শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: বাঙালি হিন্দু-মুসলমান দুটো ভোট এক হলেই ৭০ শতাংশ: মমতা

Riya Patra | ১৭ এপ্রিল ২০২৪ ১৭ : ৪৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে দেশে প্রথম দফার ভোট। রাজ্যে প্রার্থীদের সমর্থনে প্রচারের পর এবার রাজ্যের বাইরে প্রচারে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার অসমের শিলচরে নির্বাচনী প্রচার করলেন মমতা ব্যানার্জি। শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর বক্তব্যে ক্ষোভ, কটাক্ষ প্রকাশ পেল কেন্দ্রের প্রতি। ভিন রাজ্যে অনেক সময় বাধা হয় ভাষা। তবে শুরুতেই মমতা জানালেন, তিনি সে রাজ্যের ভাষা বোঝেন, অর্থাৎ বুঝবেন মানুষের কথাও। মোদির মতো টেলি প্রম্পটার দেখে দেখে বলছেন না যে সেকথাও বললেন। মমতার মুখে নিজেদের ভাষা শুনে উচ্ছ্বসিত হন উপস্থিত সকলে। মমতা এদিন মনে করালেন, সর্বধর্ম সমন্বয় কে ভালোবাসে তাঁর দল, ভাগাভাগি করে বাঁচায় বিশ্বাসী নয়। অসমে দাঁড়িয়ে তাঁর বক্তব্যে উঠে এল এনআরসি-ক্যা প্রসঙ্গ। তাঁদের আন্দোলনের দিনে যে কলকাতা থেকে তিনিও পাশে থেকেছেন সর্বত্র মনে করালেন সেকথাও। গলায় "দেশজুড়ে বিজেপির তান্ডব", "অত্যাচারের" বিরুদ্ধে ক্ষোভ। মমতা এদিন বলেন, শুধু বাঙালি হিন্দু-মুসলমান, দুটো ভোট এক হলে ৭০ শতাংশ আপনারা, আসামি ভাই বোনেরা ৩০ শতাংশ। সেই লড়াইয়ের জন্য তৈরি হওয়ার বার্তা দেন তিনি। বলেন, তৃণমূল কংগ্রেস জিতলে ক্যা, এনআরসি, অভিন্ন দিওয়ানি বিধি হতে দেবেন না। নির্বাচন প্রসঙ্গে মমতা বলেন, "এই নির্বাচন হতে যাচ্ছে ভয়ঙ্কর। এত কালো, কলূষিত নির্বাচন আগে কখনও আপনারা দেখেননি। গর্ভনমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি।" নবরাত্রি, খাদ্যাভাস নিয়েও এদিন সুর চড়ান মমতা। বলেন, "কে কী খাবেন , কে কী পরবেন সেটা তাঁদের স্বাধীনতা। আপনি বলতে পারেন না মানুষ কী খাবে।" রামনবমীতে দাঙ্গা নিয়ে এদিন ফের সতর্ক করেন তিনি। বলেন, দাঙ্গা করেই আদতে ভোটে ফায়দা তুলতে চায় বিজেপি। বাংলার সরকার রাজ্যবাসীদের কী কী প্রকল্পের সুযোগ দেয়, সেকথাও উল্লেখ করেন বাংলার মুখ্যমন্ত্রী। অসমে দাঁড়িয়ে মমতা বারবার মনে করালেন, বাংলা রয়েছে পাশে। আজকের বক্তব্যে বললেন, এই সভা কেবল একটা ট্রায়াল, ফাইনাল এখনও বাকি, তিনি ফের যাবেন অসমে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24