SNU

মঙ্গলবার ১৮ জুন ২০২৪

সম্পূর্ণ খবর

PRAJWAL: বৃহস্পতিবার ভারতে ফিরতে পারেন প্রজ্জল রেভান্ন

Sumit | ১৫ মে ২০২৪ ১৬ : ১২


আজকাল ওয়েবডেস্ক: জাতীয় রাজনীতি বর্তমানে উত্তাল প্রজ্জল রেভান্নকে ঘিরে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে প্রজ্জলের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকেই বিদেশে চলে গিয়েছিলেন তিনি। তবে জানা গিয়েছে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তিনি ফিরতে পারেন। মিউনিখ থেকে বেঙ্গালুরুর একটি টিকিটে তাঁর নাম দেখা গিয়েছে। রেভান্নর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার দিনেই তিনি এই টিকিট বুক করেছেন বলেই জানা গিয়েছে। ১ মে নিজের সামাজিক মাধ্যমে রেভান্ন লিখেছিলেন, বেঙ্গালুরুতে তদন্তে তিনি থাকতে পারছেন না। তবে সিআইডির সঙ্গে কথা বলবেন আমার আইনজীবী। সত্যি সকলের সামনে আসবে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। এই খবর সামনে আসামাত্র বিমানবন্দরগুলিতে সতর্ক করা হয়েছে। রেভান্নর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্লু কর্ণার নোটিশ জারি করা হয়েছে। 
বিশেষ খবর

নানান খবর

ADD

সোশ্যাল মিডিয়াSNU