রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Akhilesh Yadav: লক্ষ্য পুরনো আসনে জিতে ফেরা, কনৌজে প্রেস্টিজ ফাইট অখিলেশের

Riya Patra | ২৫ এপ্রিল ২০২৪ ১৮ : ৩৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: কনৌজ এবং সমাজবাদী পার্টি একসময়ে একসঙ্গেই প্রায় উচ্চারিত হত। ১৯৯৮ থেকে টানা ওই কেন্দ্র থেকে কনৌজ ছিল সপার। তবে ছন্দপতন ঘটে ২০১৯-এ। কনৌজ থেকে গত লোকসভা ভোটে নির্বাচন লড়েছিলেন অখিলেশ পত্নী ডিম্পল যাদব। বিজেপির প্রার্থী সুব্রত পাঠকের কাছে ১২হাজার ভোটে হারেন ডিম্পল। এবার সেই কনৌজ পুনরুদ্ধারে নামছেন অখিলেশ। এর আগে ওই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে তাঁর তেজ প্রতাপের নাম ঘোষণা করেছিল দল। কিন্তু শেষ মুহূর্তে তাঁর নাম সরিয়ে কনৌজে বাজি লড়ছেন অখিলেশ নিজে। অখিলেশের আগে তাঁর বাবা মুলায়মও এই আসন থেকে ভোট লড়েছেন। অখিলেশ মুখ্যমন্ত্রী পদে বসার পর ওই আসন থেকে সরে দাঁড়ান।অখিলেশ কনৌজ থেকে সরে গেলে ডিম্পল প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান। তবে পরে, ২০১৯ সালের ভোটে পরাস্ত হন ডিম্পল। বৃহস্পতিবার নিজের কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়ে অখিলেন বলেন, এই ভোটে সমাপ্ত হবে বিজেপির নেতিবাচক রাজনীতির। তাঁর এই কেন্দ্র থেকে ভোট লরা প্রসঙ্গেও বলেন, দলের নেতা কর্মীরা চেয়েছিলেন তিনি কনৌজ ত্থেকেই লড়ুন। সেই কারণেই এই সিদ্ধান্ত।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24