
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজে সব ম্যাচ খেলবেন না জশপ্রীত বুমরাহ। বড় জোর মেরে কেটে ৩ বা ৪টি টেস্ট ম্যাচ খেলবেন। তাতেই সন্তুষ্ট জাতীয় দলের নির্বাচকরা। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান জানিয়ে দিলেন, ''মনে হয় না পাঁচটা টেস্ট খেলতে পারবে বুমরাহ। তিনটে বা চারটে হয়তো খেলবে। যদি তিন-চারটে টেস্টই খেলে, তাহলেও বুমরাহ দলের সম্পদ হবে। ও যে স্কোয়াডে রয়েছে, এতেই খুশি।''
নতুন ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল। সহ অধিনায়কত্বও পাননি বুমরাহ। আগরকর বলেছেন, ''বুমরাহ আমাদের কাছে ক্রিকেটার হিসেবে গুরুত্বপূর্ণ। অধিনায়ক বা সহ অধিনায়ক হিসেবে বাকিদের সামলাতে হলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের থেকে অনেককিছু শুষে নেওয়া হয়। আমরা বুমরাহর সঙ্গে কথা বলেছি। ওর এতে সায় আছে। নিজের শরীরের অবস্থা ভালই জানে বুমরাহ।''
বুমরাহ পুরোদস্তুর ফিট নন। তাঁর শরীর পাঁচ টেস্ট খেলার মতো দকল নিতে পারবে না। তিনটে বা চারটে টেস্ট খেললেও তিনি দলের কোহিনূর।
অন্যদিকে ফিটনেসের দোহাই দিয়ে মহম্মদ সামির জন্য বন্ধ হয়ে যায় দরজা। আগরকর বলছেন, ''সামি পুরোপুরি ফিট নয়। আমরা ভেবেছিলাম ওকে পাব, কিন্তু তা হচ্ছে না। সামি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি।'' সামি কিন্তু দলে থাকতে চেয়েছিলেন। তার জন্য পরিশ্রমও করছিলেন। কিন্তু পুরোদস্তুর ফিট না হওয়ায় তাঁকে নেওয়া হয়নি।
টেস্ট দলের দরজা কি বন্ধ হয়ে গেল সামির জন্য?
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের