বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার

Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ১৫Riya Patra


মিল্টন সেন,হুগলি: চিঠি লেখার চল এখন আর নেই। তাই খাম, পোস্ট কার্ড, ইন্ডল্যান্ড লেটারের সঙ্গে ডাকবাক্সও অতীত হয়েছে। বর্তমান সময়ে শহর হোক বা গ্রাম, রাস্তার মোড়ে মোড়ে ডাক বাক্সের আর দেখা মেলে না। তবু চলতি এই ডিজিটাল যুগেও, এলাকাবাসীর সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে সেই ডাকবাক্সেই ভরসা রাখলো পোলবা থানা। সাধারণের সঙ্গে সমন্বয় আরও দৃঢ় করে তুলতে গ্রামে গ্রামে বসানো হলো একেবারে ডাকবাক্সের ধাঁচে তৈরি ড্রপবক্স।

 সম্প্রতি হুগলি গ্রামীন পুলিশের অন্তর্গত পোলবা থানার তরফে নেওয়া এই উদ্যোগ মানুষের নজর কেঁড়েছে। তৈরি হয়েছে থানায় না গিয়েও সরাসরি পুলিশের কাছে অভিযোগ বা পরামর্শ জানানোর রাস্তা। একইসঙ্গে থাকছে পরিচয় সার্বজনীন না হওয়ার প্রশাসনিক প্রতিশ্রুতি। আশা করা হচ্ছে এর মাধ্যমে গ্রামের সাধারণ বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের দূরত্ব কমবে। ভবিষ্যতে আরও সুদৃঢ় হয়ে উঠবে সমন্বয়। সম্প্রতি পোলবা গ্রাম পঞ্চায়েতের অধীন সংগ্রামপুর মোড়, পাউনান লাইব্রেরী সহ একাধিক জায়গায় বসানো হয়েছে ড্রপবক্স। যার মাধ্যমে সাধারন মানুষ তাঁদের অভিযোগ বা পরামর্শ সরাসরি পোলবা থানার কাছে পৌঁছে দিতে পারেন। পোলবা থানা সূত্রে জানানো হয়েছে, আপাতত থানা এলাকার অন্তর্গত ছটি গ্রাম পঞ্চায়েতে এবং বারোটি জায়গায় ড্রপবক্স বসানো হয়েছে। মূলত যে সমস্ত এলাকায় সিসি ক্যামেরা নেই, এমন জায়গাকেই ড্রপবক্স বসানোর জন্য বেছে নেওয়া হয়েছে। যাতে যারাই অভিযোগ পত্র জমা করবেন, তাঁদের পরিচয় গোপন থাকে।

ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের তরফে সামাজিক মাধ্যমে আবেদন জানানো হয়েছে, অভিযোগ বা পরামর্শ যাই হোক ড্রপবক্স ব্যবহার করে সরাসরি জানাতে। আবেদন করা হয়েছে, এলাকায় কোনও বেআইনি কার্যকলাপ, আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে অথবা অনভিপ্রেত ঘটনা যা পুলিশের নজরে পড়ছে না, কারোর চাল চলনে অসঙ্গতি যা প্রশাসনকে জানানো প্রয়োজন, সেগুলিকে একটি সাদা কাগজে লিখে এই ড্রপবক্সে ফেলতে। এক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে। অথচ কাগজে লেখা অভিযোগ সরাসরি পৌঁছে যাবে প্রশাসনের কাছে। সঙ্গে সঙ্গেই অভিযোগের সত্যতা যাচাই করে তদন্তের কাজ শুরু হবে। 

 পুলিশ প্রশাসনকে দেওয়া সাধারণের পরামর্শ গুলিকেও যথাযথ গুরুত্ব দেওয়া হবে। ফলে থানায় এসে অভিযোগ জানাতে সময় নষ্ট হবেনা। পাশাপাশি প্রকাশ্যে আসার ক্ষেত্রে কোনও দ্বিধা থাকলে সেটাও কাটবে। গ্রামীণ পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, 'আপনি সুরক্ষিত থাকুন এবং আপনার আশেপাশের মানুষজনকে সুস্থ এবং সুরক্ষিত রাখার চেষ্টা করুন। পোলবা থানা ও হুগলি গ্রামীন জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের সঙ্গে আছে।'

 এর আগেও একাধিকবার দেখা গেছে পোলবা থানার পুলিশ গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের আস্থা ফেরানোর চেষ্টা করেছে। পুলিশের অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁরা খুশি। এমন অনেক ঘটনা তাঁদের চোখের সামনে প্রতিনিয়ত পুলিশের নজর এড়িয়ে ঘটছে। এবার সেগুলি খুব সহজেই পুলিশের নজরে আনা যাবে।পাশাপাশি তাঁরা সহজ পথে পুলিশ এবং সাধারণের মাঝে থাকা দূরত্ব কমানোর পরামর্শও দিতে পারবেন। হুগলি গ্রামীণ পুলিশ আশাবাদী এভাবে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দূর করে সুষ্ঠ স্বাভাবিক সমাজ গঠন করা সম্ভব।


ছবি পার্থ রাহা।


# PolbaPoliceStation#polba#Dropbox



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার, চাঞ্চল্য ব্যান্ডেলে ...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



01 25