রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ১৫Riya Patra
মিল্টন সেন,হুগলি: চিঠি লেখার চল এখন আর নেই। তাই খাম, পোস্ট কার্ড, ইন্ডল্যান্ড লেটারের সঙ্গে ডাকবাক্সও অতীত হয়েছে। বর্তমান সময়ে শহর হোক বা গ্রাম, রাস্তার মোড়ে মোড়ে ডাক বাক্সের আর দেখা মেলে না। তবু চলতি এই ডিজিটাল যুগেও, এলাকাবাসীর সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে সেই ডাকবাক্সেই ভরসা রাখলো পোলবা থানা। সাধারণের সঙ্গে সমন্বয় আরও দৃঢ় করে তুলতে গ্রামে গ্রামে বসানো হলো একেবারে ডাকবাক্সের ধাঁচে তৈরি ড্রপবক্স।
সম্প্রতি হুগলি গ্রামীন পুলিশের অন্তর্গত পোলবা থানার তরফে নেওয়া এই উদ্যোগ মানুষের নজর কেঁড়েছে। তৈরি হয়েছে থানায় না গিয়েও সরাসরি পুলিশের কাছে অভিযোগ বা পরামর্শ জানানোর রাস্তা। একইসঙ্গে থাকছে পরিচয় সার্বজনীন না হওয়ার প্রশাসনিক প্রতিশ্রুতি। আশা করা হচ্ছে এর মাধ্যমে গ্রামের সাধারণ বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের দূরত্ব কমবে। ভবিষ্যতে আরও সুদৃঢ় হয়ে উঠবে সমন্বয়। সম্প্রতি পোলবা গ্রাম পঞ্চায়েতের অধীন সংগ্রামপুর মোড়, পাউনান লাইব্রেরী সহ একাধিক জায়গায় বসানো হয়েছে ড্রপবক্স। যার মাধ্যমে সাধারন মানুষ তাঁদের অভিযোগ বা পরামর্শ সরাসরি পোলবা থানার কাছে পৌঁছে দিতে পারেন। পোলবা থানা সূত্রে জানানো হয়েছে, আপাতত থানা এলাকার অন্তর্গত ছটি গ্রাম পঞ্চায়েতে এবং বারোটি জায়গায় ড্রপবক্স বসানো হয়েছে। মূলত যে সমস্ত এলাকায় সিসি ক্যামেরা নেই, এমন জায়গাকেই ড্রপবক্স বসানোর জন্য বেছে নেওয়া হয়েছে। যাতে যারাই অভিযোগ পত্র জমা করবেন, তাঁদের পরিচয় গোপন থাকে।
ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের তরফে সামাজিক মাধ্যমে আবেদন জানানো হয়েছে, অভিযোগ বা পরামর্শ যাই হোক ড্রপবক্স ব্যবহার করে সরাসরি জানাতে। আবেদন করা হয়েছে, এলাকায় কোনও বেআইনি কার্যকলাপ, আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে অথবা অনভিপ্রেত ঘটনা যা পুলিশের নজরে পড়ছে না, কারোর চাল চলনে অসঙ্গতি যা প্রশাসনকে জানানো প্রয়োজন, সেগুলিকে একটি সাদা কাগজে লিখে এই ড্রপবক্সে ফেলতে। এক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে। অথচ কাগজে লেখা অভিযোগ সরাসরি পৌঁছে যাবে প্রশাসনের কাছে। সঙ্গে সঙ্গেই অভিযোগের সত্যতা যাচাই করে তদন্তের কাজ শুরু হবে।
পুলিশ প্রশাসনকে দেওয়া সাধারণের পরামর্শ গুলিকেও যথাযথ গুরুত্ব দেওয়া হবে। ফলে থানায় এসে অভিযোগ জানাতে সময় নষ্ট হবেনা। পাশাপাশি প্রকাশ্যে আসার ক্ষেত্রে কোনও দ্বিধা থাকলে সেটাও কাটবে। গ্রামীণ পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, 'আপনি সুরক্ষিত থাকুন এবং আপনার আশেপাশের মানুষজনকে সুস্থ এবং সুরক্ষিত রাখার চেষ্টা করুন। পোলবা থানা ও হুগলি গ্রামীন জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের সঙ্গে আছে।'
এর আগেও একাধিকবার দেখা গেছে পোলবা থানার পুলিশ গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের আস্থা ফেরানোর চেষ্টা করেছে। পুলিশের অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁরা খুশি। এমন অনেক ঘটনা তাঁদের চোখের সামনে প্রতিনিয়ত পুলিশের নজর এড়িয়ে ঘটছে। এবার সেগুলি খুব সহজেই পুলিশের নজরে আনা যাবে।পাশাপাশি তাঁরা সহজ পথে পুলিশ এবং সাধারণের মাঝে থাকা দূরত্ব কমানোর পরামর্শও দিতে পারবেন। হুগলি গ্রামীণ পুলিশ আশাবাদী এভাবে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দূর করে সুষ্ঠ স্বাভাবিক সমাজ গঠন করা সম্ভব।
ছবি পার্থ রাহা।
# PolbaPoliceStation#polba#Dropbox
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

নিয়মিত শরীরচর্চা করতেন, কলেজের দৌড় প্রতিযোগিতার পরেই লুটিয়ে পড়লেন তরুণ, মর্মান্তিক পরিণতি ...

ফের এটিএম জালিয়াতি, হেল্পলাইনে ফোন করে টাকার সঙ্গে কার্ডও হারালেন গ্রাহক...

রাজ্য সরকারের উদ্যোগে শিল্পকলা প্রশিক্ষণের অভিনব কর্মশালা চন্দননগরে ...

মাধ্যমিক পরীক্ষায় টুকতে দিতে হবে, দাবি ঘিরে ছাত্র বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের স্কুল...

প্রেমের সপ্তাহে পাহাড়ে বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে ধর্ষিতা আসানসোলের তরুণী ...

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার এক ছাত্রী! ঘনীভূত রহস্য ...

বসন্ত উৎসব নিয়ে বড় সিদ্ধান্ত বিশ্বভারতীর, কারা কারা পাবেন প্রবেশের ছাড়পত্র...

ধেয়ে আসছে ডাউন হাওড়া লোকাল, আচমকাই রেললাইনে আটকে গেল বাইকের চাকা, তারপর?...

ভ্যালেন্টাইন্স ডে-ত মাঠেই পড়ে রইল গোলাপ, মুখ ভার কৃষকদের...

শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে ২৪ ঘণ্টাতেই ভোলবদল বিক্ষুদ্ধ ১০ কাউন্সিলরের! তুফানগঞ্জ পুরসভার অপসারিত চেয়ারপার্সনকে পদে ফেরাল ...

শহরে ফের দুর্ঘটনা, আরজিকরের সামনে মহিলাকে পিষে দিল বাস, এলাকায় চাঞ্চল্য...

তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ, ১০ পুর সদস্যকে কলকাতায় তলব রাজ্য নেতৃত্বের...

মুর্শিদাবাদে স্কুলের মধ্যে প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার ম্যানেজিং কমিটির সভাপতি...

ত্রিবেণী কুম্ভমেলার সাফল্য কামনায় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী- রাজ্যপালের...

নির্বিচারে গাছ কেটে 'প্লটিং'-এর কাজ! তড়িঘড়ি বাগানে পৌঁছে সাফ কথা জানিয়ে দিলেন বিধায়ক, কী বললেন জানেন? ...