শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ মে ২০২৪ ২১ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিষ্ণুপুরের প্রচারে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ'কে কড়া আক্রমণ অভিষেক ব্যানার্জির। সৌমিত্র'র দিকে আঙুল তুলে অভিষেকের দাবি, নিজের সহধর্মিনীকে অপমান করা ব্যক্তি কীভাবে দেশের নারীদের উন্নয়ন করতে পারেন? উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। যিনি সৌমিত্র'র প্রাক্তন স্ত্রী। বৃহস্পতিবার এই কেন্দ্রে সুজাতাকে জেতানোর আহ্বান জানিয়ে সৌমিত্র'র প্রতি অভিষেকের অভিযোগ, এই কেন্দ্রের সাংসদকে এলাকায় দেখা যায় না বলেই সাধারণ মানুষের দাবি।
এদিনের মঞ্চ থেকেও সন্দেশখালি নিয়ে সরব হতে দেখা যায় অভিষেককে। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, শুভেন্দুর অঙ্গুলি হেলনেই মহিলাদের দু'হাজার টাকা দিয়ে সাদা কাগজে সই করিয়ে থানায় জমা দেওয়া হয়েছে। যা বলছেন বিজেপির মণ্ডল সভাপতিরাই। এই সভা থেকে সুজাতাকে জেতানোর ডাক দিয়ে অভিষেক বলেন, তৃণমূল বুক দিয়ে আগলে রাখবে লক্ষীর ভান্ডার।