বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | WB Police: পশ্চিমবঙ্গ পুলিশে ১০৭১৯ নিয়োগ

Kaushik Roy | ১১ মার্চ ২০২৪ ১৭ : ০৫Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ পুলিশে ১০২২৫ (‌পুরুষ ৭২২৮, মহিলা ৩০২৭)‌ শূন্যপদে কনস্টেবল নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এক নজরে এবারের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

কারা আবেদন করবেন: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কোনও স্কুল থেকে মাধ্যমিক বা স্বীকৃত কোনও বোর্ড থেকে সমতুল দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১ জানুয়ারি, ২০২৪–এর নিরিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারছেন। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ঊর্ধ্বসীমায় প্রযোজ্যমতো ছাড় পাবেন।
সঙ্গে নির্ধারিত শারীরিক মাপ ও দৈহিক সক্ষমতার অধিকারী হওয়ার পাশাপাশি প্রার্থীর বাংলা ভাষায় দখল থাকা প্রয়োজন (‌দার্জিলিং ও কালিম্পং জেলার স্থায়ী অধিবাসী বাদে)‌। আগের মতোই শূন্যপদের মধ্যে সিভিক ভলান্টিয়ার (‌সিভি)‌, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার (‌ভিপিভি)‌, হোমগার্ড, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের সদস্যদের জন্যও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

প্রার্থী বাছাই কীভাবে: শুরুতে লিখিত পরীক্ষা (‌প্রিলিমিনারি রিট্‌ন টেস্ট)‌। ১ ঘণ্টা মেয়াদের মাল্টিপল চয়েস ধাঁচের ও ১০০ পূর্ণমানের প্রশ্নপত্রে পরীক্ষা। বিষয় বিভাজন— জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ (২৫)‌, ইংলিশ (‌১০)‌, মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স (‌২৫)‌, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস (‌২৫)‌। এতে উতরোলে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (‌পিএমটি)‌ বা দৈহিক মাপজোকের পরীক্ষায়। এর পরেই হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (‌পিইটি)‌ বা দৈহিক সক্ষমতার পরীক্ষা। এখানে মূলত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব (‌পুরুষদের ক্ষেত্রে সাড়ে ৬ মিনিটের কমে ১৬০০ মিটার, মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটের কমে ৮০০ মিটার ইত্যাদি)‌ দৌড়তে হবে। শেষে থাকবে ১৫ নম্বরের ইন্টারভিউ।

আবেদনের পদ্ধতি‌: https://prb.wb.gov.in বা wbpolice.gov.in ওয়েবসাইট দুটির মাধ্যমে আবেদন করা যাচ্ছে। পরীক্ষার ফি ১৫০ টাকা, সার্ভিস চার্জ ২০ টাকা অতিরিক্ত। এরাজ্যের তফসিলি প্রার্থীদের কোনও ফি লাগছে না, সার্ভিস চার্জটুকুই দিতে হবে। রেজিস্ট্রেশন ও ফি জমার শেষ তারিখ ৫ এপ্রিল। যোগ্যতা, প্রার্থীবাছাই, প্রয়োজনীয় নথি ইত্যাদি বিশদ তথ্য আগে লেখা ওয়েবসাইটে।

কনস্টেবল নিয়োগের সঙ্গেই রাজ্য পুলিশে ৪৬৪ সাব–ইনস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২৬৪ পদ আনআর্মড (‌অস্ত্রবিহীন)‌ ব্রাঞ্চে যার মধ্যে ১৬৪টি পুরুষ ও ১০০টি মহিলাদের জন্য সংরক্ষিত। সঙ্গে রয়েছে আর্মড (‌সশস্ত্র)‌ ব্রাঞ্চে ২০০ পুরুষ সাব–ইনস্পেক্টরের শূন্যপদ। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্র‌্যাজুয়েটরা ১ জানুয়ারি, ২০২৪–এর নিরিখে ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারছেন। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় প্রযোজ্য হবে। সঙ্গে নির্ধারিত দৈহিক মাপকাঠির শর্তাবলি পূরণ করতে হবে। বাংলা ভাষায় প্রার্থীর দখল থাকতে হবে। প্রার্থী বাছাইয়ে প্রথমেই হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা। ২০০ নম্বর পূর্ণমান ও ৯০ মিনিট মেয়াদের পরীক্ষার বিষয় বিভাজন এরকম:‌ জেনারেল স্টাডিজ (‌৫০টি প্রশ্ন, প্রতিটি ২ নম্বর)‌, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিসিস (‌২৫×২), অ্যারিথমেটিক (‌২৫×২)‌। ভুল উত্তরে নেগেটিভ মার্কিং হবে। এতে উতরোলে ডাকা হবে পিএমটি এবং পিইটি–র জন্য। পিইটি–তে পুরুষদের ৩ মিনিটের কমে ৮০০ মিটার এবং মহিলাদের ২ মিনিটের মধ্যে ৪০০ মিটার দৌড়তে হবে। এতে উতরোলে ডাকা হবে ২০০ পূর্ণমানের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এগজামিনেশনে বসার জন্য। এখানে তিনটি পেপার। ১ নং পেপারের পূর্ণমান ‌১০০ ও সময়সীমা ২ ঘণ্টা (‌জেনারেল স্টাডিজ–৫০, রিজনিং–২৫, অ্যারিথমেটিক–২৫)‌;‌ পেপার নং ২–এর পূর্ণমান ৫০ ও সময় ১ ঘণ্টা (‌ইংরেজি)‌;‌ পেপার ৩–এর জন্য বরাদ্দ ৫০ ও সময় ১ ঘণ্টা (‌বাংলা অথবা হিন্দি বা নেপালি বা উর্দু)‌। এতেও উতরোলে শেষে ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট। রাজ্য পুলিশের https://prb.wb.gov.in ও wbpolice.gov.in দুটি ওয়েবসাইটেই আবেদন করা যাচ্ছে। আবেদনের ফি ২৫০ টাকা, সার্ভিস চার্জ ২০ টাকা। এরাজ্যের তফসিলিদের শুধুমাত্র সার্ভিস চার্জ দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল। বিশদ তথ্য ওয়েবসাইটে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

চলন্ত নাগরদোলা থেকে পড়ে গিয়ে তরুণীর মৃত্যু গোসাবায়, এলাকায় শোকের ছায়া...

তমলুকে পানীয়তে বিষ মিশিয়ে দশম শ্রেণির ছাত্রীকে হত্যা, মৃত্যু হল অসুস্থ বান্ধবীরও...

প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...

শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...

বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?‌...

বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...

লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...

দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...

উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...

হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...

গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...

জীবিতকে মৃত দেখিয়ে কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টা, পুলিশকে অভিযোগ পঞ্চায়েতের...

ফের টার্গেট মালদার তৃণমূল নেতৃত্ব, মানিকচকের বিধায়ককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ...

সরস্বতী পুজোয় পড়ানো হল পরিবেশ সচেতনতার পাঠ, অভিনব উদ্যোগ রাজ্যের এই স্কুলে...

বনকর্মীদের সামনেই জেসিবি'র সঙ্গে হাতির লড়াই ডুয়ার্সে,  ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা...

স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ, গ্রেপ্তার ওই স্কুলেরই সহকারী শিক্ষক!...



সোশ্যাল মিডিয়া



03 24