বুধবার ১১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: রাজনীতি নয়, বড়পর্দার পরিচালক হব, তাই পুলিশের পোশাক খুললাম: প্রসূন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মার্চ ২০২৪ ২৩ : ১৩


পেশাজীবন শেষ হতে আরও ছ’বছর বাকি। ছ’টা বছর কম সময় নয়। রায়গঞ্জের আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় সে সব না ভেবেই প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন। অনেকটাই যেন উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢঙে। তাঁর পেশাজীবনের আয়ু অবশ্য আর কয়েক মাস ছিল। তাঁর ইস্তফা এবং রাজনীতিতে যোগদানের পরেই প্রসূনের ইস্তফা ইতিমধ্যেই দু"জনকে এক পংক্তিতে বসিয়ে দিয়েছে। রাজ্য রাজনীতি তোলপাড়, প্রসূনও নাকি রাজনীতিতেই আসছেন। জোর জল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন নাকি রায়গঞ্জ বা বালুরঘাট আসন থেকে প্রার্থী হতে চলেছেন। প্রসূনের আরও একটি পরিচয়, তিনি অভিনেতা। ছোটপর্দা, সিরিজ, মঞ্চে দাপিয়ে বেড়ান। এই জায়গা থেকেই আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন? জবাবে আজকাল ডট ইনকে তিনি প্রথম বললেন, ‘‘মানুষ এরকম ধারণা করে নিলে আমার কিচ্ছু করার নেই। আমি বিনোদন দুনিয়ায় পুরোপুরি আসব বলেই প্রশাসনের পোশাক গা থেকে খুলে ফেললাম।’’ আগামীতে বড়পর্দার পরিচালক হয়ে ফিরছেন প্রসূন। নিজের লেখা গল্প ‘একাত্তরে একা’র ছায়ারূপ নিয়ে। ছবির সংলাপ লিখবেন লীনা গঙ্গোপাধ্যায়। অনসূয়া মজুমদারের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তিনি প্রসূনের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন।

প্রসূন প্রশাসক হিসেবে যতটা সৎ অভিনেতা হিসেবেও ততটাই নিষ্ঠাবান। ‘মোহর’, ‘দেশের মাটি’-সহ লীনা গঙ্গোপাধ্যায়ের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা। মঞ্চেও তাঁর দাপট তেমনই। আড্ডা টাইমস, ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে তাঁর ছবি রয়েছে। একই সঙ্গে তিনি লেখক। গত বইমেলায় তাঁর বই ‘মুখোশ’ ভাল সাড়া ফেলেছে। পাশাপাশি, তিনি জনদরদী। আম্ফান, কোভিডের সময় তাঁর সেই রূপ প্রকাশ পেয়েছে। কিন্তু কোনওটাতেই তিনি নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর যুক্তি, ‘‘জাতীয় পুরস্কার পেতে গেলে পুরো সময় বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে হয়। এভাবে আধাআধি থাকলে কোনওটাই সম্পূর্ণ ভাবে পাওয়া হয় না। তাই অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে সেটা বাস্তব হল।’’ তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন লীনা? প্রাক্তন প্রশাসকের দাবি, ‘‘ম্যাডাম সব সময় বলেন, মন থেকে যে কাজে সায় পাবে সেটাই করবে।’’

‘একাত্তরে একা’ একা এমন এক নারীর গল্প যিনি প্রান্তবাসিনী, একাকিনী। পূর্ণতা পাওয়ার সময় শূন্যতা তাঁকে গ্রাস করেছে। তিনি পিছনে ফিরে নিজের জীবন দেখেছেন। আরও রিক্ত হয়ে পড়েছেন। প্রসূনের দাবি, ‘‘এই বয়সের মানুষদের কথা খুব কম বলা হয়। এঁদের জীবন সম্পর্কে খুব কম জনের আগ্রহ। আমি তাই এই বয়সের এক নারীকে সবার সামনে তুলে ধরতে চলেছি।’’ জানিয়েছেন, অনসূয়ার অভিনয় তাঁর ভাল লাগে। তিনি তাঁকে গল্প শুনিয়েছেন। অভিনেত্রীরও ভাল লেগেছে। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়িই ছবির শুট শুরু হবে। যেহেতু তিনি দু"দফায় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন তাই দিনাজপুরকে প্রসূন হাতের তালুর মতো চেনেন। রাজ্যের মধ্যে সর্ববৃহৎ এই জেলাকে নিয়েও তথ্যচিত্র বানানোর পরিকল্পনা রয়েছে তাঁর। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ছোট্ট ‘মুসাফা’ হয়ে ওঠার জন্য খুদে আব্রাম কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল? এই প্রথম ফাঁস করলেন স্বয়ং শাহরুখ...

‘আসবেন না অনুষ্ঠানে’, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি রাজনীতিকদের তোপ সোনুর! কিন্তু কেন?...

‘ভুল ভুলাইয়া ৩ সুপারহিট, তবু ইন্ডাস্ট্রির সমর্থন পাব না!’ বিস্ফোরক কার্তিকের নিশানায় কারা? ...

জল্পনা সত্যি করে ‘বেবি জন’-এ হাজির সলমন, ছবির ঝলকে ‘টাইগার’কে দেখে কেন ক্ষেপল নেটপাড়া?...

‘ভূত বাংলো’র সামনে লন্ঠন হাতে একা অক্ষয়! গা-ছমছমে পোস্টার দেখিয়ে ছবি মুক্তির তারিখ ঘোষণা ‘খিলাড়ি’র ...

পর্দার জন্য নয়, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মেম বউ' সিরিয়ালের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় ...

'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?...

অন্তর্বাস না পরা থেকে পাজামা খুলে যাওয়া, ‘জগন’-এর কথা বলতে গিয়ে আবেগে ভেসে আর কী বললেন সুব্রত?...

অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...

‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...

‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে এক বিন্দুতে মা হারা-কিশোরের যন্ত্রণাকে মেলায় গৌতমের ‘পরিক্রমা’ ...

গ্লোবের পাঁচ টাকার টিকিট, উথালপাথাল প্রেম এবং ‘গডফাদার’...

জন্মদিনে শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা! শাশুড়ি-বউমার কেমন রসায়ন বোঝাতে চাইলেন করিনা?...

পুষ্পা ২’র বাজিমাত! সব রেকর্ড ভেঙে চুরমার, তৃতীয় দিনে অল্লু অর্জুনের ছবির ঝুলিতে কত আয়? ...

‘আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই! বাংলা ভাষা আমার গর্ব ’, অকপট ইমন চক্রবর্তী ...



সোশ্যাল মিডিয়া



03 24