উনি একজন 'সিনিয়র লিডার।' বহরমপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে ইউসুফ বলেন, 'আমি নির্বাচনী প্রচার চলার সময় যা কথা দিয়েছি সেগুলো পালন করার চেষ্টা করব। বহরমপুরে একটি স্পোর্টস একাডেমী করার ইচ্ছা রয়েছে যাতে এখানকার ছেলেমেয়েরা আরও ভাল খেলাধুলার সুযোগ পায়। এর পাশাপাশি শিল্পের জন্য কাজ করারও ইচ্ছা রয়েছে।' 
যদিও এখনই স্থায়ীভাবে বহরমপুরে থাকার তাঁর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন ইউসুফ। তিনি বলেন, 'গুজরাটে আমার পরিবার রয়েছে। আমি যখনই সময় পাব বহরমপুরে আসব এবং দিল্লিতে গিয়ে আমার কাজ করব।' আরও জানান, 'মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সাথে আমার কথা হয়েছে। তাঁরা আমাকে উৎসাহ দিয়েছেন। এতদিন লোকে আমাকে ক্রিকেটার হিসেবেই চিনতো। এখন সাংসদ হিসেবে পরিচিতি পেয়ে আমার খুব ভালো লাগছে।'
৫ বারের সাংসদ অধীর হারের মুখে দাঁড়িয়ে কী বলছেন? তাঁর মতে, 'লড়াই করতে গিয়ে হার কেউ কি মানতে পারে! তবে আমি চেষ্টা করেছি। হার তো হার। আমি প্রতিদ্বন্দ্বী ইউসুফের কাছে হেরেছি।' ইউসুফের শুভকামনাও করেছেন তিনি।


নানান খবর

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এ কী করে বসলেন রাহুল গান্ধী! মৃত নেতাকে নিয়ে টানাটানি শুরু করলেন

ক্রিকেটে শূন্য, উত্ত্যক্ত করার খেলায় একশোয় একশো, আর কত নীচে নামবে ইংল্যান্ড!

বিনোদন পার্কে ভয়ঙ্কর ঘটনা, হঠাৎ ভেঙে পড়ল জয়রাইড, উপর থেকে ছিটকে পড়লেন সকলে, মর্মান্তিক পরিণতি

বীরুর সঙ্গে তুলনা, ভারতীয় ওপেনারকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন তারকার

এই নথি জমা না দিলেই বন্ধ হবে পেনশন, ঝামেলা এড়াতে সতর্ক থাকুন পেনশনভোগীরা

বুধের চালে ৪ রাশির ভয়ঙ্কর দুঃসময় শেষ! সব বাধা কাটিয়ে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, যা ছোঁবেন তাই সোনা

‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ঘণ্টার পর ঘণ্টা কাজ! সতর্ক না থাকলেই কামড়ে ধরবে মারাত্মক রোগ!

মাঝে মাঝেই দাঁড়াতে গিয়ে হাঁটু সোজা করতে পারেন না? নেপথ্যে লুকিয়ে থাকতে পারে ৫ ভয়ঙ্কর কারণ

শুধু পেট সাফই নয়, একাই বশে রাখে সুগার-কোলেস্টেরল! নিয়মিত এক চামচ পেটে গেলেই জব্দ হবে হৃদরোগ

ওভালে আকাশ ছুঁলেন বাংলার দীপ, পন্টিং বলেছিলেন ঘুসি মারবেন, বঙ্গপেসার সবক শিখিয়ে গেলেন ইংল্যান্ড ও অজি প্রাক্তনকে

প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, গৃহপরিচারিকাকে ধর্ষণে দোষী সাবস্ত্য প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি

পার্ক সার্কাসে ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক

সাদা মাথা কালো হবে! অল্প বয়সেই চুলে পাক ধরা আটকাতে সময় থাকতে মেনে চলুন তিনটি ঘরোয়া পদ্ধতি

মালাইকা নন, অনুষ্কার প্রেমে পাগল ছিলেন অর্জুন কাপুর! করণ জোহরের মুখ ফসকে বেরিয়ে এল কোন গোপন কথা?

প্রেমিক জুটছিল না... 'ওখানে' শেভ করে তাক লাগিয়ে দিলেন বিশ্বের সবচেয়ে 'লোমশ সুন্দরী'

শিবের মতো নীল হয়ে যায় গায়ের রং! বিরল অবস্থার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

'মোদির নাম বলতে জোর করেছিল', মালেগাঁও মামলায় বেকসুর খালাস পেয়েই বিস্ফোরক প্রজ্ঞা ঠাকুর

কথার যুদ্ধে জিততে হলে আপনাকে এই বইগুলি পড়তেই হবে, তারপরই কেল্লাফতে

শচীনকে ছাপিয়ে গেলেন সিরাজ, আন্তর্জাতিক ক্রিকেটে মেগা মাইলস্টোন

নিজেকে ফিট রাখতে গিয়েই শেষ, মাত্র বাইশেই চলে গেলেন বাংলার উঠতি ক্রিকেটার

অশনি সংকেত! অতি প্রবল বৃষ্টি ৫ জেলায়, জারি লাল সতর্কতাও, আগামী সপ্তাহেও চরম দুর্ভোগ এই জেলাগুলিতে

'আমার কাঁধে হাত রাখলে আকাশ ঘুসি খেত', বঙ্গপেসারের কাণ্ড দেখে পন্টিং উত্তেজিত, ফিরে যাচ্ছেন পুরনো দিনে

ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন বিক্রম-ঐন্দ্রিলা! কোন চ্যানেলে নতুন রূপে দেখা যাবে দুই তারকাকে?

খরচ হবে না একটাকাও, উল্টে রাজ্যের কোষাগারে ঢুকবে কোটি কোটি টাকা, সমাধান হবে নদী ভাঙনের সমস্যা

সোশ্যাল মিডিয়া