রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MISSING: নির্বাচনের আগেই প্রার্থীর ছবি দিয়ে নিখোঁজ পোস্টার! বিপাকে বিজেপি

Sumit | ১৩ মে ২০২৪ ১৪ : ১৪Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি: নির্বাচনের মাত্র সাত দিন বাকি। রাজনৈতিক দলগুলির তরফে জোরকদমে চলছে প্রস্তুতি পর্ব। তার মধ্যেই বিজেপি প্রার্থীর ছবি দিয়ে নিখোঁজ পোস্টারকে কেন্দ্র করে শোরগোল চুঁচুড়ায়। রাতারাতি বিদায়ী বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির ছবি দিয়ে নিখোঁজ পোস্টারে ছেয়ে গেল চুঁচুড়া। ভোটের মুখেই নিখোঁজ পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। এর আগেও একাধিকবার হুগলির বিভিন্ন জায়গায় লকেট চ্যাটার্জির বিরুদ্ধাচারণ করে পোস্টার পড়তে দেখা যায় লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়। লোকসভা নির্বাচন ঘোষণার পর কানাঘুষো শোনা যায় শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন লকেট। তার কয়েক দিনের মধ্যেই লকেটকে প্রার্থী হিসেবে চান না এই মর্মে, শ্রীরামপুরের একাধিক জায়গায় পোস্টার পড়েছিল। পাশাপাশি পান্ডুয়া, চন্দননগর সহ বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে। শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল সাংসদ লকেট চ্যাটার্জিকে তাঁর সংসদীয় এলাকায় দেখা যেত না। এই অভিযোগ প্রকট হয়ে গত বিধানসভা নির্বাচনে। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে লড়াই করে পরাজিত হন লকেট। পুনরায় হুগলি কেন্দ্রে লকেট চ্যাটার্জিকে প্রার্থী করার পর থেকে বিজেপির এক অংশের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশও দেখা যায়। দিন দুয়েক আগে বিজেপি হুগলি জেলা অফিসের অন্দরে দলীয় বৈঠক চলাকালীন বিজেপির অন্তঃদ্বন্দ্বের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় জেলা কার্যালয়ে একদল বিজেপি নেতা এবং কর্মী স্লোগান দিচ্ছেন। সম্প্রতি বাঁশবেড়িয়ায় বিজেপির দুই পদাধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মূলত প্রার্থীর উপর ক্ষোভ থেকেই তৃণমূলে যোগ দিয়েছেন এমনটাই জানিয়েছেন তারা। রবিবার প্রধানমন্ত্রী চুঁচুড়ায় সভা করলেন। তার পরই দেখা গেলো লকেটের বিরুদ্ধে চুঁচুড়া স্টেশন রোড, ফার্ম সাইড রোড সহ বিভিন্ন জায়গায় প্রার্থীর ছবি ছাপানো পোস্টার মারা হয়েছে। সেই পোস্টারে লেখা "সন্ধান চাই, নিখোঁজ, লকেট মানে পালাই। জানে হুগলি, জানে সবাই। শেষ দেখা গেছে চুঁচুড়ায় ২০২১ সালে ১৮ হাজার ভোটে হারতে।" এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কটাক্ষের সুরে বলেন, লকেটকে দেখা যায়। দেখা যায়না এটা ঠিক নয়। ভোট এলে দেখা যায়। পোস্টার কি তবে তৃণমূল মেরেছে ? সেই প্রসঙ্গে অসিত মজুমদার বলেন, তৃণমূলের কেউ এই সব করেনা। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেছেন যারা অন্ধ তাঁরা দেখতে পায়না। আর তাঁরাই এই সব পোস্টার মেরেছে। 




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24