
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআইয়ের কড়া নজরদারির মধ্যেও আইপিএলে কোনওভাবেই থামানো যাচ্ছে না ‘নোটবুক টিক’ সেলিব্রেশন। আইপিএলের শুরু থেকে লখনউয়ের স্পিনার দিগ্বেশ রাঠি নোটবুক সেলিব্রেশন করে বিসিসিআইয়ের নিয়মের ঠেলায় জরিমানা দিয়েছেন। তবে তাঁকে দমানো যায়নি কোনওভাবেই। অবশেষে পাঁচ ডিমেরিট পয়েন্ট খেয়ে তিনি এক ম্যাচ নির্বাসনে। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে দিগ্বেশ না থাকলেও জ্বলজ্বল করছিল তাঁর সেলিব্রেশন। সৌজন্যে, লখনউয়ের বাঁহাতি পেসার আকাশ সিং।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে আকাশ সিং দুর্দান্ত ডিসেপটিভ ডেলিভারিতে ছিটকে দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জস বাটলারের স্টাম্প। বলটা যেমন চোখ টেনেছে ক্রীড়ামহলের, তেমনই আউট করে বাটলারের সেলিব্রেশন নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। শুভমান গিলের ড্রাইভে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল আকাশকে ইনিংসের ষষ্ঠ ওভারে। কিন্তু দশ ওভারে ফিরে এসেই গুজরাটকে ম্যাচে বড় ধাক্কা দেন তিনি।
আকাশের স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হন বাটলার। আগেভাগেই শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। এই উইকেটটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। বাটলারকে আউট করে আকাশ যেভাবে ‘নোটবুক টিক’ সেলিব্রেশন করলেন, তা স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেল বাটলারের উইকেট ছিল সতীর্থ দিগ্বেশ রাঠিকেই উৎসর্গ করে। উল্লেখ্য, এর আগে দিগ্বেশ সিং রাঠিকে বিসিসিআই সাসপেন্ড করেছে একাধিক বার সতর্কতা, জরিমানা এবং কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার কারণে।
বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার সঙ্গে তাঁর ঝামেলা হওয়ার পর ফের শাস্তির মুখে পড়েন তিনি। কিন্তু তাতেও থামল না নোটবুক টিক সেলিব্রেশন বিতর্ক। আকাশ সিং এদিন ৩.১ ওভারে ২৯ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তাঁর সেলিব্রেশন যে বিসিসিআইয়ের নজরে পড়েছে তা নিশ্চিত। আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও আপলোড করেছে। তবে বাঁহাতি পেসারকে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি বোর্ডের তরফে।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাক ম্যাচ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি