শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৪২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই জঙ্গলে পর্যটকদের ঢোকার জন্য বনদপ্তরের পক্ষ থেকে নেওয়া সমস্ত রকমের 'এন্ট্রি ফি' বাতিল হল। জলদাপাড়া ডিভিশনের ডিএফও-এর পক্ষ থেকে ২৩শে জানুয়ারি জারি করা একটি নির্দেশিকায় পর্যটকদের জঙ্গলে প্রবেশের ফি মকুব করার বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানের সমস্ত প্রবেশ গেটে প্রবেশ ফি নেওয়ার প্রথা অবিলম্বে স্থগিত করার নির্দেশ এতে দেওয়া হয়েছে। এই নির্দেশ বৃহস্পতিবার থেকেই কার্যকর হল এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।
কী নির্দেশ দেওয়া হয়েছে?
১. জলদাপাড়া জাতীয় উদ্যানের সব প্রবেশ গেটে প্রবেশ ফি নেওয়া বন্ধ করা হয়েছে।
২. পর্যটনের দায়িত্বে থাকা রেঞ্জ অফিসারদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গলের প্রবেশ গেট এবং তথ্য কেন্দ্রগুলিতে এই নতুন নির্দেশিকা প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
৩. যদিও জঙ্গলে পর্যটকদের প্রবেশের ফি বাতিল করা হয়েছে, তবে অভয়ারণ্যের ভিতরে পর্যটন সংক্রান্ত কর্মসূচী আগের মতই চলবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সমস্ত পর্যটন রুট ও কার্যক্রম আগের মতই থাকছে। জঙ্গলে পর্যটকদের ঢোকার সংখ্যা নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে।
৪. কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বনদপ্তরের এই নির্দেশিকার ফলে পর্যটকরা সহজেই উত্তরবঙ্গের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলিতে যেতে পারবেন, এই অঞ্চলে আসার বিষয়েও আরও উৎসাহ পাবে বলে মনে করা হচ্ছে।
রাজাভাতখাওয়ার সংরক্ষিত জঙ্গলে ঢুকতে পর্যটকদের মাত্রাতিরিক্ত খরচের বিষয়টি বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে তুলেছিলেন আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি অভিযোগ করেন, রাজাভাতখাওয়া চেক পোস্ট দিয়ে পর্যটকদের গাড়ি নিয়ে ঢুকতে গাড়িপিছু আড়াই হাজার টাকা দিতে হচ্ছে। এই পথেই ঐতিহাসিক বক্সা দূর্গ এবং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জয়ন্তী পাহাড় রয়েছে। বিষয়টি জেনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পর্যটকদের থেকে আর কোনও বাড়তি টাকা নেওয়া যাবে না। টাকা নেওয়া হলে রাজ্যে পর্যটক কমবে। দ্রুত এই ধরনের সব ফি প্রত্যাহার করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এর পরই জলদাপাড়া জাতীয় উদ্যানে ঢোকার জন্য চালু থাকা প্রবেশ ফি বাতিল করার নির্দেশিকা জারি হল।
নানান খবর
নানান খবর

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে