রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | ফোনের ওপারে এআই দিয়ে নকল কণ্ঠ, সাইবার অপরাধে এসেছে নতুন কায়দা

Pallabi Ghosh | ১০ এপ্রিল ২০২৪ ১২ : ১৭Pallabi Ghosh


অরিজিৎ চ্যাটার্জি: আপনার সন্তান পড়াশোনার জন্য বা কর্মসূত্রে বাইরে থাকে। প্রতিদিন আপনার সঙ্গে তার কথা হয়। আপনি আর পাঁচটা দিনের মতো ঘরের কাজে ব্যস্ত। একটি অচেনা নম্বর থেকে আপনার মোবাইলে একটি ফোন এল। ফোন তুলতেই পুলিশ অফিসার সেজে এক ব্যক্তি বলে উঠল, ‘‌আপনার সন্তান অপরাধ করেছে। ওকে মারধর করা হয়েছে।’‌ শুধু তাই নয়, ওপার থেকে আপনি আপনার সন্তানের কান্নার শব্দও শুনতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই আপনি উতলা হয়ে উঠবেন। সে সময়ই ফোনের ওপারে থাকা পুলিশ অফিসার মামলা মীমাংসা করার নামে আপনার থেকে টাকা চাইবেন। আপনিও সন্তানের মুখের দিকে চেয়ে দু’‌বারও ভাববেন না। আর এখানেই সাধারণ মানুষ, বিশেষত অভিভাবকদের সাবধান করছে কলকাতা পুলিশ। বলা হচ্ছে, কষ্টার্জিত টাকা হাতানোর জন্য এটি সাইবার অপরাধীদের নয়া পদ্ধতি। গত ২ মাসে শহরজুড়ে বহু মানুষের কাছে এ ধরনের ফোন এসেছে।
সন্তানরা বাইরে থাকলে বাবা–‌মায়েরা অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। ছবি–‌ভিডিও, ভয়েস নোট ইত্যাদি আদান–প্রদানও হয়। আর সাইবার জালিয়াতরা এসব জিনিস সবসময় নজরে রাখছে। তৈরি করছে ডেটাবেস। এরপরেই শুরু হচ্ছে জালিয়াতি। ঠিক কী করছে প্রতারকরা?‌ প্রথমে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সন্তানদের কণ্ঠস্বর মিলিয়ে ভুয়ো কণ্ঠস্বর বানানো হচ্ছে। তারপর কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের নাম করে অথবা কখনও ভিন্‌ রাজ্যের পুলিশের কর্তার নামে ফোন করা হচ্ছে টার্গেটদের। অচেনা নম্বর থেকে অভিভাবকদের মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে উর্দিধারী পুলিশ অফিসারের ছবি। ফোন ধরতেই ওপার থেকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলা হচ্ছে, ‘‌আপনার সন্তান গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছে। তাই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতকে মারধরও করা হয়েছে।’‌ প্রমাণ স্বরূপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বানানো সন্তানের নকল কণ্ঠস্বর ও কান্না শোনানো হচ্ছে। এরপর উদ্বিগ্ন অভিভাবককে মামলা মীমাংসার প্রস্তাব হিসেবে মোটা টাকা পাঠাতে নির্দেশ দিচ্ছে ফোনের ওপারে থাকা ভুয়ো পুলিশ। শুধু তাই নয়, দাবি না মানা হলে সন্তানকে ক্রিমিনাল কেসে জড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে। গত ২ মাসে শহর ও শহরতলির বহু বাসিন্দাই এই ধরনের ফোন পেয়েছেন।
বিষয়টি লালবাজারের নজরে আসতেই সাইবার অপরাধের অফিসিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে সাবধানতা বার্তা প্রচার করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘‌ফোনে হঠাৎ সন্তানের কান্না শুনে বিচলিত না হয়ে ফোনের সত্যতা যাচাই করতে নিকটবর্তী থানা অথবা প্রয়োজনে ১০০ নম্বরে কল করুন।’‌ ইতিমধ্যেই সাইবার অপরাধ শাখায় এই ধরনের ফোন আসার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন ডিপফেক পদ্ধতি ব্যবহার করে সন্তানের কান্না নকল করা হচ্ছে। জালিয়াতরা ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স (‌আইভিআর)‌ প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ফোন করছে। মূলত কাস্টমার কেয়ার এগ্‌জিকিউটিভরা এই প্রযুক্তি ব্যবহার করেন। কারা এ ধরনের ঘৃণ্য অপরাধের চক্র পরিচালনা করছে, তার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।‌




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

কলকাতায় তামিলনাড়ুর আদিযোগী শিব মূর্তি, জানুন কোথায় গেলে মিলবে দর্শন...

গণেশের বিয়ের আয়োজনে 'সবাই', কী করলেন দুই স্ত্রী!...

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, তালিকায় নাম রয়েছে বিরূপাক্ষ, অভীকেরও...

RG Kar Incident: আরজি করের ঘটনায় প্রধান অভিযুক্তকে আদালতে পেশ, সিবিআই আইনজীবী কোথায়? প্রশ্ন তৃণমূলের...

শীঘ্রই আসছে...

Kumortuli: আরজি করের ঘটনার প্রভাব? পুজোর আগে খাঁ খাঁ করছে কুমোরটুলি, চিন্তায় মৃৎশিল্পীরা...

তবে কি জামিন দিয়ে দেব? আরজি কর মামলায় ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন...

RECLAIM THE NIGHT: মাস পেরিয়ে আবার রাত দখলের ডাক, সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন সুবিচার চাইতে আন্দোলন ...

ডিউটিতে পরিবর্তন, সরকারি হাসপাতালে রবিবারও হাজির থাকতে হচ্ছে সিনিয়র চিকিৎসকদের ...

বিরূপাক্ষকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যোগ দিতে পারবেন না কাজে ...

সাগর দত্তে ধুন্ধুমার, কাউন্সিলরের বৈঠক চলাকালীন জোর করে ভেতরে ঢোকার চেষ্টা ...

আশা করছি কেন্দ্রীয় স্তরে এরকম কিছু ঘটলে পুরস্কার ফেরত দেবেন, রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়া শিল্পীদের উদ্দেশ্যে ব্র...

তৎপর মমতা, বিজেপি শাসিত হরিয়ানায় খুন পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিল বাংলার সরকার  ...

বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ! আগামিকাল নাও হতে পারে আরজি কর মামলার শুনানি ...

সিঁথির মোড়ে আবাসনের তলায় মুখ থুবড়ে পড়ে দেহ, রক্তাক্ত যুবককে ঘিরে আতঙ্ক...

Kolkata Hotel: শহরের পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার দুই বোন! ঘটনায় গ্রেপ্তার ২...

Kolkata: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের নীচে পড়লেন আরোহী, ভর্তি হাসপাতালে ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24