সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

Pallabi Ghosh | ২৪ মে ২০২৫ ২০ : ৫৫Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: মোরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে পড়ল দু'টি দাঁতাল হাতি। সেই সময় বাগানে চলছিল কাঁচা পাতা তোলার কাজ। হাতি দেখে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ কাজও বন্ধ থাকে। পরবর্তীতে চা বাগানের ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে হাতি দু'টিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়। 

 

ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের মোরাঘাট চা বাগানের এ-৫ এবং এ-৬ নম্বর সেকশনে। জানা গিয়েছে শনিবার দুপুরে বাগানের বি-২ ও বি-৩ নম্বর সেকশনে এদিন চা পাতা তোলার কাজ চলছিল। হঠাৎই ওই এলাকায় দু'টি দাঁতাল হাতি চলে আসে। আপন মনে হাতি দু'টি চা বাগানে ঘুরে বেড়াচ্ছিল। কখনও আবার লড়াই করার ভঙ্গিতে মাথায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকছিল। তবে হাতি দু'টি সত্যিকারের লড়াই করছিল না। তারা দু'জন সাথেই চলছিল। উঠতি বয়সি এই পুরুষ হাতি দু'টি দল থেকে বিতাড়িতও হতে পারে। এমন হাতিগুলি যথেষ্ট আক্রমনাত্মক মেজাজের হয়। এবং লোকালয়ে ঢুকে ফসলের প্রচুর ক্ষতি সহ খাবারের লোভে বাড়িঘর ভাঙে। 

 

চা বাগানের শ্রমিকেরাই ট্রাক্টর দিয়ে তাড়া করে ভয় দেখিয়ে হাতি দু'টিকে জঙ্গলে ফেরত পাঠান। তবে খাবারের লোভে হাতি দু'টি রাতে আবারও লোকালয়ে হামলা চালাতে পারে বলে স্থানীয় শ্রমিকেরা আশঙ্কা করছেন। 

 

মোরাঘাট চা বাগানের আসিটেন্ট ম্যানেজার মোহন চক্রবর্তী জানান, হাতি দু'টি চা বাগানে প্রায় আধ ঘণ্টা ধরে ঘুরে বেরিয়েছে। তাঁরা ট্রাক্টর দিয়ে তাড়া করে হাতি দু'টিকে জঙ্গলে ফেরত পাঠান। শ্রমিকেরা সতর্ক থাকায় এদিন কোনও দুর্ঘটনা ঘটেনি। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের সূত্রে জানা গিয়েছে, হাতি বেরোনোর খবর পেয়ে বনকর্মীরা দুপুরে চা বাগানে গিয়েছিলেন। হাতি দু'টি যাতে আবারও বাগানে না ঢুকে পড়ে, তার জন্য সন্ধ্যা নাগাদ জঙ্গল লাগোয়া এলাকায় বনকর্মীরা টহলদারি চালিয়েছেন। রাতেও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।


North BengalElephantsDooars

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিরাট বাঙ্কারের হদিশ, পাচার না নাশকতার ছক? যৌথ তদন্তে পুলিশ ও গোয়েন্দা বাহিনী

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া