সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

Kaushik Roy | ২৩ মে ২০২৫ ১৯ : ৪৪Kaushik Roy


মিল্টন সেন: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আর বিএসএফ জওয়ানের ঘর ওয়াপসি ঘিরে উৎসবে মেতে উঠেছে রিষড়া। খুশির হাওয়া জওয়ানের পরিবারে। আলো দিয়ে সাজানো হয়েছে বাড়ি, স্বাগত জানাতে লাগানো হয়েছে ওয়েলকাম গেট। শুক্রবার বিকেলে পূর্বা এক্সপ্রেসে পাঠানকোট থেকে হাওড়া স্টেশনে পৌঁছন পূর্ণম। তাঁকে অভ্যর্থনা জানাতে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ এবং রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। বাড়ি ফেরার পথে লিলুয়ার একটি মিষ্টির দোকানে বাবা ভোলানাথ সাউয়ের হাতে মিষ্টি খান তিনি।

হাওড়া থেকে গাড়ি করে তাঁকে নিয়ে আসা হয় রিষড়া বাগখাল এলাকায়। সেখানে বাধা হয়েছিল ওয়েলকাম গেট। বাজনা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাড়ি পৌঁছন পূর্ণম। বিএসএফ জওয়ানকে অভিনন্দন জানাতে রাস্তার দুপাশে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। পূর্ণমের বাড়ি ফেরার খবরে সকাল থেকেই রিষড়া জুড়ে খুশির হাওয়া। বাড়ি ফিরে বিশাল আকৃতির একটি কেক কাটেন পূর্ণম। বলেন, ‘সকলের আশীর্বাদে আমি ঘরে ফিরতে পেরেছি। ভারতে আমার দ্বিতীয় বার জন্ম হল’।

বাবাকে জড়িয়ে ধরে জানান, ‘বাবা আমাকে জন্ম দিয়েছেন। তাঁকে অনেক দিন পর দেখলাম, এটুকু আবেগ তো হবেই। আমরা দেশের সীমানায় থাকি নির্ভয়ে। আমরা ভয় পেলে, দেশবাসীকে রক্ষা করব কি করে। আপাতত কুড়িদিন ছুটি। তারপর আবার ফিরব বর্ডারে। সেখানে গিয়ে কর্তব্য পালন করব’। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটক হওয়ার ২২ দিনের মাথায় ভারতে ফেরেন তিনি। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরেন রিষড়ার বিএসএফ জওয়ান।

পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে কর্মরত ছিলেন পূর্ণম। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হানার পরের দিন, ২৩ এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন তিনি। সেখানে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাকিস্তানের রেঞ্জার্স তাঁকে ধরে ফেলে। তখন থেকেই পাকিস্তানে তিনি বন্দি ছিলেন। জওয়ানকে ভারতে ফিরিয়ে আনতে টানা ফ্ল্যাগ মিটিং চলে দুই পক্ষের মধ্যে। কিন্তু বিএসএফের হাজার চেষ্টা সত্ত্বেও মুক্তি মিলছিল না কিছুতেই।

১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল, সম্ভবত শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতির চারদিন পর অবশেষে দেশে ফেরেন তিনি। গত ১৪ মে পূর্ণমকে মুক্ত করে পাক রেঞ্জার্স। পাকিস্থানের তরফে আটারি-ওয়াঘা বর্ডারে বিএসএফ আধিকারিকদের হাতে পূর্ণমকে হস্তান্তর করা হয়। টেলিফোনে স্ত্রী রজনী দেবীকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও পূর্ণমকে সঙ্গে সঙ্গেই বাড়িতে ফেরত পাঠানো হয়নি। কিছু স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। অবশেষে প্রায় ৫৪ দিনের মাথায় পুনরায় রিষড়ার বাড়িতে ফিরলেন বিএসএফ জওয়ান।

ছবি: পার্থ রাহা


নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

হাতে মাত্র দু-তিন ঘন্টা সময়, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব, সাবধান হতে হবে এখনই

সোশ্যাল মিডিয়া