সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Yusuf Pathan: বহরমপুরে প্রচারে আসবেন ইরফানও, জানালেন ইউসুফ

Kaushik Roy | ২৫ মার্চ ২০২৪ ১৭ : ৫৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ব্যস্ত সূচি শেষ হলেই দাদা ইউসুফ পাঠানের জন্য বহরমপুরে নির্বাচনী প্রচারে আসবেন ভাই ইরফান পাঠান। সোমবার বহরমপুরে একটি দোল উৎসবে অংশগ্রহণ করে এমনই জানালেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ। এদিন দোল উৎসব উপলক্ষে বহরমপুর পুরসভার ইন্দ্রপ্রস্থ এলাকায় রতন স্মৃতি উদ্যানে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে অটোগ্রাফ এবং সেলফির আবদার মেটাতে দেখা যায় তাঁকে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর প্রিয় রং নীল- সাদা প্রসঙ্গে বলতে গিয়ে ইউসুফ বলেন,"সাদা রং শান্তির প্রতীক।

আমি দীর্ঘদিন নীল রংয়ের জার্সি পড়ে দেশের হয়ে খেলেছি। তাই নীল-সাদা রঙের গুরুত্ব আমার জীবনেও অপরিসীম। রঙের উৎসব হোলিতে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। বহরমপুরের মানুষ যেভাবে আমাকে অভ্যর্থনা দিচ্ছে তাতে আমি অভিভূত। মাঠের বাইরে যে ভালোবাসা আমি পাচ্ছি তার বদলে আমার তাদের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে।" এরপরই ইউসুফ জানান , "ইরফান আইপিএল নিয়ে এখন একটু ব্যস্ত। সুযোগ পেলেই সে এখানে আমার হয়ে প্রচারে আসবে। তাছাড়া আগামী পাঁচ বছর আমি বহরমপুরে থাকতে এসেছি। এই সময়ের মধ্যে আরও বিখ্যাত ক্রিকেটাররা এখানে আসতেই থাকবে।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



03 24