বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Theater: রাজনীতির উর্ধ্বে উঠে সরকারি নাট্যমেলার আয়োজন প্রশংসনীয়: কৌশিক।। নাট্যদলের ভর্তুকি প্রয়োজন: ব্রাত্য

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৪ : ৩৮


রবীন্দ্রসদনে শনিবার উদ্বোধন হল ২৩তম নাট্যমেলার। ৩-১৩ ফেব্রুয়ারি, ১০ দিন ধরে চলবে এই মেলা। নাটক দেখানো হবে রবীন্দ্রসদন, গিরীশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, বিশ্ববাংলা কনভেনশন সেন্টার, ইউনিভার্সিটি ইন্সটিটিউট মঞ্চ, তৃপ্তি মিত্র নাট্যগৃহে। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন কৌশিক সেন। উদ্বোধনের দিন শুধুই রবীন্দ্রসদনে নাটক মঞ্চস্থ হল। মেলার প্রথম নাটক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘দায়বদ্ধ’। এতে মন্ত্রী পার্থ ভৌমিক অভিনয় করেন। আয়োজনে নৈহাটি ব্রাত্যজন নাট্যদল। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন কৌশিক, মন্ত্রী ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, দেবশঙ্কর হালদার, নাট্য একাডেমির সচিব প্রমুখ। উদ্বোধনী বক্তৃতায় কৌশিক বলেন, ‘‘দীর্ঘদিন যাঁরা নাট্যশিল্পের সঙ্গে যুক্ত তাঁদের একটা অন্তর্দৃষ্টি আছে বলে আমি মনে করি।’’ 



একই সঙ্গে নাট্যশিল্পকে চাঙা করতে রাজ্য সরকারের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, ‘‘রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গে সরকারের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। আমি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। কিন্তু এই একটি জায়গায় আমি রাজ্য সরকারের সমর্থক। শুধু নাটকের টানে আজ আমি এই মঞ্চে। আগামীতেও যে কোনও প্রয়োজনে নাট্য একাডেমি আমায় পাবে।’’



ব্রাত্য বসু বলেন, ‘‘মঞ্চশিল্পকে চাঙা করতে নাট্যদলকে ভর্তুকি দিতে হবে। আমার কাছে খবর আছে, কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকার ঘনিষ্ঠ বা সরকারপক্ষের কোনও ব্যক্তিঘনিষ্ঠ নাটকের দল বা একাধিক দলকে চিহ্নিত করে তাদের ছবি পাঠানোর কাজ শুরু করেছে। ভবিষ্যতে তাদের সরকারি অনুদান পাওয়ার বিষয়টিও নতুন করে খতিয়ে দেখছে। রাজ্য সরকার সেই পথে না হেঁটে, রাজনৈতিক পরিচয় না দেখেই সবাইকে সমান ভাবে নাট্যমেলায় সুযোগ দিচ্ছে।’’

নাট্য একাডেমির পক্ষ থেকে দেবশঙ্কর এদিন সবাইকে শুভেচ্ছা জানান। নাটক দেখার অনুরোধ করেন। বলেন, ‘‘দর্শকেরা এসে সভাগৃহ ভর্তি করে দেখলে তবেই নাট্যমেলা সার্থক।’’ তাঁর যুক্তি, খেলা, ছায়াছবির মতো একাধিক বিনোদন থাকার পরেও দর্শক নাটক দেখতে ভালবাসেন নিজেকে নতুন করে আবিষ্কারের নেশায়। একমাত্র নাটক নিজেকে খুঁজে দেখার সুযোগ করে দেয়। অর্পিতা বলেছেন, ‘‘২০১১-য় শাসকদল মেলার দায়িত্বগ্রহণের পর বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘লক্ষ্য রেখো, মেলাটা যেন কলকাতাকেন্দ্রিক না হয়ে যায়।’ তাই আমরা যতদূর সম্ভব জেলার কথা ভেবেছি। তারই ফলশ্রুতি ২৪২টি দলের যোগদান।’’ দর্শকদের প্রতি তাঁর আহ্বান, এক জায়গায় বসে এত নাটক একসঙ্গে দেখার সুযোগ খুব কমই হয়। তাই কেউ যেন এই সুযোগ না হারান। শ্যামবাজার অন্য দেশ, কল্যাণী কলামণ্ডলম, পিএলটি প্রমুখ।



এদিন উপস্থিত বিদগ্ধজনদের হাতে নাট্যপত্রের উদ্বোধনও হয়। মেলায় পূর্ণ দৈর্ঘ্যের নাটকের পাশাপাশি স্বল্প, পথনাটিকা, পুতুল নাটক, মূকাভিনয়, অন্তরঙ্গ নাটক দেখানো হবে। একই সঙ্গে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় ‘তাপস সেন ১০০’ প্রদর্শনী শুরু হয়েছে।
 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

১২ বছর পর ফের জুটিতে সইফ-করিনা! ফ্যামিলি ড্রামা না থ্রিলার? কোন গল্প ফুটিয়ে তুলবেন?...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



02 24