মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চুঁচুড়ায় প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর স্মৃতিতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চাঁদের হাট

Pallabi Ghosh | ২৩ জানুয়ারী ২০২৪ ১২ : ৩০Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাট আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় জয়ী মধ্যমগ্রাম হাইস্কুল। ফাইনাল খেলায় তিন শূন্য গোলে পরাজিত হয় হুগলির চাপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যামন্দির। গত ৬ জানুয়ারি চুঁচুড়া ময়দানে শুরু হয় দিকপাল ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার সূচনা করেছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে বাস্তবেই বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না সেখানে? উপস্থিত ছিলেন একদা কলকাতা থেকে শুরু করে রাজ্য দেশ এবং আন্তর্জাতিক স্তরে দাপিয়ে খেলা বিখ্যাত সব ফুটবলার। ছিলেন ভাস্কর গাঙ্গুলি, স্বরূপ দাস, কৃষ্ণ গোপাল চৌধুরী, তনুময় বসু, বিভাস সরকার, অশোক চন্দ, অনিত ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর ভাই সর্বজিৎ সেনগুপ্ত সহ তাঁর পরিবারের সদস্য সকলেই। ছিলেন হুগলি জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্তা রঞ্জিত ঘোষ। টানা ১৭ দিন ধরে চলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো রাজ্যের আটটি স্কুল। নক আউট পর্যায়ের আটটি দল নিয়ে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় ২৩ জানুয়ারি। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুগলি এবং উত্তর ২৪ পরগনা। প্রতিযোগিতার আয়োজক হুগলি ব্রাঞ্চ গভঃ স্কুল এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্য প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ভাই সর্বজিত সেনগুপ্ত বলেছেন, বিখ্যাত ভারতীয় দলের ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ছিলেন এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। পাশাপাশি হুগলির প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক অশ্বিনী বরাট, যিনি হুগলি জেলা সহ সর্বত্রই খেলোয়াড়দের কাছে ভোলা দা হিসেবেই আজীবন পরিচিত ছিলেন। জেলার বিখ্যাত এই দুই দিকপালের স্মৃতিতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা বলার কোনও অবকাশ নেই সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাট দুজনেরই বাংলা তথা ভারতীয় ফুটবলে অবদান অনস্বীকার্য। স্কুল স্তরে আয়োজিত এই প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য ছোট থেকেই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানো। তাই স্কুল পর্যায়ে ছাত্রদের মধ্যে ফুটবল খেলার উৎসাহ বাড়াতে এই উদ্যোগ জানিয়েছে সর্বজিত সেনগুপ্ত। ফুটবলার ভাস্কর গাঙ্গুলি বলেছেন, সুরজিৎ সেনগুপ্ত ভারতীয় ফুটবলে একটা বিখ্যাত নাম। আগামী দিনে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি স্কুল স্তরের ছাত্রদের নিয়ে এমন এমন প্রতিযোগিতার আয়োজন দেখে খুশি ভাস্কর বাবু বলেন, হুগলি থেকে একাধিক খেলোয়াড় কলকাতা তথা গোটা দেশে দাপিয়ে খেলেছেন। আগামী দিনে এভাবে আয়োজিত নানা প্রতিযোগিতা থেকেই প্রতিভার অন্বেষণ ঘটবে। উঠে আসবে ভাল খেলোয়াড়। যারা আগামী দিনে নাম রাখবে যার স্মৃতিতে এই আয়োজন সেই বিখ্যাত খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্তর। উজ্জ্বল করবে হুগলি জেলার নাম।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...

ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...

রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...

মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...

বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...

উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে



সোশ্যাল মিডিয়া



01 24