রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Abhishek Banerjee: রবিবার ঘাটালে অভিষেকের রোড শো

Pallabi Ghosh | ০৩ এপ্রিল ২০২৪ ১৫ : ৩৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। উত্তরবঙ্গ থেকে ফিরে রবিবার ঘাটালে রোড শো-এ হাজির থাকবেন অভিষেক। ২৫ মে ঘাটালে ভোট। হাতে এখনও প্রায় দুই মাস সময়। কিন্তু আগেভাগেই ঘাটালে পৌঁছে দলের হয়ে প্রচারে নামছেন অভিষেক। রবিবারের এই রোড শোয়ে অংশ নেবেন তৃণমূল প্রার্থী দেবও।
লোকসভা নির্বাচনের আগে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তারকা, রাজনীতিক দেব। এর আগে ঘাটালের একাধিক প্রশাসনিক পদ থেকে ইস্তফাও দেন। রাজনীতি থেকে তাঁর সরে আসার জল্পনা যখন তুঙ্গে, সেই সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেকের সঙ্গে বৈঠক করেন দেব। এই বৈঠকের পর, নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেব জানিয়ে দেন, ফের ঘাটাল থেকেই তিনি ভোটে লড়ছেন।
তৃণমূলের নবজোয়ার যাত্রা চলাকালীন ঘাটালে শেষবার গিয়েছিলেন অভিষেক। এবার দেব-গড়েই ভোটের প্রচারে দেখা যাবে তাঁকে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24