বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: প্রযোজক, সাহিত্যিক মৌ রায়চৌধুরীর প্রয়াণে শোকস্তব্ধ শিবপ্রসাদ, টোটা, ভাস্বর, সাহেব

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মে ২০২৪ ০২ : ১৮


মৌ রায়চৌধুরীর মধ্যে একাধিক গুণের সমাহার। তিনি সাহিত্যিক, টেকনো ইন্ডিয়া গ্রুপ–এর কো চেয়ারপার্সন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্য, "আজকাল" এর ডিরেক্টর, শিল্পোদ্যোগী। আবার তিনিই প্রযোজক। মঙ্গলবার সেই মানুষটি বরাবরের জন্য ছুটি নিলেন। এই শিক্ষিত, আন্তরিক, নম্র প্রযোজককে হারিয়ে আফসোস টলিউডের। আজকাল ডট ইনের কাছে সে কথা অকপটে জানিয়েছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, ভাস্বর চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়।

টলিউড শিক্ষিত প্রযোজক হারাল
‘‘টলিউডে হয়তো প্রযোজকের সংখ্যা কম নয়। কিন্তু সত্যিকারের শিক্ষিত, বিনয়ী, আন্তরিক প্রযোজকের বড়ই অভাব। এটাই ছিলেন মৌ রায়চৌধুরী’’। মঙ্গলবার ‘বহুরূপী’র শুটের ফাঁকে আজকাল ডট ইনের সঙ্গে শিবপ্রসাদ কথাই শুরু করলেন এই বক্তব্য দিয়ে। তাঁর মতে, প্রয়াত প্রযোজকের ঝুলিতে যেমন একমুঠো ছবি। তার মধ্যে ‘শঙ্খচিল’ জাতীয় পুরস্কারজয়ী। তেমনই ঝুলিতে নানা স্বাদের প্রকাশিত বই। এমন বিরল প্রযোজক কোথায় মেলে? এবং মৌ রায়চৌধুরী প্রযোজিত ছবির তালিকা দেখলেই বোঝা যায়, তাঁর রুচি কত সূক্ষ্ম। শিবু আরও একটি গুণের কথা উল্লেখ করেছেন। জানিয়েছেন, একজন মানুষ উন্নতির শিখরে বসেও কতটা মাটির কাছাকাছি থাকতেন সেটা ওঁকে দেখে বুঝতেন তিনি। তাই কারও সঙ্গে আলাপ হলে তিনি আজীবন তাঁর সঙ্গে সম্পর্ক রেখে গিয়েছেন।

প্রযোজক হিসেবে অতুলনীয়, মানুষ হিসেবেই বা কম কিসে
সন্দীপ রায়ের তিনটি ছবির প্রযোজক মৌ রায়চৌধুরী। তার একটি ‘হিটলিস্ট’। ২০০৯-এর এই ছবির অন্যতম মুখ্য অভিনেতা টোটা রায়চৌধুরী। তিনি আজকাল ডট ইনের কাছে প্রথম খবর শোনেন। সিরিজ ‘নিখোঁজ ২’-এর শুটিং ভুলে সাময়িক স্তব্ধ তিনি। তারপর হালছাড়া গলায় অনুরোধ জানালেন, একটু সময় লাগবে তাঁর। নিজেকে গুছিয়ে নিতে। কিছুক্ষণ পরে বললেন, ‘‘আমার ছবির প্রযোজক মৌ বৌদি। সেটা প্রথম পরিচয়। ছবি শেষ হওয়ার পর মৌ রায়চৌধুরী আমার বৌদি। অসম্ভব ভালমানুষ। সংস্কৃতিমনস্ক, শিক্ষিত। বই পড়তে ভালবাসেন, পড়াতেও।’’ একই ভাবে তিনি টোটার সব কাজ দেখতেন। টোটা ‘ফেলুদা’। মৌ রায়চৌধুরী প্রচণ্ড খুশি হয়ে ফোন করে ফেললেন। জানালেন, এতদিনে মনের মতো ফেলুদা পাওয়া গিয়েছে। অভিনেতা যখন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ‘রোহিত সেন’ তখনও ফোন, ‘‘কী ভাল লাগছে তোমায়!’’ করণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’ দেখেও একই কাজ। টোটার হাহাকার, ‘‘প্রশংসা করতে উদারতা লাগে। হৃদয়ের উষ্ণতা লাগে। আজকের দিনে যা বিরল। মৌ বৌদি চলে গেলেন। এভাবে আমার কাজের আর কে প্রশংসা করবেন?’’




গত বছর বোন চলে গেল, এবছর দিদি
মৌ রায়চৌধুরী অন্যদের। সাহেব চট্টোপাধ্যায়ের তিনি দিদি। আজকাল ডট ইনকে সেকথা অভিনেতা নিজেই জানালেন। সোমবার থেকে তিনি হাসপাতালে, দিদির পাশে। মঙ্গলবার সকালে দিদির নিথর দেহের সামনে উদভ্রান্ত তিনি। ফোনে বললেন, ‘‘কী বলব? দিদিকে অসময়ে হারিয়ে ভাই কী বলতে পারে? আমার যে বড্ড ক্ষতি হয়ে গেল!’’ গায়ক-অভিনেতা যখনই কোনও সমস্যায় পড়েছেন পাশে পেয়েছেন দিদিকে। মৌ রায়চৌধুরীর নিজের ভাই আর সাহেবের মধ্যে কোনও দিন কোনও ফারাক করেননি। তাই প্রতি রাখিতে হাতে রাখি পরিয়ে ভাইয়ের শুভকামনা করতেন। ভাইয়ের আয়ু চেয়ে ভাইফোঁটা দিতেন। সাহেবের দাবি, খুব কম মানুষ এত উজাড় করা ভালবাসা পায়। তিনি তার মধ্যে একজন। যতদিন কাছে ছিলেন, আগলে, জড়িয়ে থেকেছেন। তাই সেই বাঁধন আলগা হতেই অন্তরে টান পড়েছে। সাহেবের ভাষায়, ‘‘মৌদির মতো ভালবাসতে আমি আজও আর কাউকে দেখলাম না। তুতো বোনের মৃত্যুতে খুব ভেঙে পড়েছিলাম। মৌদি মাথায় হাত রেখেছিলেন। এবার নিজেই চলে গেলেন। কার কাছে স্বান্তনা খুঁজব?’’

আমার বইয়ের একনিষ্ঠ পাঠক হারালাম
ছবি, অভিনয় নিয়ে কোনও দিনই ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়নি। যাবতীয় কথা সাহিত্য নিয়ে। অভিনেতার লেখা বই ঘিরে। সেই জায়গা থেকেই তাঁর মনখারাপ, ‘‘প্রত্যেকটা বই খুঁটিয়ে পড়তেন। প্রত্যেকটা বই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন। ছোট মেয়ের মতো কত প্রশ্ন করতেন। মৌদির সঙ্গে আমার আদানপ্রদান এমনই। ওঁর প্রয়াণ মানে আমার এক একনিষ্ঠ পাঠককে হারালাম।’’ ভাস্বর এদিন শুটিংয়ের কারণে শহর থেকে বেশ কিছুটা দূরে। ফলে, শেষ দেখাও দেখতে পাননি। তাই নিয়ে দুঃখ করেছেন, ‘‘শেষ দেখাটাও দেখতে পেলাম না! সারা জীবন এই আক্ষেপ আমায় কুরে কুরে খাবে।’’ শুধু ভাস্বরের বই পড়তেন না, মৌ রায়চৌধুরী অভিনেতাকে নিজের লেখা কবিতার বইও উপহার দিয়েছেন। এবারের জন্মদিনে আলিয়া বইপ্রকাশের সময় তাঁকে তাঁর প্রিয় দিদি আবদার করেছিলেন, আগামী বইমেলায় ভাস্বর যেন আজকাল প্রকাশনার জন্য কলম ধরেন। পাশাপাশি, আলোর উপত্যকা পড়ে অভিনেতার সঙ্গে কাশ্মীর বেড়াতে যাওয়ার সাধ জেগেছিল তাঁর। আবার অসুস্থ হয়ে পড়লে এই ভাস্বরই তাঁর প্রধান সহায়! ভাস্বরের কথায়, ‘‘আমার একটি বইয়ে লিখেছিলাম, ঈশ্বরও মাঝমধ্যে ভুল করেন। কথাটা খুব পছন্দ ছিল দিদির। আমায় বলেছিলেন, কী করে এই বিষয়টি উপলব্ধি করলাম! আজ মনে হচ্ছে, খুব ভুল লিখিনি। মৌদির বেলায় ঈশ্বরের হিসেবনিকেষে সত্যিই বড় ভুল থেকে গেল।’’ 








বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

১২ বছর পর ফের জুটিতে সইফ-করিনা! ফ্যামিলি ড্রামা না থ্রিলার? কোন গল্প ফুটিয়ে তুলবেন?...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



05 24