
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ, সুতি এবং সামশেরগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা। জেলা পুলিশ প্রশাসনের উপযুক্ত পদক্ষেপে ইতিমধ্যেই শান্তি ফিরেছে মুর্শিদাবাদ জেলায়। শুধু তাই নয়, অশান্তির সময় ঘরছাড়া হওয়া সামশেরগঞ্জের একাধিক পরিবার ইতিমধ্যেই ফিরে এসেছেন নিজেদের বাড়িতে। প্রশাসনের তরফে নতুন করে তাদের বাড়ি মেরামতের জন্য সমস্ত রকম সাহায্য করা হচ্ছে। তবে এর পাশাপাশি ভবিষ্যতের জন্যও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফে।
ভবিষ্যতে যাতে আর কোনও এলাকায় অশান্তির কোনও ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে এবার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সমস্ত থানার সবকটি পঞ্চায়েত এলাকায় পুলিশের তরফে গঠন করা হয়েছে বিশেষ ‘শান্তি কমিটি’। সূত্রের খবর, জঙ্গিপুর পুলিশ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ ইতিমধ্যেই সমস্ত থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত নিজেদের এলাকায় সমস্ত পঞ্চায়েতে একটি করে ‘শান্তি কমিটি’ তৈরি করার জন্য। পুলিশ সুপারের নির্দেশ পেয়েই সমস্ত থানায় বিশেষ ‘শান্তি কমিটি’ তৈরি করা হয়েছে।
কমিটির সদস্যরা ইতিমধ্যেই প্রত্যেকটি গ্রামে আলাদা আলাদা করে বৈঠক শুরু করেছেন। সম্প্রতি সামশেরগঞ্জের ধুলিয়ান, বেতবোনা, জাফরাবাদ সহ মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত সাজুর মোড় এলাকাতেও বড়সড় গন্ডগোল হয়েছিল। এই সমস্ত এলাকায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। রবিবার বাজিতপুর অঞ্চলে এলাকার মানুষদের নিয়ে বৈঠক করেন থানার ‘শান্তি কমিটি’-এর সদস্যরা। সুতি থানার এক আধিকারিক জানান, ‘শান্তি কমিটি’-তে পুলিশের আধিকারিক ছাড়াও একাধিক ধর্ম সম্প্রদায়ের মানুষ এবং গ্রামবাসীদের রাখা হয়েছে। বৈঠক করে প্রত্যেকের কাছে আবেদন করা হচ্ছে এলাকায় কোনওরকম সাম্প্রদায়িক অশান্তির ঘটনা থেকে বিরত থাকার জন্য। পাশাপাশি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের নেতাদেরও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে পুলিশের তরফে।
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
প্রবল ঝড়-জলে ধেয়ে আসছে বিপদ, আগামী তিন ঘণ্টায় ভাসবে এই পাঁচ জেলা