শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

ABHISHEK: ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে: অভিষেক

Sumit | ১৭ মে ২০২৪ ১৭ : ৫৩


মিল্টন সেন,হুগলি: হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জির সমর্থনে সভা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শুক্রবার দুপুরে হুগলির ধনেখালিতে আয়োজিত সভায় তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, সভায় উপস্থিত ৮০ শতাংশ নারী। আর নারী শক্তি যাদের সঙ্গে থাকে তাঁদের কেউ পরাজিত করতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেন্দ্রে গত দশ বছর ধরে যে সরকার রয়েছে, তাঁদের বিদায় ঘণ্টা বেজে গেছে। জনবিরোধী বাংলা বিরোধী বিজেপি সরকারের মেয়াদ আরও দুসপ্তাহ। ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। গনতান্ত্রিক, প্রগতিশীল, ধর্ম নিরপেক্ষ, সংবেদনশীল সরকার। সেই সরকারে বাংলার মানুষ নির্ণায়ক শক্তি, চালক শক্তির আসনে বসে বাংলার সার্বিক উন্নয়নকে আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে।
অভিষেক আরও বলেন, সন্দেশখালি নিয়ে যারা বাংলাকে ছোট করেছিল, আজ সেই সত্যতা সামনে এসেছে। বিজেপির দু নম্বর ব্লকের সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। সাদা কাগজে গ্রামের মহিলাদের সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা থানায় রুজু করা হয়েছে। যারা মাত্র ২ হাজার টাকার বিনিময়ে বাংলার মা বোনেদের সন্মান লুণ্ঠন করেছে। কয়েকটা ভোটের জন্য বাংলার ১০ কোটি মানুষের মাথা, দেশের ১৪০ কোটি মানুষের কাছে হেট করে দিয়েছে। তাদের উচিত শিক্ষা দিতে হবে।
শুক্রবার ধনেখালি বিধানসভার অন্তর্গত গুরাপের কংশারিপুর ময়দানে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অসীমা পাত্র, তপন দাশগুপ্ত, অসিত মজুমদার, ডাঃ রত্না দে নাগ, অরিন্দম গুইন, সভাধিপতি রঞ্জন ধারা প্রমুখ।




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া