
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন: ‘মোদি আসলে দেশ শেষ। দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আবার বলছে লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ করে দেবে’। কল্যাণীর সভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। সুর চড়ালেন শ্রীরামপুরের সভা থেকেও। বললেন, ‘বিজেপির এক নেতা বলেছে লক্ষীর ভান্ডার বন্ধ করে দেবে। পারবে না, আমি বলছি ষাট বছর না, সারা জীবন লক্ষীর ভান্ডার চলবে’। এদিন বনগাঁর প্রার্থী বিশ্বজিৎ দাস এবং শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ ব্যানার্জির সমর্থনে জনসভা করেন মমতা। সিএএ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, ইন্ডিয়া জোট একাধিক ইস্যুতে বিজেপিকে বিঁধলেন তিনি। বলেন, ‘বলছে প্রধানমন্ত্রীর গ্যারান্টি। আমি নাম বলছি না। আগেও পাঁচ বছর আগে গ্যারান্টি দিয়েছিল। গ্যারান্টি দিয়ে কথা রাখা গেলে তার মূল্য আছে। কিন্তু কথা যদি না রাখা যায় এবং শুধু বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়, তা হলে তাকে আমি গ্যারান্টি মানি না। মোদীর গ্যারান্টি, ৪২০।
গ্যারান্টি দিয়ে বলছি, আমরা বলেছিলাম লক্ষীর ভান্ডার করে দেবো, দিয়েছি। বিনাপয়সায় রেশন কার্ড দিয়েছি’। শ্রীরামপুরের সভা থেকে মমতা আরও বলেন, ‘তফসিলি, আদিবাসী, ওবিসি সংখ্যালঘু কারোর কোনও অস্তিত্ব থাকবে না। হিন্দুরাও থাকবে না। মোদি একাই থাকবেন। আর দেশটাকে বিক্রি করে দেবেন। তাহলে ঠিক করতে হবে মোদি যাক দেশ থাক। এখানেই শেষ নয় ইন্ডিয়া জোটের আসন নিয়েও এদিন ফের মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট পাবে ২৯৫ থেকে ৩১৫ আসন। আর মোদী ২০০ পার হবে না। মধ্য প্রদেশে হারছে, পাঞ্জাবে হারছে, দিল্লিতে হারছে। কোনও কাজ করেনি। শুধু ঘুরে বেরিয়েছে’। এদিন শ্রীরামপুরের সভায় উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, অরিন্দম গুইন, স্বাতী খোন্দকার সহ পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।