
মঙ্গলবার ২৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে পাওয়া গেল রহস্যময় এক বাঙ্কারের হদিশ। বাঙ্কারের ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে ভেটাগুড়ি পুলিশ ফাঁড়ি। খবর পেয়ে অভিযান চালায় দিনহাটা ও সাহেবগঞ্জ থানার পুলিশের যৌথ দল। অভিযানে আগ্নেয়াস্ত্র ও একটি পুরনো গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির এক সদস্যকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, দিনহাটার ভেটাগুড়ির সিঙ্গিজানি গ্রামের টিনের বেড়া দিয়ে ঘেরা একটি বাড়ির ভিতরেই ওই বাঙ্কার পাওয়া গিয়েছে। গ্রামবাসীদের দাবি, রাত হলেই ওই বাড়িতে আনাগোনা শুরু হত বহিরাগতদের। যাতায়াত করত নানা ধরনের গাড়ি। ঘটনার পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বাহিনীর একটি বিশেষ দল এলাকায় নিয়মিত নজরদারি চালাচ্ছে। ওই বাড়িতে ঘাঁটি করে কি পাচারচক্রের কারবার চলছিল, নাকি করা হচ্ছিল নাশকতার ছক? এবিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে ফোন করা হলে তিনি ‘ব্যস্ত আছি, পরে কথা বলব’ বলে ফোন কেটে দেন।
ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সরকার দে জানান, ‘পুলিশ বাড়িটিতে অভিযান চালানোর পর অনেক কিছুই জানা গিয়েছে। বাড়িটিতে বিশাল বাঙ্কার তৈরি করা হচ্ছিল। এলাকা পরিদর্শনে গিয়ে জেনেছি বাইরের লোকজনও ওই বাড়িতে আসত।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রহস্যময় ওই বাড়িটি মাস ছয়েক আগে তৈরি হয়েছিল। হোসেন আলি, তাঁর দুই ছেলে হাসান, ওসমান এবং পরিবারের আরও দু-তিনজন সদস্য সেখানে থাকতেন। কোচবিহারের ঘুঘুমারি এলাকাতেও হোসেনদের একটি বাড়ি ছিল। চলতি মাসের শুরুর দিকে গাঁজা পাচার করতে গিয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে ওসমান। তারপর ওই বাড়িতে বাঙ্কারের খোঁজ পাওয়া যায়।
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪