বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Abhishek Banerjee: '৪ জুন নয়, বসিরহাটে ফলাফল বেরিয়ে গিয়েছে মে মাসেই': অভিষেক

Kaushik Roy | ২৬ মে ২০২৪ ১৮ : ০৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: শেষ দফার নির্বাচনের আগে সন্দেশখালির স্টিং ভিডিওকে সামনে রেখেই বসিরহাটে প্রচার সারলেন অভিষেক ব্যানার্জি। রবিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে বাদুড়িয়ায় সভা ছিল অভিষেকের। মূলত সন্দেশখালির ঘটনা এবং গঙ্গাধর কয়ালের ভিডিওকে ইস্যু করেই এদিন বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, 'সন্দেশখালির যে ভিডিয়ো জনসমক্ষে এসেছে সেখানে বিজেপির মণ্ডল সভাপতি স্বীকার করছেন সেখানে কোনও ঝামেলা হয়নি, ধর্ষণ হয়নি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য ছক কষা হয়েছে।

মহিলাদের ২ হাজার টাকা দিয়ে ধর্ষণের মতো ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করানো হয়েছে। এভাবে বাংলার পাঁচ কোটি মহিলাদের অসম্মান করেছে বিজেপি।' অভিষেকের মতে, সন্দেশখালির ঘটনা যে সাজানো তা এখন বসিরহাটের মানুষ বুঝে গিয়েছেন। এই ঘটনা সামনে আসার পর থেকেই নির্বাচনের ফলাফল জানা হয়ে গিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, 'বসিরহাট লোকসভা কেন্দ্রে শেষ দফায় ভোট-১ জুন। আর ভোটের ফলাফল বার হবে ৪ জুন। তবে মে মাসেই সন্দেশখালির প্রকৃত সত্যটা সামনে চলে এসেছে। তাই আমি মনে করি বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল ৪ জুন নয়, মে মাসের ৪ তারিখ বেরিয়ে গিয়েছে।'

শুধু রাজনৈতিক সভাই নয়, এদিন বাদুড়িয়া থেকেই রাজ্যজুড়ে রেমাল হামলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও খোঁজ নেন তিনি। খারাপ আবহাওয়ার কারণে এদিন সব জনসভায় যাওয়া হয়নি। গোসাবা এলাকায় সভা বাতিল করা হয়। বাদুড়িয়াতেও খারাপ আবহাওয়ার কারণে কপ্টার নামানো সম্ভব হয়নি। গাড়ি করে সভাস্থলে পৌঁছন অভিষেক। রাস্তার দুধারে মানুষের ঢল দেখে হাত নাড়েন তিনি। শুরুতে সকলকে ধন্যবাদ জানান ঝড় বৃষ্টি উপেক্ষা করে সভায় উপস্থিত হওয়ার জন্য। পাশাপশি, কুলপি এবং রায়দিঘিতে ঝড় সামাল দিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তারও খোঁজ নেন। বলেন, 'একটা মানুষেরও যেন অসুবিধা না হয়, কেউ যেন অভুক্ত না থাকে, কোনও বাচ্চার যাতে সমস্যা না হয়, তা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমি তৃণমূলের সকল স্তরের কর্মী সমর্থকদের অনুরোধ করব।’




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24